মুখ্যমন্ত্রীর নামে স্বর্ণপদক চালু করলো কিং জর্জেস।।

 মুখ্যমন্ত্রীর নামে স্বর্ণপদক চালু করলো কিং জর্জেস।।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-অভূতপূর্ব ঘোষণা। উত্তরপ্রদেশের কিং জর্জেস মেডিকেল ইউনিভার্সিটি গত চব্বিশ ডিসেম্বর ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার নামে একটি স্বর্ণপদক চালু করার ঘোষণা দিয়েছে।বুধবার সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ায় শুভেচ্ছার বন্যায় বইতে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সামাজিক মাধ্যমে নিজেও পরবর্তী সময়ে কৃতজ্ঞতা স্বীকার করেন মুখ্যমন্ত্রী ডা.মানিক সাহা।
সামাজিক মাধ্যমে এই সম্পর্কিত তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী ডা. সাহা জানান, ‘আমার জন্য এটি একটি নস্টালজিক মুহূর্ত। কিং জর্জেস মেডিকেল ইউনিভার্সিটি, লখনৌ ডেন্টাল সায়েন্সে বিশেষ দক্ষতা অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের জন্য আমার নামে একটি স্বর্ণপদক চালু করেছে। আমি এই সম্মানের জন্য কেজিএমইউ-কে ধন্যবাদ জানাই।’ এক চিঠিতে কিং জর্জে’স মেডিকেল ইউনিভার্সিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে জানানো হয়, ‘২০২৪ সালের ২৬ নভেম্বর ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগ, ফ্যাকাল্টি অব ডেন্টাল সায়েন্সে আপনার শুভ আগমন উপলক্ষে একদিকে যেমন আপনার অনুপ্রেরণা ও অবদানে মুগ্ধ হয়েছে তেমনি উত্তরপ্রদেশ, লখনৌর কিং জর্জে’স মেডিকেল ইউনিভার্সিটির উপাচার্য’ মুখ্যমন্ত্রী ত্রিপুরা (মানিক সাহা) স্বর্ণপদক’ চালু করার ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের সময় স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের মধ্যে ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জনের জন্য এই পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.