মেয়াদ শেষের আগে নিদ্রাভঙ্গ টিসিএর

এই খবর শেয়ার করুন (Share this news)

তিন বছরের মেয়াদি কমিটির ছত্রিশ মাসের মধ্যে তেত্রিশ মাসই অতিক্রান্ত । বিদায়ের আগে টিসিএর বর্তমান কমিটির কি না মনে পড়লো তাদের বেতনভুক্ত কোচ , ফিজিওদের ফার্স্ট অ্যাড ট্রেনিংয়ের অন্যতম সিপিআর ট্রেনিং প্রয়োজন । যদিও এর আগে টিসিএর নজিরবিহীন ব্যর্থতায় মিঠন দেববর্মার পর কার্তিক সাহার মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের ক্রিকেট মাঠে বিনা চিকিৎসায় মর্মান্তিক মৃত্যু হয়েছে । অবশ্য কার্তিকের মৃত্যুর দশ মাস গেলেও প্রয়াত ক্রিকেটারের পরিবারের প্রতি নিজেদের প্রতিশ্রুতি পূরণ করেনি টিসিএ । তবে বিদায়ের আগে টিসিএর কোচ এবং ফিজিওদের কোচিংয়ের ফাস্ট অ্যাড ট্রেনিংয়ের অন্যতম সিপিআর কোর্সটি করার উদ্যোগ নিলো টিসিএ । ইণ্ডিয়ান রেডক্রস সোসাইটির উদ্যোগে আগামী ৮-১০ জুন তিনদিনের এই সিপিআর ট্রেনিং কোর্স অনুষ্ঠিত হবে । এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে হবে এই ট্রেনিং কর্মসূচি জানা গেছে , এই ট্রেনিং কর্মসূচির প্রথম পর্যায়ের এই ট্রেনিংয়ে টিসিএর কুড়িজন কোচ ছাড়াও ফিজিওরা অংশ নেবে ।

গত বছরের ষোল আগষ্ট টিসিএর অঘোষিত প্র্যাকটিসের সময় হৃদযন্ত্র বিকল হয়ে অকালে মৃত্যুবরণ করতে হয়েছিল কার্তিক সাহাকে । সেদিন মাঠে উপস্থিত টিসিএর কোচ , ট্রেনার কারোরই এই সিপিআর সম্পর্কে ন্যূনতম ধারনা বা পূর্ব অভিজ্ঞতা ছিল না বলেই দাবি । যে কারণে মাঠে অসুস্থ হয়ে পড়া কার্তিককে বাঁচাতে পারেনি কেউ । যদিও মাঠেই কার্তিককে বাঁচানোর জন্য সিপিআর দেবার আপ্রাণ চেষ্টা করেছিল এক সিনিয়র ক্রিকেটার অভিজিৎ চক্রবর্তী । কিন্তু প্র্যাকটিসের জন্য অভিজিৎ নিজেও প্রচণ্ড পরিশ্রান্ত ছিল । তাই দু’বার চেষ্টায় কার্তিকের শ্বাসপ্রক্রিয়া সাময়িক সচল করা গেলে তারপর আর সম্ভব হয়নি । হাসপাতালে নেবার পথেই সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল একটি তরতাজা ক্রিকেটারের হৃদকম্পন । তবে সূত্রে খবর , বিসিসিআইর নাকি গাইডলাইন রয়েছে যে , বোর্ডের যে কোনও লেভেল কোচের সিপিআর ট্রেনিং বাধ্যতামূলক । অর্থাৎ সিপিআর ট্রেনিং না থাকলে বোর্ডের কোনও লেভেল সার্টিফিকেট এখন দেওয়া হবে না । গত বছর টিসিএর বেশ কয়েকজন কোচ ও ক্রিকেটার বোর্ডের লেভেল সি পরীক্ষা দিয়েছে । সিপিআর কোর্স না করা থাকলে তাদের সি লেভেল সার্টিফিকেট দেওয়া হবে না । সম্ভবত তার জন্যই টিসিএর এই উদ্যোগ । দাবি ক্রিকেট মহলের ।

Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

8 hours ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

8 hours ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

11 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

11 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

11 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

11 hours ago