মেইকাপ আটিস্ট দীপঙ্কর ঘোষের মৃত্যুর সঠিক তদন্ত দাবি!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || পূর্ব প্রতাপগড় এলাকার যুবক দীপঙ্কর ঘোষের লাশ উদ্ধার হয় বুধবার হাওড়া নদী থেকে। গত ৬ এপ্রিল থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ, তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে। পুলিশকে নিখোঁজ হওয়ার অভিযোগ এবং সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেওয়া সত্বেও পুলিশ কোনও ভূমিকা নেয় নি। বৃহস্পতিবার পরিবারের লোকজন এবং এলাকাবাসী পুলিশ হেডকোয়ার্টারে ডেপুটেশন প্রদান করে দীপঙ্করের খুনিদের খুঁজে বেড় করতে এবং সুষ্ঠু তদন্ত করতে। উল্লেখ্য, দীপঙ্কর ঘোষ এলাকায় ভালো ছেলে হিসাবে সবার পরিচিত।