এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মরশুমে মেলা ও উৎসবে সঙ্গীতানুষ্ঠানের নামের আড়ালে রাজ্যের বিভিন্ন এলাকায় একের পর এক গানের জলসার আসর শুরু হয়েছে।কোথাও মেলার নামে বসছে গানের জলসার আসর।কোথাও উৎসবের সঙ্গীতানুষ্ঠানের নামের আড়ালে খোদ ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে বসছে জলসার আসর।কোথাও জলসার আসর বসছে খোদ সরকারী ভাণ্ডারের অর্থ ব্যয় করে। কোথাও মেলার নামে ডোনেশনের টাকা বা চাঁদা তুলে বসানো হচ্ছে জলসা। যারা এ ধরনের সময় অনুপযোগী জলসার আসর বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়ার দায়িত্ব উল্টো তারাই খোদ জলসার আসর বসানোর উদ্যোক্তা। কোথাওবা জলসার আসর বসানো হচ্ছে খোদ সরকারী উদ্যোগে।কোথাও খোদ শাসকদলের নেতা-মন্ত্রীদের উদ্যোগে।ফলে জলসার প্রতিবাদ জানিয়ে সাধারণ মানুষ বিশেষ করে পরীক্ষার্থী থেকে তাদের অভিভাবকরা বিপদে পড়তে না চাইলেও নীরবে ক্ষোভে ফুসছেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী থেকে অভিভাবকদের অভিযোগ, যাদের উপর প্রশাসনকে সঠিকভাবে পরিচালনার দায়িত্ব খোদ তারাই নেতা মন্ত্রী থেকে আমলা যদি দায়িত্বজ্ঞানহীনের মতো কাজে লিপ্ত হয়ে পড়েন-তাহলে মানুষ কাদের উপর ভরসা রাখবেন।পরীক্ষা ও অভিভাবকদের অভিযোগ, নেতা-মন্ত্রী থেকে প্রশাসনের আধিকারিকরা ভালো করে জানার কথা যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের উপরই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়া
নির্ধারিত হয়।পরীক্ষার সময়ে যখন ছাত্রছাত্রীদের অতিরিক্ত মনোসংযোগের প্রয়োজন, তখন একের পর এক জলসার আয়োজনে পরীক্ষার্থীদের পড়াশোনা মনোসংযোগে ব্যাঘাত
ঘটাচ্ছে বলে অভিযোগ তোলেছেন অভিভাবক মহল। অভিভাবকদের অভিযোগ, সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত জলসার নামে ডিজে বাজানো,সঙ্গীতের আসর বসানোর উদ্যোগ উদ্যোক্তাদের শিক্ষা মনস্কতা এবং শিক্ষার অনুসারী ব্যবস্থাপনার বিরোধী।অভিভাবকদের অভিযোগচ মেলা ও উৎসবের নামে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মরশুমে জলসা বসানোর
শিক্ষা হন্তারক।পরীক্ষার্থীদের জীবনে অন্ধকার ডেকে নিয়ে আসবে এ ধরনের
অসময়ের জলসার উদ্যোগ। সম্প্রতি ঊনকোটি জেলায়ও কয়েকদিন ব্যাপী এ ধরনের জলসার আয়োজন করা করা হয়।দেশের বেশ কয়েকজন প্রখ্যাত শিল্পী ও প্রতিবেশী দেশ থেকে শিল্পী আনিয়ে জলসার আসরে সঙ্গীত পরিবেশন করা হয়। পরীক্ষার্থী থেকে অভিভাবকদের অভিমত তারা এ ধরনের জলসার উদ্যোগের বিরোধী নন।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মরশুমে এ ধরনের উদ্যোগ বেমাননা ও উদ্যোক্তাদের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বহন করে বলে পরীক্ষার্থী থেকে অভিভাবকদের অভিমত।পরীক্ষার্থী থেকে অভিভাবকদের অভিমত, এসময়ে পরীক্ষার্থীরা নিরিবিলি ও শান্ত পরিবেশে থেকে পড়াশোনা মনোসংযোগ করে ভালো ফলাফল ও ভবিষ্যৎ গড়ায় আসায়। রাজ্যের বিভিন্ন স্থানে একের পর এক মেলা ও উৎসবের নামে সঙ্গীতের আসরের আড়ালে জলসার আয়োজনে পরীক্ষার্থী থেকে অভিভাবক এমনকী সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ শুধু ক্ষুব্ধই নয় প্রশাসনের এ ধরনের ভূমিকায় ও উদ্যোগে বিরক্ত ও হতাশও।এদিকে, আগামী ২৯ ফেব্রুয়ারী ও ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে উত্তর-পূর্বাঞ্চলের যুব উৎসবের মিউজিক কনসার্ট এর আড়ালে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে (আস্তাবল মাঠে)সন্ধ্যায় থেকে রাত পর্যন্ত জলসার আয়োজন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মরশুমে এ ধরনের সময় অনুপযোগী উদ্যোগ নিয়েও পরীক্ষার্থী ও অভিভাবক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। উদ্যোক্তাদের ভূমকা ও দায়িত্ব জ্ঞান নিয়ে নানা প্রশ্ন তুলেছে পরীক্ষার্থী,অভিভাবক মহল ও সাধারণ মানুষ।পরীক্ষা থেকে অভিভাবক মহলের দাবি উৎসব আয়োজনে তাদের তেমন কোনও আপত্তি নেই। তাদের আপত্তি রাতে জলসা নিয়ে।তাদের দাবি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মরশুমকে বাদ দিয়েও অন্য সময়েও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যেত। পরীক্ষার্থী থেকে অভিভাবক মহলের দাবি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মরশুমে এ ধরনের মেলা-উৎসব, জলসার আয়োজন সরকারী দপ্তর, নেতামন্ত্রী থেকে যে কোনও সংস্থা ও সংগঠন না করতে পারে-এ ব্যাপারে মুখ্যমন্ত্রী যেন কার্যকরী ভূমিকা গ্রহণ করেন।ইতিমধ্যে যদি কোনও সরকারী দপ্তর বা নেতা-মন্ত্রী থেকে সংস্থা সংগঠনে উদ্যোগ নিয়েও থাকে পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা তা বন্ধেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে মুখ্যমন্ত্রী প্রতি আবেদন জানিয়েছেন পরীক্ষার্থী,অভিভাবক মহল থেকে সাধারণ মানুষ। উল্লেখ্য, ইতিমধ্যে সিবিএসসি পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে।শীঘ্রই শুরু হবে ত্রিপুরা বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা।

Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

12 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

12 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

13 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

2 days ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

2 days ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

3 days ago