মুখ্যমন্ত্রীর নিকট বামেদের স্মারকলিপি পেশ!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি: সোমবার ভোট পরবর্তী সন্ত্রাস সহ বিভিন্ন সমস্যা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড: মানিক সাহার সঙ্গে দেখা করলেন বামদের ৬ সদস্যের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, আহবায়ক নারায়ণ কর, প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন বিধায়ক পবিত্র কর ও প্রাক্তন বিধায়ক সুধন দাস।
এদিন মুখ্যমন্ত্রীর নিকট এক স্মারকলিপি উপস্থাপনের মাধ্যমে ভোট-পরবর্তী সহিংস্রতা, ভীতি প্রদর্শন এবং জীবিকার উপর নিষেধাজ্ঞার ঘটনাগুলির বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় হস্তক্ষেপ এবং ক্ষতিপূরণের জন্য যথাযথ ব্যবস্থার গ্রহণের অনুরোধ জানান বামেদের এই প্রতিনিধি দল।
পরবর্তী সময়ে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরতে সাংবাদিকদের মুখোমুখি হন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার সহ অন্যান্য বাম নেতৃত্বরা।
এদিন শ্রী সরকার বলেন, নির্বাচন কমিশনের সক্রিয় প্রচেষ্টায় ভোট অনুষ্ঠিত হওয়ার পর গণনা পর্যন্ত সন্ত্রাস তুলনামূলক কম থাকলেও গণনার দিন থেকেই ভোটের ফলাফল ঘোষনা হওয়ার পর বেশ কয়েকটি জায়গায় সন্ত্রাস সংঘটিত হয়। এমনকি বিভিন্ন জায়গায় কাউন্টিং এজেন্টদেরও গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি দীর্ঘক্ষণ পর্যন্ত, যা অপ্রত্যাশিত ছিল। এমনকি ১১ মার্চ বাম-কংগ্রেসের এক প্রতিনিধি দল এসেছিল রাজ্যে রাজ্যপালের নিকট বিভিন্ন সমস্যা তুলে ধরতে, তারাও আক্রান্ত হয়েছেন। গত ৫ বছরে বিভিন্ন অবিজেপি রাজনৈতিক দলগুলো আক্রান্ত হয়েছে বিভিন্নভাবে। পার্টি অফিসগুলো ভাঙচুর, লুটপাট করে বন্ধ করে দেওয়া হয়েছে। ভোটের সময় খোলা হলেও পরবর্তী সময়ে আবারও সে একই অবস্থার সম্মুখীন হতে হয়। এছাড়াও বিভিন্ন অরাজনৈতিক দলের কর্মী সমর্থকদের জীবন-জীবিকার ওপর ব্যপকভাবে আক্রমণ চালানো হচ্ছে। বহু কর্মী-সমর্থক এখনও বাড়ি ছাড়া। সব মিলিয়ে এক দুর্বিসহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যে। তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় আশাকর্মী, অঙ্গনওয়াদি কর্মীদের জোর পূর্বক স্বাক্ষর করিয়ে তাদের চাকরি থেকে ছাটাই করা হচ্ছে। পাম্প অপারেটরদের ক্ষেত্রেও একই পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর নিকট এধরনের বিভিন্ন সমস্যা তুলে ধরে অবিলম্বে কার্যকরী ভূমিকা গ্রহণের অনুরোধ জানানো হয় বামেদের তরফে। মুখ্যমন্ত্রী ড: মানিক সাহাও এবিষয়ে তাদের আস্বস্ত করেছেন বলে জানিয়েছেন শ্রী সরকার।
এছাড়াও, যদি মুখ্যমন্ত্রী উনার দেওয়া আশ্বাস অনুযায়ী কাজ না করতে পারেন তবে এবিষয়ে বামেরা আগামীদিনে কোনো ধরনের আন্দোলনে যাবেন কিনা এবিষয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মানিক সরকার জানান, একটা সময় পর্যন্ত অপেক্ষা করে আশ্বাস অনুযায়ী কাজের মূল্যায়ন করার পরই কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে।

Dainik Digital

Recent Posts

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

14 mins ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

45 mins ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago