মেয়ের শবদেহ শনাক্ত করেছিলেন বাবা খোদ নিজেই, দুবছর পর বাড়ি ফিরল মৃত মেয়ে!!

এই খবর শেয়ার করুন (Share this news)

যার মৃত্যুশোকে কেঁদে একাকার ছিল বাড়ির লোক,যাকে মাথা থেঁতলে করা হল খুন! সেই নাকি দুবছর পর ফিরে এল বাড়িতে! বন্ধু আত্মীয় যারাই দেখছেন প্রত্যেকেই হতবাক হয়ে যাচ্ছেন। ২০২৩-এর সেপ্টেম্বর মাসে ললিতা নিখোঁজ হয়। কিছুদিন পর একটি ট্রাক দুর্ঘটনা ঘটে, যাতে মৃতের মাথা থেঁতলে যায়। সেই দেহ নিজের মেয়ের বলে শণাক্ত করেছিলেন ললিতার বাবা খোদ নিজেই। পায়ের কালো বেড়ি, হাতের ট্যাটু দেখেই দেহ চিনেছিলেন বাবা।
খুনের মামলাও দায়ের হয়। এরপর ললিতার শেষকৃত্য সম্পন্ন হয়। শুধু তাই নয়, ললিতার বাবার অভিযোগের ভিত্তিতে ইমরান, শাহরুখ, সোনু ও এজাজ নামে চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁরা জেল খাটছেন। হঠাৎ ‘ দিন দুয়েক আগে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন ললিতা। মান্দাসুর জেলায় তাঁকে দেখা যাওয়ার পরই চমকে উঠেন ললিতার বাবাও। সঙ্গে সঙ্গে থানায় ছোটেন তিনি। গান্ধী সাগর থানার পুলিশ কে সবটা জানায় ললিতার বাবা। তারপরই পুলিশ তদন্ত শুরু করে জানতে পায়, ললিতা খুন হননি, নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে গিয়েছিলেন। ললিতা পুলিশকে বয়ান দিয়েছে, শাহরুখ নামে এক ব্যক্তি তাঁকে ভানপুরায় নিয়ে ৫ লাখ টাকার বিনিময়ে এক ব্যাক্তির কাছে বিক্রি করে দিয়েছে। সেই ব্যক্তি ললিতাকে রাজস্থানের কোটায় নিয়ে চলে যায়, যেখানে ১৮ মাস ছিলেন তিনি। তাঁর কাছে মোবাইল না থাকায় তিনি যোগাযোগ করতে পারেননি কারও সঙ্গে। কোনক্রমে পালিয়ে বাড়ি ফিরে এসেছেন তিনি। আধার কার্ড দিয়ে নিজের পরিচয়ও দেন তিনি।
পুলিশ সুপার পদ্মবিলোচন শুক্লা জানিয়েছেন, আগে ওই মহিলার ডিএনএ পরীক্ষা করা হবে, তারপরই নিশ্চিত হওয়া যাবে। আর তা নিশ্চিত হয়ে গেলেই অভিযুক্তদের ছেড়ে দেওয়া হবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

স্কুলে ২৫ জন শিশুর হাতে ব্লেডের আঘাত!!

অনলাইন প্রতিনিধি :-পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম এই চার শ্রেণি মিলিয়ে ২৫ জন ছাত্রের হাতে…

8 hours ago

জিবি হাসপাতালে ক্যান্টিন ভাড়ার ১ কোটি টাকা কোষাগারে জমা পড়েনি!!

অনলাইন প্রতিনিধি :-জিবি হাসপাতালে ক্যান্টিনের ঘর ভাড়া দিয়ে প্রায় এক কোটি টাকা না মিটিয়ে দিয়ে…

1 day ago

ধসে পড়া সুড়ঙ্গে ভেসে উঠল দ্বিতীয় মৃতদেহ!!

অনলাইন প্রতিনিধি :-৩০ দিন অতিক্রান্ত।কিন্তু তেলেঙ্গনার সেই সুড়ঙ্গ নিয়ে কাটছে না জট।তারই মধ্যে আবার সুড়ঙ্গ…

1 day ago

ডার্ক চকোলেট কি ডায়াবেটিসের ঝুঁকি কমায়?

ডায়াবেটিসকে বলা হয় মাদার অব ডিজিজ।কারণ এই রোগের হাত ধরে শরীরে আরও অনেক স্বাস্থ্য জটিলতা…

1 day ago

নতুন রেখাপাত!!

অবিভক্ত ভারতবর্ষে মোঘল সাম্রাজ্যের শাসনামলে যিনি সবচেয়ে অ প্রভাবশালী শাসক হিসাবে ইতিহাসে পরিচিতি পেয়েছিলেন তিনি…

1 day ago

বিধানসভায় নজিরবিহীন বাগ্বিতণ্ডা,দিশাহীন কসমেটিক লাগানো বাজেট, বিধানসভায় জিতেন্দ্র!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাজ্যবিধানসভায় আরও এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়ে রইলো।বাজেটের উপর সাধারণ আলোচনায় রাজ্য…

2 days ago