Categories: দেশ

মুদ্রাস্ফীতি স্পর্শ করল ৭ শতাংশ

এই খবর শেয়ার করুন (Share this news)

আবার মূল্যবৃদ্ধির আঁচ আগুন ছড়াচ্ছে সাধারণ মানুষের জীবনযাপনে । আশঙ্কা ছিলই । সেই আশঙ্কাই সত্য প্রমাণ করে সোমবার দেখা গেল সরকারী পরিসংখ্যান অনুযায়ী মুদ্রাস্ফীতির হার আবার ৭ শতাংশ স্পর্শ করেছে । যা অর্থনীতি এবং আমজনতার কাছে এক উদ্বেগজনক প্রবণতা । আগষ্ট মাসের খুচরো পণ্যের মূল্যসূচক দেখা যাচ্ছে ৭ শতাংশ হয়েছে । সব থেকে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে খাদ্যপণ্যের । শুধু খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার ৬.৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৬ শতাংশ । অর্থাৎ প্রায় এক শতাংশ বৃদ্ধি । আরও লক্ষ্য করা যাচ্ছে মূল্যবৃদ্ধির সামগ্রিক এই বৃদ্ধিহারের অন্যতম কারণই হল খাদ্যপণ্যের দামবৃদ্ধি । সোমবার প্রকাশিত সরকারী রিপোর্টে দেখা যাচ্ছে , এই নিয়ে একটানা আটমাস ধরে মূল্যবৃদ্ধির হার ৬ শতাংশের বেশি হয়েই থেকে চলেছে । রিজার্ভ ব্যাঙ্কের কাছে যা একপ্রকার চরম উদ্বেগের ।

কারণ , লাগাতার রিজার্ভ ব্যাঙ্ক বলেছে , তাদের প্রয়াস কীভাবে ৬ শতাংশের নীচে নিয়ে যাওয়া হবে মূল্যবৃদ্ধির হার । আর এই প্রয়াস সফল করতে রিজার্ভ ব্যাঙ্ক মে মাস থেকে প্রতিটি নীতি নির্ধারণ কমিটির বৈঠকেই রেপো রেট বাড়িয়ে চলেছে । রেপো রেট বাড়ানো হলে ব্যাঙ্কের ঋণের উপর ধার্য সুদের হার বেড়ে যায় । আর সেক্ষেত্রে সবথেকে বড় যে সঙ্কট সৃষ্টি হয় , সেটি হল সাধারণ মানুষ বাড়ি ও গাড়ি ক্রয়ের যে ব্যাঙ্ক ঋণ গ্রহণ করেছে , সেটি পরিশোধের মাসিক কিস্তির অঙ্ক বৃদ্ধি পায় । যা মূল্যবৃদ্ধির পাশাপাশি আরও এক অতিরিক্ত আর্থিক বোঝা । বস্তুত মূল্যবৃদ্ধির হার জুলাই মাসে ছিল ৬.৭১ শতাংশ । আশা করা হয়েছিল সেটি ক্রমেই আরও কমবে । কিন্তু আগষ্টের পরিসংখ্যান সরকার ও রিজার্ভ ব্যাঙ্ককে চরম উদ্বেগে ফেলেছে । কারণ , উৎসবের মাস শুরু হয়েছে । আগামী নভেম্বর মাস পর্যন্ত দেশজুড়ে এই উৎসবের পরব চলবে ।

আর এই কয়েকমাস ধরে বাণিজ্যমহলের আর্থিক লেনদেন দেশের অর্থনীতি ও ট্যাক্স সংগ্রহকে বিশেষ ইতিবাচক একটি বার্তা দেয় । আশা করা হয়েছিল , যেহেতু মূল্যবৃদ্ধির হার কমে যাচ্ছে জুলাই থেকে , এই প্রবণতা বজায় থাকবে এবং সাধারণ মানুষের কেনাকাটা বাড়বে । কিন্তু আবার আগষ্টের মূল্যবৃদ্ধি এবং বিশেষ করে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি – বেশি হওয়ায় আমজনতার মধ্যে ক্রয় প্রবণতা কমবে । আর সেই কারণেই জিএসটি সংগ্রহ ধাক্কা খেতে পারে । এভাবে ৭ শতাংশের মধ্যে মূল্যবৃদ্ধি ঘোরাফেরা করলে আগামীদিনে জিডিপি বৃদ্ধিহারও ধাক্কা খাবে । যা কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে । এই আর্থিক বছরের শেষে যদি দেখা যায় মূল্যবৃদ্ধির হার , জিডিপি বৃদ্ধিহার এবং জিএসটি সংগ্রহ, প্রতিটিই নৈরাশ্যজনক হয় , তাহলে অর্থনীতির চাঙ্গা হওয়ার প্রক্রিয়া বড়সড় প্রশ্নের মুখে পড়বে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…

22 mins ago

পাকিস্তানের গোলাতে শহিদ ভারতীয় জওয়ান মুরলী!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য হলো ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েকের। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা…

30 mins ago

যুদ্ধ আবহে এটিএম বন্ধের খবর সম্পূর্ণ ভূয়ো!!

অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্টে দাবি করা হয়েছে পাকিস্তান ভারতে…

9 hours ago

যুদ্ধের গন্ধ বাতাসে!!

পহেলগাঁও হামলার প্রত্যাঘাত এতটা জোরালো এবং ভয়াবহ হতে পয়ল পারে সেটা নিশ্চয়ই পাকিস্তানের ভাবনার মধ্যেই…

10 hours ago

দিল্লীতে কৃষি উন্নয়নে জাতীয় সম্মেলন, কেন্দ্রের কাছে রাজ্যের জোরালো দাবি উত্থাপন করলেন কৃষিমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-'বিজ্ঞান ও কৃষিরমেলবন্ধনই আগামী দিনের কৃষি উন্নয়নের চাবিকাঠি। কৃষকদের স্বনির্ভর করতে হলে এই…

10 hours ago

পাঠানকোটে অপর একটি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করল ভারত!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের আরও একটি যুদ্ধবিমানকে নামালো ভারত। একদিনেই ৫টি যুদ্ধবিমানক্র গুলি করে নামাল ভারত।…

18 hours ago