মোদির জন্মদিনে বে- রোজগার দিবস!!
অনলাইন প্রতিনিধি :-রবিবার সারাদেশের সঙ্গে রাজ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে বে- রোজগার দিবস হিসেবে পালন করল রাজ্য যুব কংগ্রেস। এদিন কংগ্রেস ভবন সামনে বিক্ষোভ প্রদর্শন করে যুব কংগ্রেস কর্মীরা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে।
যুব কংগ্রেস রাজ্য সভাপতি রাখু দাস বলেন, নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে দুই কোটি চাকরি দেওয়া হবে। কোথায় গেল সেই প্রতিশ্রুতি? নয় বছরে মাত্র ৭ লক্ষ ২২ হাজার চাকরি দিয়েছে মোদি সরকার। এ রাজ্যেও বিভিন্ন শূন্য পদ পড়ে আছে, কিন্তু বিজেপি সরকার তা পূরণ করছে না।