Categories: দেশ

মৃত ছেলের নামেপ্রাথমিক স্কুলে ফেরঅনুদান দিনমজুরের

এই খবর শেয়ার করুন (Share this news)

তার একমাত্র ছেলের স্বপ্ন ছিল বড় হয়ে কালেক্টার হওয়ার। কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি।তার অনেক আগে না ফেরার দুনিয়ায় চিরতরে চলে গেছে ছেলে!তার সন্তান চলে গেছে, কিন্তু বাকি ছেলেরা যে অজ গ্রামের
প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে। *কে জানে এদের মধ্যে কেউ বড় হয়ে কালেক্টর হবে না। যদি হয়,এদের মধ্যে থেকেই যদি কেউ বড় হয়ে কালেক্টর (জেলাশাসক)হয়, তবেই তো তার মৃত ছেলের স্বপ্নপূরণ হবে। সেই আশাতেই তিল তিল করে জমানো টাকা থেকে প্রাথমিক বিদ্যালয়ে শিবজয়ন্তীতে ১ লক্ষ টাকা দান করলেন মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলার এক দরিদ্র ক্ষেতমজুর। ব্যতিক্রমী এই পিতার নাম আত্মারাম সোনাভানে। এখন বয়স ৬৬। জেলা সদর থেকে ৩৬ কিলোমিটার দূরে খামাসওয়াড়ি গ্রামের বাসিন্দা তিনি। নিজের সামান্য উপার্জন থেকে স্থানীয় জেলা পরিষদ পোষিক প্রাথমিক স্কুলে নিজের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। আত্মারাম চান, তার ‘সামান্য’ দানের অর্থে স্কুলে ডেস্ক ও বেঞ্চি কেনা হোক। টাকার অভাবে নিজে পড়াশোনাই করতে পারেননি।ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পড়া থেমে যায় আত্মারামের। ইচ্ছা ছিল, ছেলেটাকে অনেক দূর লেখাপড়া করানোর। তার বড় ছেলে গোপাল স্বপ্ন দেখত, একদিন সে কালেক্টর হবে। কিন্তু ছেলের সে স্বপ্ন পূরণ হয়নি। ওসমানাবাদ আদালতে । চতুর্থ শ্রেণির একজন কর্মী হিসেবে কাজ করতেন গোপাল। ২০১৬ সালে । হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।ছেলে নেই তো কী হয়েছে, আত্মারাম এখনও স্বপ্ন দেখেন, গ্রামেরই কোনও পড়ুয়া একদিন পূরণ করবে তার এবং তার মৃত ছেলের স্বপ্ন। আর তার জন্যই গ্রামের স্কুলটিকে যথাসম্ভব আর্থিক সহায়তা প্রদান করবেন বলে ঠিক করেন আত্মারাম। তার ছেলে গোপাল ছোটতে যে স্কুলে পড়ত, সেই স্কুলকেই সাহায্যের জন্য বেছে নেয় এই ক্ষেতমজুর।গত ২৬ জানুয়ারী, প্রজাতন্ত্র দিবসে স্কুলকে দান করেন ৩৩ হাজার । টাকা। তখন বলেছিলেন, ছেলের শৈশবের বিদ্যালয়ের কম্পিউটার ঘরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে তার এই দান। এক মাসের মধ্যে এবার দান করলেন ১ লক্ষ টাকা ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

যুদ্ধ চাই না, শান্তি চাই’,বার্তা পাকিস্তানের বিদেশমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-সুর বদলে এবার শান্তির বার্তা পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দরের।ভারত যুদ্ধ থামালে, তারাও থেমে…

2 hours ago

পাক গোলাবর্ষনে প্রাণ গেল রাজৌরির উচ্চপদস্থ আধিকারিকের!!

অনলাইন প্রতিনিধি :-রাজৌরিতে পাক সেনার গোলাবর্ষণে প্রাণ গেল রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার থাপার।…

2 hours ago

নিঃসঙ্গ পাকিস্তান!!

আজকের দিনের প্রতিটি যুদ্ধ মানেই প্রথমেই স্নায়ুযুদ্ধ।স্নায়ুযুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়িয়ে তোলার মাধ্যমে…

2 hours ago

যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে রাজ্যের বাজারে মূল্যবৃদ্ধি, ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :- ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী শুক্রবার সকাল থেকেই…

2 hours ago

যুদ্ধজিগির তোলার মাঝে কেঁপে উঠল পাকিস্তান।।

অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…

7 hours ago

অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…

15 hours ago