মুদ্রাস্ফীতি স্পর্শ করল ৭ শতাংশ
আবার মূল্যবৃদ্ধির আঁচ আগুন ছড়াচ্ছে সাধারণ মানুষের জীবনযাপনে । আশঙ্কা ছিলই । সেই আশঙ্কাই সত্য প্রমাণ করে সোমবার দেখা গেল সরকারী পরিসংখ্যান অনুযায়ী মুদ্রাস্ফীতির হার আবার ৭ শতাংশ স্পর্শ করেছে । যা অর্থনীতি এবং আমজনতার কাছে এক উদ্বেগজনক প্রবণতা । আগষ্ট মাসের খুচরো পণ্যের মূল্যসূচক দেখা যাচ্ছে ৭ শতাংশ হয়েছে । সব থেকে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে খাদ্যপণ্যের । শুধু খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার ৬.৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৬ শতাংশ । অর্থাৎ প্রায় এক শতাংশ বৃদ্ধি । আরও লক্ষ্য করা যাচ্ছে মূল্যবৃদ্ধির সামগ্রিক এই বৃদ্ধিহারের অন্যতম কারণই হল খাদ্যপণ্যের দামবৃদ্ধি । সোমবার প্রকাশিত সরকারী রিপোর্টে দেখা যাচ্ছে , এই নিয়ে একটানা আটমাস ধরে মূল্যবৃদ্ধির হার ৬ শতাংশের বেশি হয়েই থেকে চলেছে । রিজার্ভ ব্যাঙ্কের কাছে যা একপ্রকার চরম উদ্বেগের ।
কারণ , লাগাতার রিজার্ভ ব্যাঙ্ক বলেছে , তাদের প্রয়াস কীভাবে ৬ শতাংশের নীচে নিয়ে যাওয়া হবে মূল্যবৃদ্ধির হার । আর এই প্রয়াস সফল করতে রিজার্ভ ব্যাঙ্ক মে মাস থেকে প্রতিটি নীতি নির্ধারণ কমিটির বৈঠকেই রেপো রেট বাড়িয়ে চলেছে । রেপো রেট বাড়ানো হলে ব্যাঙ্কের ঋণের উপর ধার্য সুদের হার বেড়ে যায় । আর সেক্ষেত্রে সবথেকে বড় যে সঙ্কট সৃষ্টি হয় , সেটি হল সাধারণ মানুষ বাড়ি ও গাড়ি ক্রয়ের যে ব্যাঙ্ক ঋণ গ্রহণ করেছে , সেটি পরিশোধের মাসিক কিস্তির অঙ্ক বৃদ্ধি পায় । যা মূল্যবৃদ্ধির পাশাপাশি আরও এক অতিরিক্ত আর্থিক বোঝা । বস্তুত মূল্যবৃদ্ধির হার জুলাই মাসে ছিল ৬.৭১ শতাংশ । আশা করা হয়েছিল সেটি ক্রমেই আরও কমবে । কিন্তু আগষ্টের পরিসংখ্যান সরকার ও রিজার্ভ ব্যাঙ্ককে চরম উদ্বেগে ফেলেছে । কারণ , উৎসবের মাস শুরু হয়েছে । আগামী নভেম্বর মাস পর্যন্ত দেশজুড়ে এই উৎসবের পরব চলবে ।
আর এই কয়েকমাস ধরে বাণিজ্যমহলের আর্থিক লেনদেন দেশের অর্থনীতি ও ট্যাক্স সংগ্রহকে বিশেষ ইতিবাচক একটি বার্তা দেয় । আশা করা হয়েছিল , যেহেতু মূল্যবৃদ্ধির হার কমে যাচ্ছে জুলাই থেকে , এই প্রবণতা বজায় থাকবে এবং সাধারণ মানুষের কেনাকাটা বাড়বে । কিন্তু আবার আগষ্টের মূল্যবৃদ্ধি এবং বিশেষ করে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি – বেশি হওয়ায় আমজনতার মধ্যে ক্রয় প্রবণতা কমবে । আর সেই কারণেই জিএসটি সংগ্রহ ধাক্কা খেতে পারে । এভাবে ৭ শতাংশের মধ্যে মূল্যবৃদ্ধি ঘোরাফেরা করলে আগামীদিনে জিডিপি বৃদ্ধিহারও ধাক্কা খাবে । যা কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে । এই আর্থিক বছরের শেষে যদি দেখা যায় মূল্যবৃদ্ধির হার , জিডিপি বৃদ্ধিহার এবং জিএসটি সংগ্রহ, প্রতিটিই নৈরাশ্যজনক হয় , তাহলে অর্থনীতির চাঙ্গা হওয়ার প্রক্রিয়া বড়সড় প্রশ্নের মুখে পড়বে ।