হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ক্রিকেটার তামিম!
মুদি দোকান মিলছে ইয়াবা!!

দৈনিক সংবাদ অনলাইন।। হোম ডেলিভারির পর এবার এবার মুদি দোকানে মিলছে ইয়াবা। ঘটনা উত্তর জেলার কদমতলা থানা এলাকার ভারত বাংলা সীমান্তের মহেশপুর বাজারে। গোপন খবরের ভিত্তিতে শনিবার রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ ওই মুদি দোকানে যৌথ ভাবে অভিযান চালায় কদমতলা থানা ও গোয়েন্দা পুলিশ। সেই অভিযানে মুদি দোকানের ভেতর থেকে এগারো প্যাকেটে মোট ১৯২৫ টি নেশাজাতীয় ইয়াবা টেবলেট উদ্ধার করে পুলিশ। আটক করা হয় মাদক কারবারি দোকান মালিক নুর উদ্দিন(৪২) পিতা হাবিব উল্লাহ। তার বাড়ি মহেশপুর এলাকায়।

1 Comment
text