মুখ থুবড়ে প্যারাগ্লাইডিং ধুঁকছে জম্পুইয়ের ইডেন।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || চালু হওয়ার এক বছরের মধ্যেই মুখ থুবড়ে পড়ল শৈলশহর জম্পুই পাহাড়ের প্যারাগ্লাইডিং সার্ভিস। জম্পুই পাহাড়ের পর্যটন শিল্পকে আকর্ষিত করানোর জন্য গত বছর প্যারাগ্লাইডিং সার্ভিস চালু করা হয়েছিল রাজ্য সরকারের পর্যটন দপ্তর থেকে।এ নিয়ে পর্যটকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছিল।দলে দলে পর্যটকদের ভিড় লেগে থাকতো জম্পুই পাহাড়ে ৷ কিন্তু এক বছর যেতে না যেতেই পুরোপুরিভাবে মুখ থুবড়ে পড়েছে জম্পুই পাহাড়ের প্যারাগ্লাইডিং সার্ভিস।
দেখা যাচ্ছে রাজ্য সরকারের পর্যটন দপ্তরের ঢাউস ঢাউস বিজ্ঞাপন দেখে প্রতিদিন প্যারাগ্লাইডিংয়ের জন্য দলে দলে পর্যটকরা জম্পুই পাহাড়ে যাচ্ছে কিন্তু প্যারাগ্লাইডিং পুরোপুরি বন্ধ থাকায় পর্যটকরা জম্পুই থেকে নিরাশ এবং প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ফিরে যাচ্ছে।এ ব্যাপারে খবর নিয়ে জানা গেল,রাজ্য সরকারের পর্যটন দপ্তর থেকে যে তিনজন স্থানীয় যুবককে নিযুক্ত করা হয়েছে তাদের অনীহা এবং গাফিলতির কারণেই জম্পুই পাহাড়ে মুখ থুবড়ে পড়েছে প্যারাগ্লাইডিং সার্ভিস।অথচ এই তিনজন স্থানীয় যুবককেই গাইড হিসেবে নিয়মিত রাজ্য সরকারের পর্যটন দপ্তর থেকে মাসিক বেতন দেওয়া হচ্ছে।প্যারাগ্লাইডিংয়ের মাধ্যমে পর্যটকদের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ভ্রমণ এবং সহজে হাল্কা মাল পরিবহণ কীভাবে করা হবে তার ট্রেনিং দিয়ে আনা হয়েছিল ওই তিন স্থানীয় যুবককে। ওই তিন যুবককে গাইড হিসেবে নিযুক্তি দেওয়ার জন্য সরকারী খরচে হিমাচল প্রদেশ নিয়ে গিয়ে তিন মাস ট্রেনিং করিয়ে আনা হয়েছিল। কিন্তু এই গাইডদের গাফিলতি এবং পর্যটন দপ্তরের দায়সারা মনোভাবের কারণে জম্পুই পাহাড়ে প্যারাগ্লাইডিং বন্ধ হয়ে গেছে।জম্পুই পাহাড়ের বেলেয়ানচীফ পাহাড়ের চূড়া থেকে কাঞ্চনপুর মহকুমার দশদা এলাকার বাগানবাড়িতে প্যারাগ্লাইডিংয়ের যাওয়া যেতো। জম্পুই পাহাড়ের বেলেয়ানচীফ থেকে কাঞ্চনপুর দশদা বাগানবাড়িতে সড়ক পথে পৌঁছাতে তিন ঘন্টা সময় লাগে সেখানে প্যারাগ্লাইডিংয়ের মাধ্যমে সতেরো মিনিট পৌঁছা যায়।জম্পুই পাহাড়ে পর্যটকদের মনোরঞ্জন এবং এই পাহাড় থেকে অন্য পাহাড়ে প্যারাগ্লাইডিংয়ের মাধ্যমে ভ্রমণ পর্যটকদের মধ্যে প্রচণ্ড আকর্ষক ছিল ফলে প্যারাগ্লাইডিংয়ের টানে পর্যটকরা ভিড় করতো।কিন্তু বর্তমানে প্যারাগ্লাইডিং বন্ধ হয়ে পড়ায় জম্পুই পাহাড়ে পর্যটক আসা প্রায় কমে গেছে বলে জানা গেছে।এদিকে জম্পুই ইডেন লজে কর্মী স্বল্পতায় পরিষেবা তলানিতে এসে পড়েছে। সোমবার ইডেন টুরিস্ট লজে গিয়ে দেখা গেলো পর্যটকদের থাকার রুমগুলিতে পরিচ্ছন্নতার অভাব। তাছাড়া জল নেই। জম্পুই পাহাড়ের ইডেন টুরিস্ট লজে জল সঙ্কট দেখা দিয়েছে।পর্যটকরা প্রয়োজনীয় স্নান করার জল পাচ্ছে না।মোটর দিয়ে যেখান থেকে জল তোলার উৎস ছিল সেগুলি শুকিয়ে যাওয়ায় বিপত্তি দেখা দিয়েছে।তাছাড়া কর্তৃপক্ষের নজরদারির কারণে ইডেন টুরিস্ট লজের গরিমা হারাচ্ছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

কাঞ্চনপুর গ্রামোন্নয়নে ৮ কোটি টাকার কেলেঙ্কারি, তীব্র চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি :-কাঞ্চনপুর গ্রামোন্নয়ন দপ্তরে আট কোটি চব্বিশ লক্ষ টাকার সাগর চুরির ঘোটালা ঘিরে চাঞ্চল্যের…

2 hours ago

দলের প্রতিষ্ঠাদিবসে সিপিএম কংগ্রেসকে তুলোধোনো বিপ্লবের!!

অনলাইন প্রতিনিধি :-বিজেপির প্রতিষ্ঠাদিবসে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সিপিএম এবং কংগ্রেসকে…

2 hours ago

প্রজন্ম বদল!!

ভারতের বৃহত্তম কমিউনিস্ট দল সিপিএমের ২৪ তম পার্টি কংগ্রেস মাদুরাইয়ে সম্পন্ন হয়েছে।গত ২ থেকে ৬…

2 hours ago

অ্যাসিড হামলা বিজেপি নেতা সঞ্জয় কুমারের মেয়ের গায়ে!!

অনলাইন প্রতিনিধি :-পাঁচিল টপকে এসে ঘরে ঘুমন্ত যুবতীর উপর অ্যাসিড হামলা বাখরি এলাকার বিজেপির ভাইস…

2 hours ago

ট্রেনে ভয়াবহ আগুন!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার মধ্য প্রদেশের উজ্জয়িনীর তারানা স্টেশনের কাছে ট্রেনে আগুন লাগে। বিলাসপুর থেকে বিকানের…

3 hours ago

ক্যাব বুকিং পরিষেবা নেই বিমানবন্দরে!!

অনলাইন প্রতিনিধি :-এমবিবি আগরতলা বিমানবন্দরে আসা-যাওয়ায় যাত্রী পরিবহণ ব্যবস্থায় ক্যাব বুকিং তথা অনলাইনে ওলা, উবের,…

4 hours ago