Categories: খেলা

মেয়েদের ক্রিকেট প্রতিভায় খুশি ল্যান্স ক্লুজেনার।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || তাদের দেশে হলে এরকম মাঠে সবগুলিই সবুজ উইকেটে খেলা হতো।এখানে এমবিবিতে পাটা উইকেট দেখে তাই অবাকই হলেন ত্রিপুরার হেড অব দ্য কোচ দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার ল্যান্স ব্লুজেনার।এ দিন ভিআইপি বক্সে বসে এমবিবিতে জেসি লীগে ইউ: ফ্রেণ্ডস বনাম কসমোপলিটনের ম্যাচ দেখেন। লাঞ্চের সময় পিচ কিউরেটরকে নিয়ে মাঠে ঢুকে (অনুমতি নিয়েই) পিচও দেখলেন। কেন সবুজ নয় ? এই প্রশ্নের জবাবে পিচ কিউরেটর বলেন, মরশুমে প্রচুর ম্যাচ হয়েছে, তাই ঘাস কমে গেছে।শুনে বুঝলেন, আসল ঘটনাও।তারপর আজকের ম্যাচে তার চোখে কোনও পেস বোলারও পড়েনি। এদিকে, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত জেসি লীগের খেলা দেখার পাশাপাশি অনূর্ধ্ব উনিশ জুনিয়র মহিলা ক্রিকেটারদের ক্যাম্পও ঘুরে দেখেন।পরে এই প্রতিবেদককে জানান, মহিলা ক্রিকেটারদের দেখলাম।প্রচুর প্রতিভা রয়েছে, কোচিংয়ে থাকলে রাজ্য মহিলা ক্রিকেটের সম্পদ হয়ে উঠবেই।তার আগে অবশ্য জুনিয়র মহিলা ক্রিকেট ক্যাম্পের চিফ কোচ শ্রাবণী দেবনাথের সঙ্গে কথা বলেন। কী কী প্ল্যান রয়েছে তাও জেনে নেন ব্লুজেনার। কোচদের বলেন, আমি এখানে কোচিং দিতে আসিনি। আপনারা যা করছেন তাই করে যান। কোনও বিষয়ে অসুবিধা বা সমস্যায় পড়লে আমাকে বলবেন, আমি তা সমাধানে যথাসাধ্য চেষ্টা করব, আর আমি কোচ না, কোচ আপনারাই। তাই আপনারা আমাকে কীভাবে ব্যবহার করবেন তার উপরই আমার ভূমিকা থাকবে ব্যস্। এত বড় মাপের ক্রিকেটার কোচ তারপর এত অমায়িক ব্যবহার। যা দেখে জুনিয়র মহিলা ক্রিকেটাররা তো বটেই, তাদের কোচ, সাপোর্ট স্টাফ সবাই ভীষণ খুশি। আগামীকাল লেকের দিকের অ্যাস্ট্রোটার্ফে নেট প্র্যাকটিস। মাঠের সাইডে ফিল্ডিং এবং ইন্ডোর হলে একটা গ্রুপ জিম করবে। ব্যাট বলের স্কিল প্র্যাকটিস থাকবে আগামীকাল। তবে আজকের প্রচণ্ড গরম ও দাবদাহের জন্য মহিলা ক্রিকেটারদের খুব সমস্যা হয়। তাই কোচরা টানা প্র্যাকটিস না করিয়ে খানিক বাদে বাদে ব্রেক দিয়ে ক্রিকেটারদের প্র্যাকটিস কারন। প্রসঙ্গত, এই ক্যাম্পটি দশদিনের হবে।এদিকে, ব্লুজেনার কথায় কথায় জানান, তাদের দেশে স্কুলস্তরে এরকম প্র্যাকটিস হয়।এসব ক্যাম্প থেকেই নাকি কোয়ালিটি প্লেয়ার বের হয়ে জাতীয় দলের হয়ে খেলে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

যুদ্ধ চাই না, শান্তি চাই’,বার্তা পাকিস্তানের বিদেশমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-সুর বদলে এবার শান্তির বার্তা পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দরের।ভারত যুদ্ধ থামালে, তারাও থেমে…

1 hour ago

পাক গোলাবর্ষনে প্রাণ গেল রাজৌরির উচ্চপদস্থ আধিকারিকের!!

অনলাইন প্রতিনিধি :-রাজৌরিতে পাক সেনার গোলাবর্ষণে প্রাণ গেল রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার থাপার।…

1 hour ago

নিঃসঙ্গ পাকিস্তান!!

আজকের দিনের প্রতিটি যুদ্ধ মানেই প্রথমেই স্নায়ুযুদ্ধ।স্নায়ুযুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়িয়ে তোলার মাধ্যমে…

2 hours ago

যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে রাজ্যের বাজারে মূল্যবৃদ্ধি, ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :- ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী শুক্রবার সকাল থেকেই…

2 hours ago

যুদ্ধজিগির তোলার মাঝে কেঁপে উঠল পাকিস্তান।।

অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…

6 hours ago

অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…

15 hours ago