মেঘালয়ে এবার চতুর্মুখী লড়াই!

এই খবর শেয়ার করুন (Share this news)

ইউরোপ ও আমেরিকা সফরের এক বছরের ধকল কাটিয়ে ১৯২৩ সালে খাসি পাহাড়ের গায়ে যে শহরে বসে কবিগুরু ‘রক্তকরবী’ লিখেছিলেন, তার ঠিক একশো বছর পরের শিলংয়ের ভোটের ‘মেজাজ’ দেখলে তিনিও নিঃসন্দেহে চমকে উঠতেন। শিলংয়ের প্রাণকেন্দ্র পুলিশ বাজারের একদিকে বাঁক খেয়ে যে রাস্তা ঢালে নেমে গেছে, সেটা কুইন্টন রোড। খাসি, জয়ন্তীয়া, আসামি, বাঙালি লোকজন মিলেমিশে একাকার। রবিবার দুপুরে পরিচয় গোপন রেখেই তাদের সঙ্গে আড্ডায় ভিড়ে গিয়ে যতটুকু বুঝলাম, তা বেশ চমকপ্রদ। ভোট এলেই সাবেক মেঘালয় রাজ্যে টাকা উড়ে। নেতারা উড়ান। টাকাই নাকি এখানে ভোটের সেরা টোপ! না, রাজধানী শিলংয়ে সেভাবে উড়ে না, উড়ে গ্রামাঞ্চলে। বিশেষত গারো পাহাড়ের বিস্তীর্ণ প্রান্তে। এবারও উড়ছে। পুলিশ বাজারের খাবারের হোটেল চালান সরোজ চৌধুরী। কয়েক পুরুষ ধরে তার পরিবার শিলংয়ের বাসিন্দা। অকপটে বললেন, আমার পরিবারে মোট ষাটটি ভোট। আমি তিনটে দলকেই সাফ জানিয়ে দিয়েছি, ত্রিশ হাজার টাকা ছাড়ুন, ষাটটা ভোট নিয়ে যান! এভাবে ভোট কেনাবেচা হয়? শুনতে অবাক লাগলেও নাকি তাই হয়। কাব্য করে এভাবেও বলা যায়, ক্ষমতা তুমি কার? নোট যার, তার! গত দশ বছরে মেঘালয়ে নোট ভোটের সেটিং তত্ত্ব আরও জমাট হয়েছে। নোটে যে এখানে ভোট হয়, তার আরও একটা কারণ, শাসকের ক্ষমতা এখানে কার্যত মিউজিক্যাল চেয়ার। জনতার ভোট জিতে বিধায়ক পরে দলবদল করবেন, এটাই যেন মেঘালয়ের রাজনীতির রোজনামচা। এবার যিনি একটি দলের হয়ে লড়ে বিধায়ক নির্বাচিত হবেন, আগামী পাঁচ বছর বাদেও তিনি যে ফের এই দলের প্রতীকেই লড়বেন, তার গ্যারান্টি চিনা ইলেকট্রনিক্স পণ্যের চেয়েও কম। ২০১৮ সালের নির্বাচনের পর থেকে পাঁচ বছরে ষাটজনের মধ্যে কুড়ি জনের বেশি,অর্থাৎ তিন ভাগের একভাগ বিধায়ক দল পাল্টেছেন। আগামী সোমবার সাতাশ তারিখ ষাট আসনের মেঘালয়ের বিধানসভার ভোট। ফল প্রকাশ ত্রিপুরার সঙ্গেই দুই মার্চ। মেঘালয়ে লড়াই এবার চতুর্মুখী। মুখ্যমন্ত্রী কনরাড সংমার ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বিজেপি, কংগ্রেস এবং তৃণমূল। পাঁচ বছর আগে একুশ আসনে জয়ী হয়ে একক বৃহত্ততম দল হয়েছিল কংগ্রেস। গত বছরের নভেম্বরে সেই কংগ্রেসের বারো বিধায়ক, বিরোধী দলনেতা তথা দুইবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সংমার হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সেই থেকে তৃণমূল এখানে প্রধান বিরোধী দল। গত এক-দেড় মাসে এনসিপির একমাত্র বিধায়ক দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন। অন্যদিকে শাসক এনপিপির বিধায়ক যোগ দেন বিজেপিতে। এদিকে এনপিপির আর এক বিধায়ক দল পাল্টে তৃণমূলে এসেছেন। তার আগমনের ফলে তৃণমূলের ঘোষিত প্রার্থী সম্বরলাং ডিংডো এই বলে বিজেপিতে চলে গেছেন যে, তিনি আর কর্দমাক্ত রাজনীতি চান না, পরিচ্ছন্ন দলে থেকে রাজনীতি করতে চান। ডিংডো একা নন, কংগ্রেস ছেড়ে আসা আরও দুই বিধায়ক ফুল বদলান, জোড়াফুল ছেড়ে পদ্মফুলে।মেঘালয়ে দল বদলের এমন মর্মান্তিক প্রবণতা, তার চেয়েও আশ্চর্যের বিষয়, এই নিয়ে ভোটারদের কোনও মাথাব্যথা নেই। ভোটারদের মনের কথা হল, তুমি বাপু যদি আমার ভোট জিতে পাঁচ বছর কামাতে পারো, তা হলে ভোটের মুরশুমে আমিই বা পারবো না কেন? তাই ভোট এলেই নোট উড়ে খাসি, জয়ন্তী আর গারো পাহাড়ের ঢালে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

যুদ্ধজিগির তোলার মাঝে কেঁপে উঠল পাকিস্তান।।

অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…

2 hours ago

অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…

11 hours ago

পাকিস্তানের গোলাতে শহিদ ভারতীয় জওয়ান মুরলী!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য হলো ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েকের। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা…

11 hours ago

যুদ্ধ আবহে এটিএম বন্ধের খবর সম্পূর্ণ ভূয়ো!!

অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্টে দাবি করা হয়েছে পাকিস্তান ভারতে…

20 hours ago

যুদ্ধের গন্ধ বাতাসে!!

পহেলগাঁও হামলার প্রত্যাঘাত এতটা জোরালো এবং ভয়াবহ হতে পয়ল পারে সেটা নিশ্চয়ই পাকিস্তানের ভাবনার মধ্যেই…

20 hours ago

দিল্লীতে কৃষি উন্নয়নে জাতীয় সম্মেলন, কেন্দ্রের কাছে রাজ্যের জোরালো দাবি উত্থাপন করলেন কৃষিমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-'বিজ্ঞান ও কৃষিরমেলবন্ধনই আগামী দিনের কৃষি উন্নয়নের চাবিকাঠি। কৃষকদের স্বনির্ভর করতে হলে এই…

21 hours ago