অনলাইন প্রতিনিধি :-বুধবারই
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবিশের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাইয়ের উদ্দেশে যান মুখ্যমন্ত্রী ডা.মানিক সাহা। সেই অনুযায়ী বৃহস্পতিবার তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগও দিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এর আগে এদিন সকালে রাজ্যবাসীর সুবিধার্থে মুম্বাইয়ে প্রস্তাবিত ত্রিপুরা ভবন নির্মাণের জন্য যে জমিটি ক্রয় করা হয় তা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। নবি মুম্বাইয়ের খরঘর সেক্টর-১৬ এলাকায় প্রস্তাবিত জমি পরিদর্শনের সময় তিনি ত্রিপুরা ভবন নির্মাণ কাজের অগ্রগতি নিয়েও পর্যালোচনা করেন।
সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী ডা. সাহা জানান, মুম্বাইয়ে বরাবরের মতোই ত্রিপুরা থেকে চিকিৎসার জন্য এবং অন্য কাজে আসেন মানুষজন।যে কারণে দীর্ঘদিন যাবৎ মুম্বাইয়ে একটি ত্রিপুরা ভবন গড়ে তোলার ব্যাপারে চিন্তা ভাবনা করে সরকার।সেই অনুযায়ী সম্প্রতি ১০০ কোটি টাকা মঞ্জুরও করা হয়।এটি গড়ে তোলা হলে রাজ্যের মানুষজন এ থেকে অনেকাংশেই সুবিধা ভোগ করতে পারবেন। তিনি বলেন, মুম্বাইয়ে আমাদের কোনও ত্রিপুরা ভবন নেই।সেজন্য এখানে একটি ত্রিপুরা ভবন স্থাপন করার উদ্দেশে জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।এরই মধ্যে মহারাষ্ট্রের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাইয়ে আসার সুবাদে বৃহস্পতিবার ত্রিপুরা ভবনের জন্য প্রস্তাবিত জমিটিও পরিদর্শন করার সুযোগ হয়।জ্যামিতি টাটা ক্যান্সার হাসপাতালের একেবারেই কাছে অবস্থিত বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দুটি রাস্তা ব্যবহার করেই যাওয়া যায় এই জমিটিতে।তার কথায়, ত্রিপুরা ছাড়াও সিকিম এবং অন্য রাজ্যগুলি এই এলাকায় ভবন স্থাপন করার উদ্যোগ নিয়েছে। এদিন তিনি প্রস্তাবিত ভবনের কাঠামো ও নকশা খতিয়ে দেখেন আধিকারিকদের সাথে।এতে সামান্য পরিবর্তন আনা হতে পারে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী দিনগুলিতে ত্রিপুরা ভবন স্থাপিত হলে ত্রিপুরার মানুষ খুবই উপকৃত হবেন। এদিন প্রস্তাবিত জমি পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
শুক্রবার গভীর রাতে অমৃতসরের খান্ডওয়ালার ঠাকুরদ্বারা মন্দিরের বাইরে বিস্ফোরণ ঘটে। জানা যায়, দু'জন বাইক আরোহী…
ধর্ষণ নারী নির্যাতন লইয়া এই উপমহাদেশে অধিকাংশ দেশে একই অবস্থানে চলিয়া যায় দেশের শাসক। একই…
অনলাইন প্রতিনিধি ;-রাজ্যের বর্তমানবিজেপি নেতৃত্বাধীন জোট সরকার সংবাদমাধ্যম ও সাংবাদিক বান্ধব বলে মুখে মুখে প্রচার…
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রশাসন চলিতেছে। একটি গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় সেই দেশে…
অনলাইন প্রতিনিধি :-আবারও ক্ষতি হলো পাইপলাইন গ্যাসের পরিবহণ ও সরবরাহ ব্যবস্থার।আবারও বিপর্যয় ঘটলো আগরতলায়।বিপাকে পড়লো…
অনলাইন প্রতিনিধি :-মণিপুরে বিরাট প্রতারণা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে সেজে বিধায়কদের সাথে প্রতারণার ফাঁদ।…