অনলাইন প্রতিনিধি :- সংসদীয় নেতা হিসাবে নির্বাচিত হওয়ার পর শুক্রবার নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। নয়াদিল্লীর পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে আয়োজিত বৈঠকে মোদিকে জয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ডা. সাহা। আগামী দিনে তাঁর হাত ধরে দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ার জন্য এদিন মুখ্যমন্ত্রী ডা.. সাহাকে কুর্নিশ জানান নরেন্দ্র মোদি। তিনি রাজ্যের মানুষের প্রতিও কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন।গত চার জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। ফলাফলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফলে ২৯৩ আসন – পেয়েছে। বিজেপি একক ভাবে – পেয়েছে। ২৪০ আসন। সেদিনই – নিশ্চিত হয়ে যায় দেশের প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের মতো শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। সে মোতাবেক শরিকদের নিয়ে কয়েক দফায় আলোচনা হয়। এরপর শনিবার অনুষ্ঠিত হয় এনডিএ-র সংসদীয় নেতা নির্বাচিত করার বৈঠক। আর প্রত্যাশিত ভাবেই বৈঠকে সংসদীয় নেতা হিসাবে নির্বাচিত হন নরেন্দ্র মোদি।বৈঠকে ভারতীয় জনতা পার্টি এবং সহযোগী দলগুলির লোকসভা সাংসদদের পাশাপাশি ‘আমন্ত্রিত’তালিকায় ছিলেন রাজ্যসভার সাংসদদেরাও। আমন্ত্রিতের তালিকায় ছিলেন বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। যথারীতি আমন্ত্রিত অতিথি হিসাবে ত্রিপুরা থেকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহাও। আর সেখানেই সংসদীয় নেতা হিসাবে নির্বাচিত হওয়ার জন্য নরেন্দ্রমোদিকে শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানান মুখ্যমন্ত্রী ডা. সাহা। এদিনের বৈঠকে প্রদেশ বিজেপি এ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের দুই নবনির্বাচিত সাংসদ পশ্চিম আসনের ২ বিপ্লব কুমার দেব এবং পূর্ব আসনের কৃতি সিং দেববর্মণ, তিপ্রা মথা চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মণ,আইপিএফটি চেয়ারম্যান প্রেম কুমার – রিয়াংও উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় – জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি – জেপি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গড়কড়ি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, শরিক দল – টিডিপির প্রধান চন্দ্রবাবু নাইডু ওজেডিইউর সভাপতি নীতীশ কুমার সহ শীর্ষ স্তরের নেতৃত্ব। এদিন বৈঠকের শুরুতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা দলের সংসদীয় নেতা হিসাবে মোদির নির্বাচিত হওয়ার কথা ঘোষণা করেন। পরে রাজনাথ সিংহ এনডিএ-র সংসদীয় নেতা হিসাবে নরেন্দ্র মোদির নাম প্রস্তাব করেন।
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…