অলৌকিক ঘটনা বোধহয় একেই বলে। তাকে যথোচিত মর্যাদায় সমাহিত করা হয়েছিল চার বছর আগে। প্রথা মতো এবার তার দেহ সেখান থেকে তুলে গির্জার পাশে সমাহিত করা হবে। কিন্তু সমাধি খুঁড়ে কফিন তুলতেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। সন্ন্যাসিনীর দেহ অবিকল এক রকম রয়েছে, একটুও পচন ধরেনি মৃত শরীরে। প্রয়াত সন্ন্যাসিনীর নাম সিস্টার উইলহেলমিনা ল্যাঙ্কাস্টার (ছবি)। তিনি ছিলেন আমেরিকার ছোট শহর মিসৌরির কনসাস শহরতলির একটি খ্রিস্টীয় মঠের প্রতিষ্ঠাতা। ক্যাথলিক সংবাদ সংস্থা জানিয়েছে,২০১৯ সালে মৃত্যুর চার বছর পর, সিস্টার ল্যাঙ্কাস্টারের মৃতদেহটি মঠের চ্যাপেলে ‘অন্তিম বিশ্রামস্থলে ‘ স্থানান্তরিত করতে গত ১৮ মে কবর থেকে তোলা হয়। কফিন খুলে সকলে দেখেন, সন্ন্যাসিনীর দেহটি অবিকল এক রয়েছে, ঠিক যেমন মৃত্যুর সময়ে ছিল। মিসৌরি মঠের এক সন্ন্যাসিনী বলেন, ‘সিস্টার ল্যাঙ্কাস্টারের মৃতদেহ সমাধিস্থ করার সময় কোনও রাসায়নিক ব্যবহার করা হয়নি, দেহের গায়ে এমনকী দেওয়া হয়নি কোনও সুগন্ধি। কাঠের কফিনে দেহটি কবর দেওয়া হয়েছিল।’ কানসাস সিটির সেন্ট জোসেফের ডায়োসিস বিশপ জনস্টন বলেন, ‘ল্যাঙ্কাস্টারের জন্য সন্তের প্রক্রিয়া এখনও শুরু করা হয়নি।’ক্যাথলিক নিউজ এজেন্সি জানিয়েছে, এর আগে একশোর বেশি সন্ন্যাসিনীর দেহ কবর থেকে তোলা হয়েছিল, কিন্তু এমন ঘটনা এই প্রথম। ওই মঠের মাদার সিসিলিয়া বলেন, ‘ল্যাঙ্কাস্টার সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ সন্ন্যাসিনী যার মৃতদেহ অক্ষয় অবস্থায় পাওয়া গেছে।’ তিনি বলেন, ‘আমরা মনে করি তিনিই প্রথম আফ্রিকান আমেরিকান মহিলা
যার দেহ মৃত্যুর চার বছর পরেও অক্ষত অবস্থায় পাওয়া গেল।’ মাদার সিসিলিয়াই প্রথম ব্যক্তি যিনি ওই কফিনটি পরীক্ষা করেছিলেন।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…