মুখ্যমন্ত্রীর পিতার মৃত্যুবার্ষীকিতে রক্তদান!!
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পিতা স্বর্গীয় মাখনলাল সাহার ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার পরিবারের পক্ষ থেকে দশমতম রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগরতলা এম এল প্লাজায় আয়োজিত রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী তথা স্বর্গীয় মাখন লাল সাহার পুত্র ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন স্বর্গীয় মাখন লাল সাহার স্ত্রী সূর্যবালা সাহা, মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ আরও অনেকে। পরিবারের পক্ষ থেকে দুস্থদের মধ্যে শীতবস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।