মেয়াদ শেষের আগে নিদ্রাভঙ্গ টিসিএর

এই খবর শেয়ার করুন (Share this news)

তিন বছরের মেয়াদি কমিটির ছত্রিশ মাসের মধ্যে তেত্রিশ মাসই অতিক্রান্ত । বিদায়ের আগে টিসিএর বর্তমান কমিটির কি না মনে পড়লো তাদের বেতনভুক্ত কোচ , ফিজিওদের ফার্স্ট অ্যাড ট্রেনিংয়ের অন্যতম সিপিআর ট্রেনিং প্রয়োজন । যদিও এর আগে টিসিএর নজিরবিহীন ব্যর্থতায় মিঠন দেববর্মার পর কার্তিক সাহার মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের ক্রিকেট মাঠে বিনা চিকিৎসায় মর্মান্তিক মৃত্যু হয়েছে । অবশ্য কার্তিকের মৃত্যুর দশ মাস গেলেও প্রয়াত ক্রিকেটারের পরিবারের প্রতি নিজেদের প্রতিশ্রুতি পূরণ করেনি টিসিএ । তবে বিদায়ের আগে টিসিএর কোচ এবং ফিজিওদের কোচিংয়ের ফাস্ট অ্যাড ট্রেনিংয়ের অন্যতম সিপিআর কোর্সটি করার উদ্যোগ নিলো টিসিএ । ইণ্ডিয়ান রেডক্রস সোসাইটির উদ্যোগে আগামী ৮-১০ জুন তিনদিনের এই সিপিআর ট্রেনিং কোর্স অনুষ্ঠিত হবে । এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে হবে এই ট্রেনিং কর্মসূচি জানা গেছে , এই ট্রেনিং কর্মসূচির প্রথম পর্যায়ের এই ট্রেনিংয়ে টিসিএর কুড়িজন কোচ ছাড়াও ফিজিওরা অংশ নেবে ।

গত বছরের ষোল আগষ্ট টিসিএর অঘোষিত প্র্যাকটিসের সময় হৃদযন্ত্র বিকল হয়ে অকালে মৃত্যুবরণ করতে হয়েছিল কার্তিক সাহাকে । সেদিন মাঠে উপস্থিত টিসিএর কোচ , ট্রেনার কারোরই এই সিপিআর সম্পর্কে ন্যূনতম ধারনা বা পূর্ব অভিজ্ঞতা ছিল না বলেই দাবি । যে কারণে মাঠে অসুস্থ হয়ে পড়া কার্তিককে বাঁচাতে পারেনি কেউ । যদিও মাঠেই কার্তিককে বাঁচানোর জন্য সিপিআর দেবার আপ্রাণ চেষ্টা করেছিল এক সিনিয়র ক্রিকেটার অভিজিৎ চক্রবর্তী । কিন্তু প্র্যাকটিসের জন্য অভিজিৎ নিজেও প্রচণ্ড পরিশ্রান্ত ছিল । তাই দু’বার চেষ্টায় কার্তিকের শ্বাসপ্রক্রিয়া সাময়িক সচল করা গেলে তারপর আর সম্ভব হয়নি । হাসপাতালে নেবার পথেই সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল একটি তরতাজা ক্রিকেটারের হৃদকম্পন । তবে সূত্রে খবর , বিসিসিআইর নাকি গাইডলাইন রয়েছে যে , বোর্ডের যে কোনও লেভেল কোচের সিপিআর ট্রেনিং বাধ্যতামূলক । অর্থাৎ সিপিআর ট্রেনিং না থাকলে বোর্ডের কোনও লেভেল সার্টিফিকেট এখন দেওয়া হবে না । গত বছর টিসিএর বেশ কয়েকজন কোচ ও ক্রিকেটার বোর্ডের লেভেল সি পরীক্ষা দিয়েছে । সিপিআর কোর্স না করা থাকলে তাদের সি লেভেল সার্টিফিকেট দেওয়া হবে না । সম্ভবত তার জন্যই টিসিএর এই উদ্যোগ । দাবি ক্রিকেট মহলের ।

Dainik Digital

Recent Posts

কলকাতার আকাশে একঝাঁক ড্রোন!!

অনলাইন প্রতিনিধি :- কলকাতার আকাশে একঝাঁক রহস্যময় ড্রোন। ঘটনাটি ঘটে সোমবার। অন্তত আট থেকে দশটি…

15 mins ago

ফের ধ্বসে বিপর্যস্ত উত্তর সিকিম!!

অনলাইন প্রতিনিধি :-টানা বৃষ্টির কারণে ধ্বস নামে উত্তর সিকিমে ।এর জেরে বন্ধ লাচেন এবং লাচুংয়ের…

21 mins ago

টাটা গ্রুপের সাথে লিজ এগ্রিমেন্ট,কর্মসংস্থানের সৃষ্টি করবে পুষ্পবন্ত প্যালেস : মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-পুষ্পবন্ত প্যালেসে পাঁচতারা হোটেল নির্মাণ নিয়ে বহু জল্পনা হয়েছে। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছিলেন, হোটেল…

39 mins ago

উত্তরপ্রদেশে রাজধানী-সহ দুই ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা!!

অনলাইন প্রতিনিধি :-নাশকতার চেষ্টা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার…

23 hours ago

কার লাভ কার ক্ষতি!!

জন্মলগ্ন হইতে যে সংঘাত সংঘর্ষের সূচনা হইয়াছিল-দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে এই পর্বের তুমুল…

23 hours ago

দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে,জানাল কেন্দ্র!!

অনলাইন প্রতিনিধি :-বিগত কয়েক সপ্তাহে সিঙ্গাপুর এবং হংকংয়ে বাড়তে থাকা করোনা আক্রান্তদের সংখ্যা হু হু…

23 hours ago