মূর্তি পাড়ায় কালী পূজার প্রস্তুতি!!
অনলাইন প্রতিনিধি :-কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাংবাৎসরিক দীপান্বিতা কালীপূজা অনুষ্ঠিত হয়। কথিত আছে মহালয়ায় পিতৃপক্ষের অবসান হয় এবং মাতৃপক্ষের শুভারম্ভ। এই সময়ে বিদেহী আত্মারা জল গ্রহণের জন্য মর্ত্যে আসেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, তাঁরা দীপাবলি পর্যন্ত মর্ত্যেই থাকেন।
দীপাবলির অমাবস্যা তিথিতে ফের আত্মারা ফিরে যান স্বর্গলোকে। অন্ধকারে যাতে পূর্বপুরুষদের ফিরে যেতে কোনও অসুবিধা না হয়, তাই তাঁদের পথ আলোকিত করে রাখতেই ঘরে ঘরে জ্বালানো হয় প্রদীপ।আর চারদিন পরেই দীপান্বিতা কালীপুজো। মূর্তি পাড়ায় চলছে চরম ব্যস্ততা।
শিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেল অন্যান্য বছরের তুলনায় এবছর প্রতিমার চাহিদা রয়েছে অনেকটাই বেশি। জিনিসপত্রের দাম অত্যাধিক বেড়ে যাওয়ায় মূর্তির দামও একটু বেশি রাখতে হচ্ছে।