মুক্তি পেল ট্রেলার

এই খবর শেয়ার করুন (Share this news)

” মুক্তি পেল নতুন পরিচালক অয়ন দে – র ছবি ‘ ভয় পেও না’র ট্রেলার । এই ছবিতে প্রথমবার একসঙ্গে জুটিতে কাজ করছেন ওম সাহানি ও শ্রাবন্তী চ্যাটার্জি । ছবিতে তারা দু’জনে দম্পতির চরিত্রেই অভিনয় করছেন । ওমের চরিত্রের নাম আকাশ আর শ্রাবন্তীর চরিত্রের নাম অনন্যা । কোভিড বিধি মেনেই ছবির শুটিং এ বছরের জানুয়ারীতে করেছিলেন পরিচালক । সব কিছু ঠিকঠাক থাকলে ২৭ মে ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে । ছবির ট্রেলার দেখার পর দর্শকদের মনে বেশ ভয় ভয় লাগবে । কারণ ট্রেলারটাকে বেশ সুন্দর ভাবে থ্রিলার আর রহস্য দিয়ে সাজানো হয়েছে । সেই সঙ্গে এক এক দৃশ্যের সঙ্গে মিউজিক বেশ ভয় ধরায় মনে । ছবির মিউজিক ডিরেক্ট করেছেন ডাবু । ছবিতে গান গেয়েছেন অনুপম রায় , অন্তরা মিত্র , রাজ বর্মন । ট্রেলার দেখে যেটুকু গল্প বোঝা গেছে সেটা এরকম , বিয়ে করে অনন্যা আকাশের বাড়িতে প্রথম পা রাখে । এরপরই অনন্যার সঙ্গে উদ্ভদ সব জিনিস ঘটতে থাকে । অনন্যার শাশুড়ির চরিত্রটাকে একটা রহস্যর মধ্যে রেখেছেন পরিচালক । ছবির গল্প নিয়ে অভিনেত্রী শ্রাবন্তী জানিয়েছেন , গল্পটা প্রথমবার যখন তিনি শুনেছিলেন তখন তিনি রীতিমতো চমকে উঠেছিলেন । কারণ গল্পের শেষেই রয়েছে ট্যুইস্ট । তাই গল্পটা দর্শকদের পছন্দ হবে বলেই আশা করছেন তিনি ।

মহিলার বেশে জয় সেনগুপ্ত

সম্প্রতি একটি লুক প্রকাশ্যে এসেছে। যেখানে এক পুরুষকে মহিলার বেশে দেখা যাচ্ছে । কে এই অভিনেতা বুঝতে সেটাই সমস্যা হয়ে গিয়েছিল দর্শকদের । পরে খোলসা করা হয়েছে এই অভিনেতা জয় সেনগুপ্ত । তবে শুধু জয়ই নয় চরিত্রে প্রয়োজন লুক বদলেছে ঋত্বিক চক্রবর্তী ও ইন্দ্রনীল সেনগুপ্তও । পরিচালক রন রাজ তার প্রথম ছবি করছেন এই তিন অভিনেতাকে নিয়ে । ছবির নাম ‘ পরিচয় গুপ্ত ‘ । থ্রিলার নির্ভর এই ছবি । ইন্দ্রনীল সেনগুপ্ত , জয় সেনগুপ্ত , ঋত্বিক চক্রবর্তী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন প্রদীপ ভট্টাচার্য , সব্যসাচী চক্রবর্তী রৌণক ভট্টাচার্য । ছবির গল্প জমিদার ও তার প্রত্নতত্ত্ববিদ বন্ধুকে নিয়ে । এই দু’জন চরিত্রের সঙ্গে জয় সেনগুপ্তর চরিত্রটিকে গুরুত্ব দিয়েছেন পরিচালক । জয়ের চরিত্রটা ঠিক এরকম , ছোটবেলা থেকেই সে মেয়ে সাজতে ভালবাসে । সেই ভালবাসা কিন্তু তার বড়বেলাতেও রয়ে যায় । ঋত্বিক এখানে একজন অন্ধ জমিদারের চরিত্রে অভিনয় করছেন । আর ইন্দ্রনীল এখানে প্রত্নতত্ত্ববিদের চরিত্রে । এই পিরিয়ড ছবির স্ক্রিপ্টের জন্য পরিচালকের সময় লেগেছিল দু’বছর । ছবির নাম ‘ পরিচয় গুপ্ত ’ রাখার কারণ এই ছবিতে প্রত্যেটা চরিত্রের পরিচয়ই গোপন রেখে গল্পটাকে সাজিয়েছেন পরিচালক । ছবির গল্প লিখেছেন অয়ন্তিকা ব্যানার্জি আর স্ক্রিনপ্লে করেছেন পরিচালক নিজেই । মিউজিক কম্পোজ করেছেন শুভেন্দু অধিকারী ।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 hour ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 hour ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 hour ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 hour ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

22 hours ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

23 hours ago