মোদিকে আপনার মতামত জানান!!
অনলাইন প্রতিনিধি :-বিকশিত ভারত কেমন হওয়া উচিত? বিকশিত ভারত নির্মাণের সংকল্প পত্রে কি কি বিষয় থাকা জরুরি? তা লিখে পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সেই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো শুক্রবার। এদিন আগরতলা টাউনহলের সামনে থেকে একটি প্রচার গাড়ির সূচনা করা হয়। এই গাড়ি বিকশিত ভারতের সংকল্প পত্রের জন্য মতামত প্রদানের বাক্স নিয়ে সারারাজ্য ঘুরবে। জনপ্রতিনিধি থেকে সাধারণ মানুষ সকলেই তাদের মতামত পাঠাতে পারবে। সারাদেশ থেকে সেই মতামত যাবে দিল্লি। সেখান থেকে বাছাই করে তৈরি করা হবে বিকশিত ভারতের সংকল্প পত্র।