মোদিকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর !!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- সংসদীয় নেতা হিসাবে নির্বাচিত হওয়ার পর শুক্রবার নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। নয়াদিল্লীর পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে আয়োজিত বৈঠকে মোদিকে জয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ডা. সাহা। আগামী দিনে তাঁর হাত ধরে দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ার জন্য এদিন মুখ্যমন্ত্রী ডা.. সাহাকে কুর্নিশ জানান নরেন্দ্র মোদি। তিনি রাজ্যের মানুষের প্রতিও কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন।গত চার জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। ফলাফলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফলে ২৯৩ আসন – পেয়েছে। বিজেপি একক ভাবে – পেয়েছে। ২৪০ আসন। সেদিনই – নিশ্চিত হয়ে যায় দেশের প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের মতো শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। সে মোতাবেক শরিকদের নিয়ে কয়েক দফায় আলোচনা হয়। এরপর শনিবার অনুষ্ঠিত হয় এনডিএ-র সংসদীয় নেতা নির্বাচিত করার বৈঠক। আর প্রত্যাশিত ভাবেই বৈঠকে সংসদীয় নেতা হিসাবে নির্বাচিত হন নরেন্দ্র মোদি।বৈঠকে ভারতীয় জনতা পার্টি এবং সহযোগী দলগুলির লোকসভা সাংসদদের পাশাপাশি ‘আমন্ত্রিত’তালিকায় ছিলেন রাজ্যসভার সাংসদদেরাও। আমন্ত্রিতের তালিকায় ছিলেন বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। যথারীতি আমন্ত্রিত অতিথি হিসাবে ত্রিপুরা থেকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহাও। আর সেখানেই সংসদীয় নেতা হিসাবে নির্বাচিত হওয়ার জন্য নরেন্দ্রমোদিকে শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানান মুখ্যমন্ত্রী ডা. সাহা। এদিনের বৈঠকে প্রদেশ বিজেপি এ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের দুই নবনির্বাচিত সাংসদ পশ্চিম আসনের ২ বিপ্লব কুমার দেব এবং পূর্ব আসনের কৃতি সিং দেববর্মণ, তিপ্রা মথা চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মণ,আইপিএফটি চেয়ারম্যান প্রেম কুমার – রিয়াংও উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় – জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি – জেপি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গড়কড়ি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, শরিক দল – টিডিপির প্রধান চন্দ্রবাবু নাইডু ওজেডিইউর সভাপতি নীতীশ কুমার সহ শীর্ষ স্তরের নেতৃত্ব। এদিন বৈঠকের শুরুতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা দলের সংসদীয় নেতা হিসাবে মোদির নির্বাচিত হওয়ার কথা ঘোষণা করেন। পরে রাজনাথ সিংহ এনডিএ-র সংসদীয় নেতা হিসাবে নরেন্দ্র মোদির নাম প্রস্তাব করেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

23 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

23 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago