Categories: খেলা

মেসি দলের অভিভাবকঃ স্কেলোনি

এই খবর শেয়ার করুন (Share this news)

আর্জেন্টিনা দলে মেসির ভূমিকা কী ? এর উত্তরে দলের কোচ লিওনেল স্ক্যালোনি সময় নষ্ট না করেই বলেছিলেন , ‘ মেসি দলের অভিভাবক । ‘ কথাটা আদ্যন্তই সত্যি । বিশ্বমানের খেলোয়াড় হলেই যে মাঠে গোল করবে সেই চিরাচরিত ভাবনাতে লিওনেল মেসি একেবারেই বিশ্বাস করেন না । আর তার প্রতিফলন আরও একবার পাওয়া গেল ওয়েম্বলি স্টেডিয়ামে । বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যেও সেরা যে মেসি সেটার অন্যতম কারণ দলকে আগলে রাখার ক্ষমতা । মেসি আত্মকেন্দ্রিক নন , দেশকে জেতাতে তিনি যে কোনও মূল্যে দলকে সাহায্য করতে প্রস্তুত । আর এখানেই মেসি বাকিদের থেকে আলাদা । এখন তার বয়স ৩৪। কিন্তু বয়স যত বাড়ছে যত যেন তার মধ্যে আরও পরিণত বোধ দেখা দিচ্ছে । যে বার্সেলোনা ক্লাবে রোনাল্ডিনহো , জাভি , ইনিয়েস্তাদের ছায়ায় ধীরে ধীরে আজকের এই জায়গায় পৌঁছেছেন মেসি , আগামী প্রজন্মকে সেটাই ফিরিয়ে দিচ্ছেন তিনি । শুধু ফরোয়ার্ড নয় আর্জেন্টিনার রক্ষাকর্তা মেসি । আর্জেন্টিনা এইবারের আসরে বিশ্বকাপ জিতবে কিনা সেটা নিয়ে তর্ক হতে পারে ।

কিন্তু মেসি যেভাবে আর্জেন্টিনার তরুণ প্রজন্মদের নিয়ে এগিয়ে চলেছেন তা সতিই প্রশংসা পাওয়ার যোগ্য । আর্জেন্টিনা গত বৃহস্পতিবার লন্ডনের ওয়েম্বলিতে ৩-০ ব্যবধানে ইউরো চ্যাম্পিয়ানদের উড়িয়ে দিয়ে ফিনালিসসিমার শিরোপা জিতেছে । না মেসির নামের পাশে কোনও গোল নেই । কিন্তু তা সত্ত্বেও তিনিই ম্যাচের নায়ক । তার তৈরি করা বলেই দুটি গোল পেয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচের শেষে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি কিন্তু মেসির প্রশংসা করতে ভোলেননি । দিনে দিনে মেসি যে আরও পরিণত হচ্ছে সেই কথাও জানিয়েছেন তিনি । আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে বলতে গিয়ে স্ক্যালোনি সংবাদমাধ্যমের কাছে বলেছেন , ‘ মেসি তার খেলার আগের থেকে আরও উন্নতি করেছে । সঙ্গে আরও পরিণত হয়েছে । আগের থেকে মেসি আরও বেশি ধারাল । সে যেকোনও কাউকে পাস দেওয়ার ক্ষমতা রাখে । লিও জানে বলকে নিয়ে কী করতে হয় । মেসির বয়স বাড়লেও তার খেলার গ্রাফটা কিন্তু উত্তোরোত্তর বাড়ছে । ‘ ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা ব্যর্থ হওয়ার পর থেকেই দলের দায়িত্ব পেয়েছিলেন স্ক্যালোনি । আর তারপর থেকেই আর্জেন্টিনা ধীরে ধীরে সাফল্য পেতে শুরু করেছে আগের মতো ।

Dainik Digital

Recent Posts

আলু, ধান, সবজির সাথে ডাল চাষেও এগোচ্ছে ত্রিপুরা : রতন!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…

23 mins ago

চটকলের আখ্যান!!

সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…

54 mins ago

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

20 hours ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

1 day ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

2 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

2 days ago