মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে বড় প্রশ্ন তুললেন বিরোধীরা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে ভয়াবহ বন্যা এবং বন্যা পরবর্তী পরিস্থিতিতে প্রথম বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিরোধী দলনেতা জিতেন চৌধুরী বলেন,রাজ্যের এবং রাজ্যবাসীর এই কঠিন সময়ে মুখ্যমন্ত্রীর না থাকাটা উচিত হয়নি। এর থেকে স্পষ্ট মুখ্যমন্ত্রী রাজ্যের এই পরিস্থিতিকে সেইভাবে গুরুত্ব দেননি।
বুধবার বিধানসভার শুরুতেই কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মণ মুখ্যমন্ত্রীর অনুপস্থিতির বিষয়টি উত্থাপন করেন।তিনি বলেন, রাজ্যে সাম্প্রতিক বন্যা যতটা ভয়াবহ, তার চাইতে বেশি ভয়ঙ্কর বন্যা পরবর্তী পরিস্থিতি।এই সময়ে মুখ্যমন্ত্রী যে কাজে দিল্লী গেছেন, আমার অভিমত রাজ্যের বর্তমান পরিস্থিতি এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী নিজের প্রতিনিধি হিসেবে রাজ্য সরকারের শীর্ষ কোনও আমলাকে পাঠাতে পারতেন।সুদীপবাবু আরও বলেন, ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন।কিন্তু সেই সর্বদলীয় বৈঠকে মন্ত্রিসভার অন্য কোনও সদস্য ছিলেন না।ফলে সর্বদলীয় বৈঠকে কী আলোচনা হয়েছে, ট্রেজারি বেঞ্চের অন্য কেউ সেটা বলতে পারবে না। সর্বদলীয় বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, বিধানসভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই যাতে আলোচনা হয়। অথচ আজ তিনি নেই।ফলে বন্যা পরিস্থিতি নিয়ে যে আলোচনা হবে, সেটা লোক দেখানো আলোচনা হবে।
এরপর প্রায় একই সুরে কথা বলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরীও।তিনি বলেন, মুখ্যমন্ত্রী কাজেই হয়ত দিল্লী গেছেন।কিন্তু কোন্ কাজটা এই সময়ে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা বুঝতে হবে। বন্যায় রাজ্যের যে পরিস্থিতি, তা নিয়ে বিস্তারিত যে তথ্য রয়েছে সেটা মুখ্যমন্ত্রীই বলতে পারবেন। এই সময়ে মুখ্যমন্ত্রীর না থাকাটা একদমই উচিত হয়নি। এই থেকে স্পষ্ট রাজ্যের এই ভয়ানক অবস্থাকে মুখ্যমন্ত্রী গুরুত্বই দেননি।তিনি অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে জানতে চান, মুখ্যমন্ত্রী কবে আসবেন?যদি অধিবেশন চলাকালীন সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী আসেন, তাহলে বন্যা পরিস্থিতি নিয়ে তখনই আলোচনা করার দাবি জানান।জবাবে, অধ্যক্ষ বলেন, মুখ্যমন্ত্রী কবে আসবেন সেটা অনিশ্চিত। ফলে এই ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিতে পারি না। এরপরও বিরোধীরা এই বিষয়ে কথা বলতে থাকলে অধ্যক্ষ আর সুযোগ দেননি।

Dainik Digital

Recent Posts

হার্ভের বিরুদ্ধে ৮ জনে খেলে, এক ম্যাচ আগেই নকআউটে ব্লাডমাউথ।।

অনলাইন প্রতিনিধি :-হার্ভেকে গত ম্যাচে হারানোর পরই এ গ্রুপ থেকে সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটের…

16 hours ago

জলের দরে বিকোচ্ছে সবজি, মাথায় হাত কৃষকের!!

অনলাইন প্রতিনিধি :-শীতকালীন সবজির মতো দ্রুত দাম পড়ছে গ্রীষ্মকালীন সবজিরও।জলের দরে বিকোচ্ছে নতুন উঠে আসা…

16 hours ago

কৃত্রিম ধাতব হৃদপিণ্ড নিয়ে একশো দিন বেঁচে রেকর্ড সৃষ্টি!!

অনলাইন প্রতিনিধি :-বিশ্বের প্রথম মানুষ হিসেবে টাইটানিয়াম ধাতুর তৈরি কৃত্রিম হৃদ্যন্ত্র নিয়ে ১০৫ দিন বেঁচে…

16 hours ago

শুদ্ধিকরণ ও রাজনীতি!!

এই উপমহাদেশের বিভিন্ন দেশে নির্বাচনি ব্যবস্থায় অনিয়ম ও এ গড়মিল নিয়ে অভিযোগের শেষ নেই।স্বৈরাচারী কিংবা…

16 hours ago

মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে আগুন!

অনলাইন প্রতিনিধি :-মধ্যপ্রদেশের গ্বালিয়রের একটি হাসপাতালে রবিবার সকালে অগিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় হতাহতের খবর নেই…

1 day ago

ভয়ঙ্কর আত্মঘাতী হামলায় ছিন্ন ভিন্ন ৯০ সেনার দেহ!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার বেলুচিস্তানে একটি সেনা কনভয়ে হামলা চালানো হয়। বেলুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার…

2 days ago