মেক্সিকোয় এ বছর ১৫ সাংবাদিককে হত্যা!!
মেক্সিকোর দক্ষিণাংশে সোমবার এক সাংবাদিক নিহত হয়েছেন । এই নিয়ে চলমান বছরে মাদকজনিত হিংসায় জর্জরিত দেশটিতে পনেরোজন সাংবাদিক প্রাণ দিল হিংসাশ্রয়ী গোষ্ঠীগুলোর হাতে । গতকাল নিহত সাংবাদিকের নাম ফ্রেডিডরোমান । লা রিয়ালিদাদ পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রধান তিনি । প্রশান্ত মহাসাগরের উপকূলে গুয়েররেরো প্রদেশের রাজধানী চিলপানসিঙ্গো শহরে নিজ গাড়িতে গুলীবিদ্ধ হন তিনি । এই শহরে ১ জুলাই তার ছেলে বলডেমার রোমান নিহত হন সম্ভাব্য মাদকচক্রের হাতে । পুত্রের মৃত্যু নিয়ে চলছিল এই সাংবাদিকের তদন্ত । এটা আটকাতে সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে স্থানীয় নিরাপত্তা কর্মীদের অনুমান । গত সপ্তাহে জুয়ানলোপোজ নামে এক সাংবাদিককে মেক্সিকোর উত্তরাংশে হত্যা করেছে অপরাধজীবীরা । আগষ্ট মাসের শুরুতে মধ্য মেক্সিকোয় আর্নেস্টো মেন্ডেজ নামে এক সাংবাদিক নিহত হন । গুয়ানাজুয়াতো প্রদেশে নিহত হয়েছেন তিনি । ডিসেম্বর ২০১৮ য় আন্দ্রেজ ও ব্রাড়র মেক্সিকোর রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেন । এরপর থেকে সাংবাদিকদের উপরে হামলা বাড়ছে । সাংবাদিকদের উপরে হামলার অন্তত আটত্রিশ শতাংশ ক্ষেত্রে রাষ্ট্র জড়িত।