Categories: বিজ্ঞান

মৃত নক্ষত্রের সঙ্গে গ্রহের প্রেমলীলা, বিস্মিত নাসার বিজ্ঞানীরা

এই খবর শেয়ার করুন (Share this news)

বৃহস্পতির চেয়েও বড় , বিশালাকৃতির এক গ্রহ । সে আবার প্রেমে মজেছে এক মৃত নক্ষত্রের । এবং এই কাণ্ড ঘটে চলেছে পৃথিবীর কাছেই । এমন অতিজাগতিক প্রেম – কাহিনি নাসার তাবড় জ্যোতির্বিজ্ঞানীদেরও স্তম্ভিত করে দিয়েছে । নক্ষত্রটি আকারে বামন , তার উপর সাদা রঙের । পরিভাষায় এদের বলে ‘ হোয়াইট ডোয়ার্ফ । আকারে ছোট হলে কী হবে , মারাত্মক তেজি । এই তারার ঘনত্বের সঙ্গে সূর্যের তুলনা করা হয় । আপেক্ষের বিষয় হল , অতিকায় গ্রহটি যে তারার প্রেমে হাবুডুবু খাচ্ছে , সেটি আদতে মৃত । তবু তার মায়া কাটাতে পারেনি নক্ষত্রের চারপাশে থাকা গ্রহটি । মৃত তারার শরীর ঘিরেই অবিরত সে পাক খেয়ে চলেছে । পৃথিবী থেকে মাত্র ৮০ আলোকবর্ষ দূরে এই অতিজাগতিক কাণ্ড ঘটে চলেছে ( ছবি ) ।

নাসার বিজ্ঞানীরা বলছেন , গ্রহ – তারার প্রেম ব্রহ্মাণ্ডে নতুন কিছু নয় । তবে মৃত একটি নক্ষত্রকে ঘিরে আবর্তিত হচ্ছে অতিকায় এক গ্রহ , এমনটা আগে তারা কখনও দেখেননি । তারা থেকে আগুনের অংশ ছিটকে গিয়ে গ্রহ তৈরি হয় । তারাদের ঘিরেই গ্রহদের সংসার । যেমন সূর্যের মতো তেজি নক্ষত্রকে ঘিরে আস্ত একটা সৌরমণ্ডল তৈরি হয়েছে । বিজ্ঞানীরা অবাক হয়েছেন এটা দেখে যে , মৃত তারার শরীর লেপ্টে যে গ্রহটি ঘুরে চলেছে প্রথমত সেটি আয়তনে বিরাট— প্রায় বৃহস্পতির সমান , দ্বিতীয়ত পৃথিবীর এত কাছে ! নাসার বিজ্ঞানীরা লক্ষ করেছেন , গ্রহটির নিজের অক্ষের চারপাশে পাক খেতে সময় লাগে পৃথিবীর সময় অনুযায়ী ১.৪ দিন ।| পৃথিবীর এত কাছে যে এমন বিচিত্র ঘটনা ঘটে চলেছে নাসা আগেই তার আঁচ পেয়েছিল। ভিন্ন গ্রহের সন্ধান করতে গিয়ে গ্রহ – তারার এই জুটিকে আবিষ্কার করেছে নাসার ‘ ট্রানসিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট ‘ , সংক্ষেপে ‘ টোস’ । তবে একা টেস নয় , পুরোনো আমলের পিৎজার স্পেস টেলিস্কোপেও ধরা পড়েছে এই অতিজাগতিক প্রেমের দৃশ্য । সম্প্রতি বিজ্ঞান বিষয়ক সাময়িকপত্র ‘ নেচার ‘ – এ এই গ্রহ – তারার প্রেম কাহিনি প্রকাশিত হয়েছে । এখানে বিজ্ঞানীরা বলেছেন , এতদিন তাদের ধারণা ছিল সাদা বামন তারাকে ঘিরে কোনও গ্রহ পাক খেতে পারে না কারণ এই তারারা প্রচণ্ড ভেজি হয় । কিন্তু এই ঘটনা তাদের পুরোনো ধারণা ভেঙে দিয়েছে । যে গ্রহটি পাক খাচ্ছে , সেটিরও গঠন পৃথিবীর মতো পাথুরে । ফলে বিজ্ঞানীরা এবার খোঁজ শুরু করবেন যে , এই ধরনের দ্বিতীয় কাণ্ডটি ব্রহ্মাণ্ডের আর কোথায় ঘটে চলেছে কি না । ‘ নেচার ‘ – এর পাশাপাশি ‘ দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল নেটার্স ‘ সাময়িকপত্রেও এই কাহিনি ছাপা হয়েছে । বিজ্ঞানীরা এখানে বলেছেন , এই সাদা বামন নক্ষত্রের নাম ‘ ডব্লুডি ১৮৫৬ + ৫৩৪ ‘ । আর তার প্রেমে মজে থাকা পেল্লায় গ্রহটির নাম ‘ ডবলুডি ১৮৫ বি ‘ । তারা বলেছেন , গ্রহটিকে দেখতে বৃহস্পতির মতো লাগলেও আদতে সেটি আকার ও ভরে বৃহস্পতির চেয়ে প্রায় ১৪ গুণ বড় । বুধের থেকেও বেশি গতিসম্পন্ন । সাদা বামন নক্ষত্রেরা এমনিতে খুব উত্তপ্ত হয় । তাদের শরীর থেকে প্রচণ্ড বিকিরণ হয় । পৃথিবীর কাছাকাছি থাকা এমন বামন তারা হল ‘ সিরিয়াস বি ‘ । সেটি রয়েছে আমাদের এই গ্রহ থেকে মাত্র ৮.৬ আলোকবর্ষ দূরে । সূর্যের কাছাকাছি এমন শতাধিক নক্ষত্রের ভিড়ে মিশে আছে আটটি বামন তারা । এই সাদা – বামন তারাদের তেজ এত বেশি যে এদের চারপাশে পাক খেতে গ্রহদের হিমশিম খেতে হয় । তুলনায় লাল বামন নক্ষত্রেরা অনেক শান্তশিষ্ট । তাদের শরীরে সূর্যের মতো গনগনে আঁচ নেই । পৃথিবীর এমন একটি লাল বামন – তারার খোঁজও নাসার বিজ্ঞানীরা সাম্প্রতিক অতীতে পেয়েছিলেন ।

Dainik Digital

Recent Posts

বিভৎস ট্রেন দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত তিনটি মালগাড়ির কামরা!!

অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…

13 hours ago

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

17 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

17 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

20 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

20 hours ago

নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…

21 hours ago