মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক সীমান্ত রেল

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্যের মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহার সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলের জিএম অংশুল গুপ্তা । মঙ্গলবার সন্ধ্যার দিকে আগরতলা রেল স্টেশনে ভিআইপি লাউঞ্জে আয়োজিত হয় এই বৈঠক । সংক্ষিপ্ত এই বৈঠক সন্ধ্যা ৫-৪০ মিনিট থেকে শুরু করে ৬ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় । জানা গেছে , মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা ঊনকোটি জেলায় পূর্বনির্ধারিত কর্মসূচি শেষ করে সন্ধ্যায় আগরতলায় পৌঁছান । এ কারণে সীমান্ত রেলের সঙ্গে আয়োজিত বৈঠকের সময়সীমা কাটছাঁট করতে হয়েছে । সংক্ষিপ্ত সময়ের বৈঠকেই অবশ্য রেল পরিষেবা নিয়ে রাজ্যবাসীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি তুলে ধরেন । এর আগে একদিনের রাজ্য সীমান্ত রেলের জিএম অংশুল গুপ্তা সহ অন্য আধিকারিকরা মঙ্গলবার সকালে আগরতলায় পৌঁছান । বিমান যোগে আগরতলার সিঙ্গারবিলস্থিত বীর বিক্রম বিমানবন্দরে অবতরণ শেষে চলে যান রাজ্যের দক্ষিণপ্রান্ত সাব্রুমে। সাব্রুম রেল স্টেশন সহ আনুষঙ্গিক বিভিন্ন বিষয় পরিদর্শন করেন সীমান্ত রেল আধিকারিকরা। খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন যাত্রী পরিষেবার নানা দিক পরিকাঠামোগত নানা বিষয়। সাব্রুম স্টেশন সহ অন্যান্য বিষয় পরিদর্শন শেষে চলে আসেন নিশ্চিন্তপুরে । পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন আগরতলা আখাউড়া রেলপথের নির্মাণকাজ । খতিয়ে দেখেন ত্রিপুরা তথা ভারতের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নিশ্চিন্তপুর স্টেশন এবং আনুষঙ্গিক কাজের অগ্রগতি । এ নিয়ে সীমান্ত রেলের জিএম শ্রীগুপ্তা আগরতলা – আখাউড়া রেলপথ নির্মাণের সঙ্গে যুক্তদের প্রয়োজনীয় নির্দেশ দেন। স্টেশনের আধুনিকীকরণ , যাত্রী সুবিধা ও স্বাচ্ছন্দ্য প্রসঙ্গে কথা বলেন সীমান্ত রেলের প্রধানের সঙ্গে । আগরতলাকে ভিত্তি করে আরও দূরপাল্লার ট্রেন বৃদ্ধি , রাজ্যের অভ্যন্তরে চলাচলকারী স্বল্পপাল্লার ডেমু সহ প্রচলিত যাত্রী ট্রেনের নানা সমস্যা দূর করার কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । সেই সঙ্গে স্বল্প দূরপাল্লার ট্রেনের সংখ্যা বাড়ানো , টিকিট সহ নানা বিষয়ে যাত্রী দুর্ভোগ অবসানের কথা বলেন । জানতে চান আগরতলা আখাউড়া রেলপথ রাজ্যের বিভিন্ন রেল প্রকল্পের অগ্রগতি সম্পর্কে। সীমান্ত রেলের জিএম অংশুল গুপ্তা সহ বৈঠকে হাজির অন্য রেল আধিকারিকরা বিভিন্ন বিষয়ে অবগত করান রাজ্যের মুখ্যমন্ত্রীকে । মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহার কাছে আগরতলা আখাউড়া রেলপথ সহ রাজ্যের বিভিন্ন রেল প্রকল্পের অগ্রগতির খতিয়ান তুলে ধরেন । রাজ্যে রেলের বিভিন্ন কাজ নিয়ে তথ্য তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে । সীমান্ত রেলের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আশ্বাস দেওয়া হয় বিভিন্ন ঘাটতি ও যাত্রী দুর্ভোগ লাঘব নিয়ে । বলা হয় এ নিয়ে সীমান্ত রেলের তরফে প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে । প্রয়োজনে দেশের রেল বোর্ডের অনুমোদন সাপেক্ষে বিভিন্ন সমস্যা লাঘবে তৎপরতা শুরু করা হবে বলে জানানো হয় । মঙ্গলবার সীমান্ত রেলের জি এম সহ অন্য রেল কর্তাদের আগরতলা স্টেশন পরিদর্শন শুরুর আগে যাত্রীদের একপ্রস্থ দুর্ভোগে পড়তে হয়েছে । বর্ষণজনিত কারণে নাকাল হতে হয়েছে বৈধ রেল যাত্রীদের ।

Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

17 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

17 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

18 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

18 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

2 days ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

2 days ago