মেঘালয় ও নাগাল্যান্ডে আজ ভোট!
উত্তর পূর্বের ২ রাজ্য নাগাল্যাণ্ড এবং মেঘালয়ে আগামীকাল, সোমবার বিধানসভা ভোট। এই ভোটের জন্য সব প্রস্তুতি চূড়ান্ত। নাগাল্যাণ্ডে ৬০ আসনের মধ্যে ভোট হবে ৫৯টি আসনে। এর জন্য প্রার্থী রয়েছেন ১৮৩ জন। সোমবার ১৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন রাজ্যের ১৩ লক্ষ ভোটার। নাগাল্যাণ্ডে শাসক এনডিপিপি এবং বিজেপি ৪০:২০ ফর্মুলায় ভোটে লড়ছে। একটি আসনে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছেন আগেই। ফলে রাজ্যের ৫৯টি আসনে ভোট হবে সোমবার। ভোটগ্রহণ হবে সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ২০১৮ সালে এনডিপিপি বিজেপির সাথে জোট করে রাজ্যে ক্ষমতায় আসে। মুখ্যমন্ত্রী নেইফিউ রিও এই জোটের মুখ। নাগা পিপলস ফ্রন্ট বা এনপিএফ গত বিধানসভা নির্বাচনে ২৬টি আসনে জয়ী হয়। এবার তারা ২২টি আসনে প্রার্থী দেয়।এর মধ্যে একজন প্রার্থীপদ প্রত্যাহার করে নেয়। ফলে ২১ আসনে লড়াই করছে এনপিএফ।শাসক ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ অ্যালায়েন্স বা এনডিপিপি ৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।বিরোধী কংগ্রেস ২৩টি আসনে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। কংগ্রেস জানিয়েছে, তারা নির্বাচনে বিজেপি ছাড়া সমমনোভাবাপন্ন সব দলের সাথেই ভোট পরবর্তী জোট নিয়ে অগ্রসর হতে রাজি।
এদিকে নাগাল্যাণ্ডে মোট ভোটারের মধ্যে ৬,৪৭,৫২৩ জন পুরুষ ভোটার এবং মহিলা ভোটারের সংখ্যা ৬,৪৯,৮৭৬ জন। মোট পোলিং স্টেশনের সংখ্যা ২২৯১টি।রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক ভি এস শেখর জানান, সুষ্ঠু ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন এবং ভোটগ্রহণকে ঘিরে কোনও ধরনের যাতে অশান্তি না হয় সেজন্য সচেষ্ট রয়েছে নির্বাচন কমিশন।এদিকে ৬০ সদস্যক মেঘালয়েও আগামীকাল, সোমবার ভোটগ্রহণকে ঘিরে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত। নির্বাচন কমিশন জানিয়েছে, মেঘালয়ের সাথে ইন্দো-বাংলাদেশ সীমান্ত আগামী ২ মার্চ পর্যন্ত সিল করে দেওয়া হয়েছে। এছাড়া আসামের সাথেও সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। মেঘালয়েও জোট সরকার ক্ষমতায়। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। আগামী ২ মার্চ ত্রিপুরার সাথে মেঘালয় ও নাগাল্যাণ্ডেও ভোটগণনা ।