মুখ ছাড়াই হিমাচলে লড়াইয়ে বিজেপি!!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। হিমাচল প্রদেশে জোর কদমে নির্বাচনী প্রচার শুরু করেছে বিজেপি। তবে এবারের বিধানসভা নির্বাচন গেরুয়া শিবিরের কাছে খানিকটা ব্যতিক্রমী। এবার বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কাউকে সামনে না রেখেই বিধানসভার নির্বাচনী লড়াইয়ে নেমেছে। বর্তমান মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরকে পুনরায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা থেকে বিরত থেকেছে দল। হিমাচল প্রদেশের নির্বাচনী ইতিহাসে সব থেকে বড় বিষয় হল, ১৯৮৫ সাল থেকে পাহাড়ি এই রাজ্যে কোনও সরকার দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসেনি। কিন্তু বিজেপি মনে করছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যারিশমা দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আনবে বিজেপিকে। প্রধানমন্ত্রীর ক্যারিশমা এখনও কাজ করছে। তাতে ভর করেই দ্বিতীয়বার নির্বাচনী জয় হাসিল করতে পারবে বলে মনে করছে গেরুয়া শিবির। ২০১৭ সালের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে ক্লোজ ফাইট ছিল বিজেপির। ৬৮ টি আসনের মধ্যে গেরুয়া শিবির ৪৩ টিতে জয় পেলেও, ২০ টি আসনে জয় পরাজয়ের ব্যবধান ছিল ৩ হাজার ভোটের কম। আর ছটি আসনে তা ছিল ১ হাজারের কম।

বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশের সময় প্রশ্ন উঠেছিল মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর নাম নিয়ে। সেই সময় অনুরাগ ঠাকুর বলেছিলেন, এব্যাপারে যথা সময়ে সিদ্ধান্ত নেবে বিজেপির হাইকমান্ড। সেক্ষেত্রে অনুরাগ ঠাকুর বিজেপির হাইকমান্ডের যথেষ্টই কাছের। যিনি কেন্দ্রে গুরুত্বপূর্ণ দফতর সামলাচ্ছেন।

হিমাচল প্রদেশে দু-দফায় বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু এই তালিকা প্রকাশের পর থেকেই অসন্তোষ দেখা গিয়েছে গেরুয়া শিবিরে। সূত্রের খবর অনুযায়ী, বর্তমান মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বেশ কয়েকজনের নাম প্রার্থী হিসেবে সুপারিশ করেছিলেন। কিন্তু তা মানা হয়নি। যে কারণে তিনি ক্ষুব্ধ।
এবার বিজেপি প্রেম কুমার ধুমল কিংবা সাতবারের বিধায়ক গুলাব সিং ঠাকুরকে মনোনয়ন দেয়নি। গুলাব সিং ঠাকুর সম্পর্কে অনুরাগের শ্বশুর। এখানে পরিবারবাদের কথা উঠে আসতে পারে, তাই মনোনয়ন দেওয়া হয়নি বলে মনে করছে বিশ্লেষক মহল।

Dainik Digital

Recent Posts

শিখ দাঙ্গায় প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের যাবজ্জীবন!!

অনলাইন প্রতিনিধি :-ইন্দিরা গান্ধী হত্যা পরবর্তী তে ১৯৮৪-এর শিখ ধর্মাবলম্বী বাবা যশবন্ত সিং ও ছেলে…

5 mins ago

প্রতিবেশী সম্পর্ক!!

'প্রতিবেশী' এই শব্দটির মানে অর্থ কি? খুব সহজ করে বললে,এর উত্তর হচ্ছে 'নিজের কাছাকাছি বা…

1 hour ago

নয়া করোনার খোঁজ, ছড়াবে বাদুড় থেকে।।

অনলাইন প্রতিনিধি :-আমেরিকা প্রথম থেকেই দাবি করে আসছে যে,চিন থেকেই ছড়াতে শুরু করেছিল করোনাভাইরাস।আমেরিকা এমনও…

1 hour ago

রাত তিনটায় সাংবাদিক সম্মেলন স্বরাষ্ট্র উপদেষ্টার।।

অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশেআইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে।একথা স্বীকার করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে দেশের…

2 hours ago

নিয়োগ দুর্নীতিতে সীমা ছাড়িয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ঘুমে সরকার।।

অনলাইন প্রতিনিধি :-অবশেষে বেকার বিক্ষোভের চাপে ফের চাকরির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করতে বাধ্য হলো ত্রিপুরা…

2 hours ago

ঋণ প্রদানে ব্যাঙ্কের আরও সরলীকরণ চাই: রাজ্যপাল!!

অনলাইন প্রতিনিধি :-ব্যাঙ্কগুলিকে ইতিবাচক হতে হবে।ঋণ প্রদান করা থেকে শুরু করে নানা ক্ষেত্রে সহজ ও…

2 hours ago