মৈত্রী বাস চালু হচ্ছে ১০ জুন

 মৈত্রী বাস চালু হচ্ছে ১০ জুন
এই খবর শেয়ার করুন (Share this news)

আগরতলা- কলকাতা ভায়া ঢাকা সড়কপথে যাতায়াতে আন্তর্জাতিক মৈত্রী বাস পরিষেবা আগামী ১০ জুন পুনরায় চালু হচ্ছে। গত ২৮ এপ্রিল চালু হবে বলে সেই সময় পরিবহন দপ্তর ও টিআরটিসি সব প্রস্তুতি নিয়েও ভারত ও বাংলাদেশের অনুমতির বিষয়ে পরিষ্কারভাবে কিছু উল্লেখ না থাকায় বাস পরিষেবার উদ্বোধন শেষ পর্যন্ত স্থগিত রাখা হয়। এখন দুই দেশের অনুমতির পরিষ্কার হয়ে যাওয়ায় আগামী ১০ জুন থেকে পুনরায় টিআরটিসির মৈত্রী বাস চালু করার সিদ্ধান্ত নেয় রাজ্য পরিবহণ দপ্তর ও টিআরটিসি। শুক্রবার পরিবহণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এল এইচ ডার্লং জানান, ১০ জুন মৈত্রী বাস চালু হচ্ছে জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে। এদিকে আগামী ১ জুন থেকে কৃষ্ণনগরস্থিত টিআরটিসি আন্তর্জাতিক বাস টার্মিনালের কাউন্টারে বাস টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের পাসপোর্ট ও ভিসা লাগবে মৈত্রী বাসে যাতায়াতে। আগরতলা থেকে ঢাকার ভাড়া হলো যাত্রীপিছু বাংলাদেশের ট্র্যাভেল ট্যাক্স সহ ১০০০ টাকা। আগরতলা থেকে কলকাতা পর্যন্ত ভাড়া হলো বাংলাদেশের ট্র্যাভেল ট্যাক্স সহ ২৩০০ টাকা। ঢাকা থেকে কলকাতার ভাড়া হলো ১৩০০ টাকা। কলকাতা ও ঢাকা থেকে আগরতলায় ফেরার ক্ষেত্রেও একই ভাড়া পড়বে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.