মুখ্যমন্ত্রীর নিকট বামেদের স্মারকলিপি পেশ!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি: সোমবার ভোট পরবর্তী সন্ত্রাস সহ বিভিন্ন সমস্যা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড: মানিক সাহার সঙ্গে দেখা করলেন বামদের ৬ সদস্যের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, আহবায়ক নারায়ণ কর, প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন বিধায়ক পবিত্র কর ও প্রাক্তন বিধায়ক সুধন দাস।
এদিন মুখ্যমন্ত্রীর নিকট এক স্মারকলিপি উপস্থাপনের মাধ্যমে ভোট-পরবর্তী সহিংস্রতা, ভীতি প্রদর্শন এবং জীবিকার উপর নিষেধাজ্ঞার ঘটনাগুলির বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় হস্তক্ষেপ এবং ক্ষতিপূরণের জন্য যথাযথ ব্যবস্থার গ্রহণের অনুরোধ জানান বামেদের এই প্রতিনিধি দল।
পরবর্তী সময়ে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরতে সাংবাদিকদের মুখোমুখি হন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার সহ অন্যান্য বাম নেতৃত্বরা।
এদিন শ্রী সরকার বলেন, নির্বাচন কমিশনের সক্রিয় প্রচেষ্টায় ভোট অনুষ্ঠিত হওয়ার পর গণনা পর্যন্ত সন্ত্রাস তুলনামূলক কম থাকলেও গণনার দিন থেকেই ভোটের ফলাফল ঘোষনা হওয়ার পর বেশ কয়েকটি জায়গায় সন্ত্রাস সংঘটিত হয়। এমনকি বিভিন্ন জায়গায় কাউন্টিং এজেন্টদেরও গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি দীর্ঘক্ষণ পর্যন্ত, যা অপ্রত্যাশিত ছিল। এমনকি ১১ মার্চ বাম-কংগ্রেসের এক প্রতিনিধি দল এসেছিল রাজ্যে রাজ্যপালের নিকট বিভিন্ন সমস্যা তুলে ধরতে, তারাও আক্রান্ত হয়েছেন। গত ৫ বছরে বিভিন্ন অবিজেপি রাজনৈতিক দলগুলো আক্রান্ত হয়েছে বিভিন্নভাবে। পার্টি অফিসগুলো ভাঙচুর, লুটপাট করে বন্ধ করে দেওয়া হয়েছে। ভোটের সময় খোলা হলেও পরবর্তী সময়ে আবারও সে একই অবস্থার সম্মুখীন হতে হয়। এছাড়াও বিভিন্ন অরাজনৈতিক দলের কর্মী সমর্থকদের জীবন-জীবিকার ওপর ব্যপকভাবে আক্রমণ চালানো হচ্ছে। বহু কর্মী-সমর্থক এখনও বাড়ি ছাড়া। সব মিলিয়ে এক দুর্বিসহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যে। তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় আশাকর্মী, অঙ্গনওয়াদি কর্মীদের জোর পূর্বক স্বাক্ষর করিয়ে তাদের চাকরি থেকে ছাটাই করা হচ্ছে। পাম্প অপারেটরদের ক্ষেত্রেও একই পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর নিকট এধরনের বিভিন্ন সমস্যা তুলে ধরে অবিলম্বে কার্যকরী ভূমিকা গ্রহণের অনুরোধ জানানো হয় বামেদের তরফে। মুখ্যমন্ত্রী ড: মানিক সাহাও এবিষয়ে তাদের আস্বস্ত করেছেন বলে জানিয়েছেন শ্রী সরকার।
এছাড়াও, যদি মুখ্যমন্ত্রী উনার দেওয়া আশ্বাস অনুযায়ী কাজ না করতে পারেন তবে এবিষয়ে বামেরা আগামীদিনে কোনো ধরনের আন্দোলনে যাবেন কিনা এবিষয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মানিক সরকার জানান, একটা সময় পর্যন্ত অপেক্ষা করে আশ্বাস অনুযায়ী কাজের মূল্যায়ন করার পরই কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে।

Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

9 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

9 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

9 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

9 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

1 day ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

1 day ago