মুখ্যমন্ত্রীকে না নিয়েই ফিরলো উদ্ধত পাইলট!!

 মুখ্যমন্ত্রীকে না নিয়েই ফিরলো উদ্ধত পাইলট!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ঊনকোটি জেলায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে হেলিকপ্টারে রাজধানীতে ফিরতে পারলেন না মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তাকে না নিয়েই কৈলাসহর থেকে চলে আসে পবন হংসের হেলিকপ্টার।যার প্রেক্ষিতে সড়ক পথে ফিরতে হয়েছে মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলা হয় এদিন।হেলিকপ্টার সংস্থার তরফে প্রশাসনকে জানানো হয়, সন্ধ্যা ঘনিয়ে আসার প্রেক্ষিতেই হেলিকপ্টার মুখ্যমন্ত্রীকে না নিয়ে চলে এসেছে।মুখ্যমন্ত্রীর অফিস অবশ্য এই উত্তরে সন্তুষ্ট হতে পারেননি।রাজ্য সরকারের তরফে সংস্থার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে।সংস্থাকে এদিন চিঠি দিয়ে বিশদে কারণ জানাতে বলা হয়েছে।রাজ্য প্রশাসন বিষয়টিকে কঠোরভাবেই নিয়েছে।হেলিকপ্টারের ব্যবস্থাপনায় থাকা টিআরটিসি এম ডি উত্তম কুমার মণ্ডল জানান, সূর্যাস্তের কথা বলে মুখ্যমন্ত্রীকে না নিয়ে সেদিন হেলিকপ্টারের পাইলট চলে আসেন। বিকেল পাঁচটা পাঁচ মিনিটের মধ্যেই হেলিকপ্টার আগরতলা বিমানবন্দরে অবতরণ করে। এমডি বলেছেন, আর মিনিট দশেক অপেক্ষা করলেই মুখ্যমন্ত্রীকে নিয়ে ফিরতে পারতো কপ্টার। আকাশে উড়ার আগে তাকে একথা এক অফিসার জানালেও তিনি ওই কথার পাত্তা দেননি। এমডি জানান, পাইলট সূর্যাস্তের কথা বলে হেলিকপ্টার নিয়ে চলে এলেও
আগরতলা বিমানবন্দরে সূর্য অস্ত যায় সাড়ে পাঁচটা নাগাদ। টিআরটিসির এমডি পবন হংস কর্তৃপক্ষকে পাইলটের উদাসিনতার বিষয়টি জানিয়েছেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.