মৃত পুত্র বাড়িতে হাজির!!!

এই খবর শেয়ার করুন (Share this news)

শ্রাদ্ধের দিন সকালে মৃত ছেলে সরাসরি উপস্থিত হল বাড়িতে। এমন আজব কান্ড দেখে বাড়ির লোকজন থেকে শুরু করে পাড়া পড়শি, সকলের চোখ কপালে। সকলের মুখে একই প্রশ্ন, এমন কান্ড ঘটলো কি করে?খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনা মঙ্গলবার বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত পশ্চিমবাংলা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রাঙ্গুনিয়া গ্রামে। দিন কয়েক আগে রাজধানী আগরতলা মেলার মাঠ পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। পরবর্তী সময়ে সমস্ত কার্যকলাপ ও নিয়ম মেনে সেই মৃতদেহ সৎকার করা হয়। তার ঠিক তিনদিন পর অর্থাৎ মঙ্গলবার ওই মৃত যবকের বাড়িতে তার শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। শ্রাদ্ধ শেষ হতেই সেই মৃত ছেলে আকাশ সরকার সঠান বাড়িতে এসে উঠলো। উপস্হিত বাড়ির লোকজন তা দেখে একেবারে হতবাক। এটা কি করে সম্ভব?

মৃত ছেলে আকাশ সরকারের বয়স ২২। এ ব্যাপারে বটতলা পুলিশ ফাঁড়ি এবং বামুটিয়া পুলিশ ফাঁড়ির সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, আকাশের বাবা অংকন সরকারই মেলারমাঠ পুকুর থেকে উদ্ধার হওয়া যুবকের লাশ কে তার পুত্র আকাশের বলে সনাক্ত করে। তারপরই মৃতদেহ সৎকার করা হয়।
এলাকাবাসী এবং ওই ছেলের বাবা অংকন সরকার এর বক্তব্য অনুযায়ী, আকাশ সরকার নেশা করতো। সে ড্রাগসে আসক্ত ছিলো। সেই কারণে পুকুর থেকে লাশ উদ্ধারের খবর পাওয়ার পর, সেই লাশ পুত্র আকাশের কিনা, সনাক্ত করতে যান।
অংকন সরকার লাশ দেখে এবং লাশের সাথে থাকা কিছু সামগ্রী দেখে তার ছেলে আকাশ সরকারের লাশ বলে দাবি করেন ও সনাক্ত করেন। এখন প্রশ্ন হলো অংকন সরকারের ছেলে আকাশ সরকার তো বাড়িতে ফিরে এসেছে। তাহলে লাশটি কার? পুলিশ তাহলে কার লাশ সৎকার করেছে? ময়নাতদন্তের রিপোর্ট কি পুলিশের হাতে এসেছে? এখন দেখার পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

22 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

22 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

23 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

23 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

23 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

24 hours ago