Categories: খেলা

মেয়েদের ক্রিকেট প্রতিভায় খুশি ল্যান্স ক্লুজেনার।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || তাদের দেশে হলে এরকম মাঠে সবগুলিই সবুজ উইকেটে খেলা হতো।এখানে এমবিবিতে পাটা উইকেট দেখে তাই অবাকই হলেন ত্রিপুরার হেড অব দ্য কোচ দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার ল্যান্স ব্লুজেনার।এ দিন ভিআইপি বক্সে বসে এমবিবিতে জেসি লীগে ইউ: ফ্রেণ্ডস বনাম কসমোপলিটনের ম্যাচ দেখেন। লাঞ্চের সময় পিচ কিউরেটরকে নিয়ে মাঠে ঢুকে (অনুমতি নিয়েই) পিচও দেখলেন। কেন সবুজ নয় ? এই প্রশ্নের জবাবে পিচ কিউরেটর বলেন, মরশুমে প্রচুর ম্যাচ হয়েছে, তাই ঘাস কমে গেছে।শুনে বুঝলেন, আসল ঘটনাও।তারপর আজকের ম্যাচে তার চোখে কোনও পেস বোলারও পড়েনি। এদিকে, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত জেসি লীগের খেলা দেখার পাশাপাশি অনূর্ধ্ব উনিশ জুনিয়র মহিলা ক্রিকেটারদের ক্যাম্পও ঘুরে দেখেন।পরে এই প্রতিবেদককে জানান, মহিলা ক্রিকেটারদের দেখলাম।প্রচুর প্রতিভা রয়েছে, কোচিংয়ে থাকলে রাজ্য মহিলা ক্রিকেটের সম্পদ হয়ে উঠবেই।তার আগে অবশ্য জুনিয়র মহিলা ক্রিকেট ক্যাম্পের চিফ কোচ শ্রাবণী দেবনাথের সঙ্গে কথা বলেন। কী কী প্ল্যান রয়েছে তাও জেনে নেন ব্লুজেনার। কোচদের বলেন, আমি এখানে কোচিং দিতে আসিনি। আপনারা যা করছেন তাই করে যান। কোনও বিষয়ে অসুবিধা বা সমস্যায় পড়লে আমাকে বলবেন, আমি তা সমাধানে যথাসাধ্য চেষ্টা করব, আর আমি কোচ না, কোচ আপনারাই। তাই আপনারা আমাকে কীভাবে ব্যবহার করবেন তার উপরই আমার ভূমিকা থাকবে ব্যস্। এত বড় মাপের ক্রিকেটার কোচ তারপর এত অমায়িক ব্যবহার। যা দেখে জুনিয়র মহিলা ক্রিকেটাররা তো বটেই, তাদের কোচ, সাপোর্ট স্টাফ সবাই ভীষণ খুশি। আগামীকাল লেকের দিকের অ্যাস্ট্রোটার্ফে নেট প্র্যাকটিস। মাঠের সাইডে ফিল্ডিং এবং ইন্ডোর হলে একটা গ্রুপ জিম করবে। ব্যাট বলের স্কিল প্র্যাকটিস থাকবে আগামীকাল। তবে আজকের প্রচণ্ড গরম ও দাবদাহের জন্য মহিলা ক্রিকেটারদের খুব সমস্যা হয়। তাই কোচরা টানা প্র্যাকটিস না করিয়ে খানিক বাদে বাদে ব্রেক দিয়ে ক্রিকেটারদের প্র্যাকটিস কারন। প্রসঙ্গত, এই ক্যাম্পটি দশদিনের হবে।এদিকে, ব্লুজেনার কথায় কথায় জানান, তাদের দেশে স্কুলস্তরে এরকম প্র্যাকটিস হয়।এসব ক্যাম্প থেকেই নাকি কোয়ালিটি প্লেয়ার বের হয়ে জাতীয় দলের হয়ে খেলে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

6 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

7 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

7 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago