মুখথুবড়ে পড়েছে উমাকান্তের বিভিন্ন খেলার কোচিং

এই খবর শেয়ার করুন (Share this news)

ত্রিপুরা ক্রীড়া পর্ষদের নজিরবিহীন ব্যর্থতা , নজরদারির অভাব , অযত্ন ও অবহেলার কারণে রাজধানীর বুকে উমাকান্ত মিনি স্টেডিয়ামের বাইরের মাঠটি ক্রমশই খেলাধুলার অনুপযুক্ত হয়ে পড়ছে । বর্তমানে এই মাঠে ক্রিকেট , হ্যাণ্ডবল , ভলিবল ও কিক বক্সিং এই চার ইভেন্টের খেলোয়াড়দের প্রশিক্ষণের ক্ষেত্রে একটা বড় সমস্যা তৈরি হয়েছে । এমনিতেই এই মাঠটির খেলাধুলার মতো উপযুক্ত করে তোলার বিষয়ে কখনও ক্রীড়া দপ্তর ও ত্রিপুরা ক্রীড়া পর্ষদের তরফে কোনওরকম উদ্যোগ নিতে দেখা যায়নি । এ অবস্থার মধ্যেও এই মাঠেই ক্রিকেট সহ হ্যাণ্ডবল , ভলিবল ও কিক বক্সিং এই চার ইভেন্টের খেলোয়াড়রা দীর্ঘ সময় ধরে অনুশীলন করে আসছে । রাজ্য ভলিবল ও হ্যাণ্ডবল অ্যাসোসিয়েশন খেলাধুলার স্বার্থে নিজস্ব উদ্যোগে নিজেরাই কোনওভাবে মাঠ সংস্কার করে এখানে প্রশিক্ষণ ও খেলাধুলার কাজ দুটো একসাথে চালিয়ে যাচ্ছে । অন্যদিকে , রাজধানীর এগিয়ে চলো সংঘ খেলাধুলার স্বার্থে নিজেদের উদ্যোগেই এই মাঠের এক পাশে ক্রিকেটের পিচ গড়ে তুলেছে । যেখানে প্রচুর সংখ্যায় খেলোয়াড়রা ক্রিকেটের প্রশিক্ষণ নিচ্ছে ।

একইভাবে কিক বক্সিং অ্যাসোসিয়েশন তাদের নিজস্ব উদ্যোগে এই মাঠে ছেলেমেয়েদের কিক বক্সিংয়ের প্রশিক্ষণ দিয়ে আসছে । তবে আশ্চর্যজনক ঘটনা হলো যে , ত্রিপুরা ক্রীড়া পর্ষদের অনুমোদিত ক্রীড়া সংস্থাগুলো তাদের নিজস্ব উদ্যোগে এই মাঠে ছেলেমেয়েদের প্রশিক্ষণ দিয়ে এলেও সরকারীভাবে কোনও ধরনের সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ । অ্যাসোসিয়েশনগুলোর তরফে বহু আবেদন নিবেদন ও দাবি জানিয়ে এলেও ক্রীড়া দপ্তর , না ত্রিপুরা ক্রীড়া পর্ষদ কেউই এই মাঠ সংস্কারের জন্য উদ্যোগ নিচ্ছে না । স্বাভাবিক কারণেই এই মাঠে নিয়মিত প্রশিক্ষণ নিয়ে আসা বিভিন্ন ইভেন্টের ছেলেমেয়ে ও তাদের অভিভাবকদের মধ্যে এই ঘটনায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। জানা গেছে , বহুবার বলা সত্ত্বেও যখন ক্রীড়া দপ্তর ও ত্রিপুরা ক্রীড়া পর্যদ এই মাঠ সংস্কারের জন্য উদ্যোগ নিচ্ছে না তাই বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়রা একজোট হয়ে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হতে যাচ্ছে । এই মাঠ খেলাধুলার উপযুক্ত হিসাবে গড়ে তোলার জন্য ক্রীড়ামন্ত্রীর কাছে দাবি জানাবে খেলোয়াড়রা । জানা গেছে , এই মাঠটিকে সংস্কার করে খেলাধুলার উপযুক্ত করে তোলার জন্য হ্যান্ডবল ও ভলিবল সহ অন্য ইভেন্টের অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা একাধিকবার ক্রীড়া দপ্তর ও ত্রিপুরা ক্রীড়া পর্ষদের কাছে দাবি জানিয়েছেন ।

তবে উমাকান্তের সামনের এই মাঠটি শিক্ষা দপ্তরের অধীনে রয়েছে বলে তা সংস্কার করা সম্ভব নয় বলে নাকি স্পষ্টত জানিয়ে দিয়েছে ক্রীড়া দপ্তর ও ত্রিপুরা ক্রীড়া পর্ষদ । তবে বিভিন্ন ইভেন্টের প্রশিক্ষক ও খেলোয়াড়দের বক্তব্য যে , তাহলে বিগত সরকারের আমলে ক্রীড়া দপ্তর ও ত্রিপুরা ক্রীড়া পর্ষদ কী করে এই মাঠ নিয়মিত সংস্কার ও তদারকি করতো ? আগে যদি এই মাঠটির নিয়মিত পরিচর্ষা ও সংস্কার করা যেতো তাহলে এখন সমস্যা কেন ? শহরের বুকে এই জায়গাতেই বিভিন্ন ইভেন্টের ছেলেমেয়েরা প্রশিক্ষণ নিতে আগ্রহী । বরাবরই এই উমাকান্ত একাডেমির সামনে সবটা মাঠজুড়ে খেলাধুলা ও প্রশিক্ষণ চলে আসছে । তবে বর্তমানে এখানে খেলাধুলার পরিবেশ একেবারেই নষ্ট হয়ে গেছে । অভিযোগ , খেলার মাঠে দিনভর গাড়ি পার্কিং করে রাখা হয় । আর রাতের আঁধারে এই জায়গায় বহিরাগত লোকেরা জড়ো হয়ে অসামাজিক কাজকর্ম করে যাচ্ছে । ফলে বর্তমানে এই মাঠে আর খেলাধুলার মতো পরিবেশ নেই । এর মধ্যে অবৈজ্ঞানিকভাবে মাঠে কাদামাটি ফেলার ফলে মাঠ এখন চরম দুর্গন্ধময় এবং খেলার অনুপযুক্ত হয়ে পড়েছে । জানা গেছে , যারাই মাঠে মাটি ফেলার উদ্যোগ নিয়েছে তাদের সঠিক পরিকল্পনার অভাবে এই বেহাল দশা বলে অভিযোগ ।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

22 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

22 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

23 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

23 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

23 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

24 hours ago