শ্রাদ্ধের দিন সকালে মৃত ছেলে সরাসরি উপস্থিত হল বাড়িতে। এমন আজব কান্ড দেখে বাড়ির লোকজন থেকে শুরু করে পাড়া পড়শি, সকলের চোখ কপালে। সকলের মুখে একই প্রশ্ন, এমন কান্ড ঘটলো কি করে?খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনা মঙ্গলবার বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত পশ্চিমবাংলা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রাঙ্গুনিয়া গ্রামে। দিন কয়েক আগে রাজধানী আগরতলা মেলার মাঠ পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। পরবর্তী সময়ে সমস্ত কার্যকলাপ ও নিয়ম মেনে সেই মৃতদেহ সৎকার করা হয়। তার ঠিক তিনদিন পর অর্থাৎ মঙ্গলবার ওই মৃত যবকের বাড়িতে তার শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। শ্রাদ্ধ শেষ হতেই সেই মৃত ছেলে আকাশ সরকার সঠান বাড়িতে এসে উঠলো। উপস্হিত বাড়ির লোকজন তা দেখে একেবারে হতবাক। এটা কি করে সম্ভব?
মৃত ছেলে আকাশ সরকারের বয়স ২২। এ ব্যাপারে বটতলা পুলিশ ফাঁড়ি এবং বামুটিয়া পুলিশ ফাঁড়ির সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, আকাশের বাবা অংকন সরকারই মেলারমাঠ পুকুর থেকে উদ্ধার হওয়া যুবকের লাশ কে তার পুত্র আকাশের বলে সনাক্ত করে। তারপরই মৃতদেহ সৎকার করা হয়।
এলাকাবাসী এবং ওই ছেলের বাবা অংকন সরকার এর বক্তব্য অনুযায়ী, আকাশ সরকার নেশা করতো। সে ড্রাগসে আসক্ত ছিলো। সেই কারণে পুকুর থেকে লাশ উদ্ধারের খবর পাওয়ার পর, সেই লাশ পুত্র আকাশের কিনা, সনাক্ত করতে যান।
অংকন সরকার লাশ দেখে এবং লাশের সাথে থাকা কিছু সামগ্রী দেখে তার ছেলে আকাশ সরকারের লাশ বলে দাবি করেন ও সনাক্ত করেন। এখন প্রশ্ন হলো অংকন সরকারের ছেলে আকাশ সরকার তো বাড়িতে ফিরে এসেছে। তাহলে লাশটি কার? পুলিশ তাহলে কার লাশ সৎকার করেছে? ময়নাতদন্তের রিপোর্ট কি পুলিশের হাতে এসেছে? এখন দেখার পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…