Categories: দেশ

মেঘালয়, নাগাল্যান্ডে শান্তিতে ভোট সম্পন্ন!

এই খবর শেয়ার করুন (Share this news)

পূর্বোত্তরের ২ রাজ্য মেঘালয় এবং নাগাল্যাণ্ডে বিধানসভা ভোট মোটের উপর শান্তিতে কেটেছে। ভোটকে ঘিরে ২ রাজ্যেই অশান্তির তেমন খবর নেই। মেঘালয়ে ভোট পড়েছে ৮০ শতাংশের বেশি। নাগাল্যাণ্ডে ভোট পড়েছে বিকাল পর্যন্ত ৮৫%-এর মতো। তবে উভয় রাজ্যেই ভোটের হার বাড়তে পারে বলে জানিয়েছেন উভয় রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকরা। নয়াদিল্লী থেকে নির্বাচন কমিশন জানিয়েছে দুই রাজ্যেই ভোট হয়েছে অবাধ এবং শান্তিপূর্ণ। কোনও দলই পুনর্ভোটের দাবি করেনি। নাগাল্যাণ্ডে এদিন ভোট হয়েছে ৬০ আসনের মধ্যে ৫৯টি আসনে। একটি আসনে আগেই বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে যায়। মেঘালয়ের মুখ্য নির্বাচনি আধিকারিক এফ আর খারকংগর জানান, ভোটকে নিয়ে কোথাও তেমন কোনও অশান্তির খবর নেই। তবে কিছু বুথে ভোটিং মেশিন নষ্ট হবার খবর পাওয়া গেছে। পরবর্তী সময় অবশ্য ভোটিং মেশিনগুলি পাল্টানো হয়।মেঘালয়ে মোট ৩৪১৯টি পোলিং স্টেশন ছিল। এর মধ্যে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত ছিল ৬৪০টি পোলিং বুথ। এছাড়া ৩২৩টি পোলিং স্টেশনকে অতি স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছিল। মেঘালয়ে মোট প্রার্থীর সংখ্যা ৩৬৯। এর মধ্যে ৩৬ জন মহিলা প্রার্থী রয়েছেন। এর মধ্যে দশজন মহিলা প্রার্থী রয়েছেন কংগ্রেসের। সিইও জানান, সব মিলিয়ে ১৯ হাজার ভোটকর্মী নিয়োগ করা হয়েছিল ভোটগ্রহণের জন্য। এছাড়া প্যারামিলিটারি নিযুক্ত করা হয়েছিল ১১৯ বাহিনী।মুখ্যমন্ত্রী কনরাড সাংমা দক্ষিণ তুরা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন প্রাক্তন জঙ্গি বার্নার্ড মারাক। অন্যদিকে, বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমা ২টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংযক এবং তিকরিকিল্লা কেন্দ্র থেকে তিনি ভোটে দাঁড়িয়েছেন। তার স্ত্রী ডি ডি শিরাও ভোটে দাঁড়িয়েছেন।কংগ্রেস এবং বিজেপি ৫৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে, এনপিপি ৫৬টি আসনে প্রার্থী দিয়েছে। তৃণমূল কংগ্রেস ৫৭টি আসনে প্রার্থী দিয়েছে। ইউডিপি প্রার্থী দিয়েছে ৪৬টি আসনে। নাগাল্যাণ্ডে বিকাল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৭৩%-এর বেশি। ভোট শেষ হওয়া পর্যন্ত ভোটের হার আরও বাড়তে পারে বলে জানিয়েছেন রাজ্যের সিইও।এদিন রাজ্যে সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। ৬০টি আসনের মধ্যে ৫৯টি আসনে এদিন ভোট হয়। মুখ্যমন্ত্রী নেইফিউ রিও বেলা ১২টা নাগাদ এদিন তার গ্রামের একটি বুথে ভোটদান করেছেন। এ নিয়ে তিনি ৭বার ভোটে দাঁড়িয়েছেন। তার দাবি এনডিপিপি এবং বিজেপি জোটই রাজ্যে ফের ক্ষমতায় আসছে।এদিন মুখ্যমন্ত্রী শ্রীরিও তার ভোট দিয়ে রাজ্যবাসীকে গণতন্ত্রের পবিত্র উৎসবে
যোগ দিতে সবার প্রতি আবেদন জানিয়েছেন। বিশেষ করে নবীন ভোটারদের ভোটদানের জন্য আবেদন জানান। রাজ্যে বর্তমানে এনডিপিপি-বিজেপি জোট সরকার ক্ষমতায় রয়েছে। এনপিএফ ২৬টি আসনে গতবার জয়ী হয়েছিল। এবার তারা ২২টি আসনে তাদের প্রার্থী দিয়েছে। উল্লেখ্য, নাগাল্যাণ্ডে মোট ভোটার ৬,৪৭,৫২৩ জন। আগামী ২ মার্চ ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যাণ্ড গণনা।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

বিভৎস ট্রেন দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত তিনটি মালগাড়ির কামরা!!

অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…

13 hours ago

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

17 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

17 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

20 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

20 hours ago

নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…

21 hours ago