মে মাসে জিএসটি জমা ১৬ শতাংশ কমেছে
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের গত সপ্তাহে এক রিপোর্টে দেখা গেছে এবছরের মে মাসে জিএসটি জমা পড়েছে ১.৪ লাখ কোটি টাকার উপর। বিগত বছরের মে মাসের জমার চাইতে ৪৩ শতাংশ বেশি জমা পড়েছে এবছরের মে মাসে। বিগত বছরে জিএসটি বাবদ আদায়ের এই অংক ছিল ৯৮,০০০ কোটি টাকার আশেপাশে। তবে এবছরের এপ্রিল মাসের তুলনায় ষোল শতাংশ কম জিএসটি আদায় হয়েছে মে মাসে। এপ্রিল মাসে জিএসটি আদায়ের অংক ছিল ১.৬৮ লাখ কোটি টাকা। এদিকে, এই প্রথম জিএসটি বাবদ জমা ১.৪ লাখ কোটির মার্ক অতিক্রম করেছে। জিএসটি জমার এই সাফল্যের পেছনে রয়েছে অর্থনীতির পুনরুদ্ধার। এমনটাই অভিমত বিশেষজ্ঞদের। মে মাসে দ্রব্যের আমদানি থেকে রেভিনিউ ৪৩ শতাংশ বেড়েছে এবং দেশের মধ্যে লেনদেন থেকে ( যার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সেবার আমদানি) রেভিনিউ ৪৪ শতাংশ বেড়েছে বিগত বছরের একই মাসের তুলনায়।