মোদির নেতৃত্বে বিশ্বে শক্তিধর প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে ভারত, গুজরাটে বিপ্লব!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। গুজরাটের সুরাটে ত্রিপুরেশ্বরী মায়ের নামে উৎসর্গিত, জনকল্যাণ শিবশক্তি মহাযজ্ঞে অংশ গ্রহন করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেব l হরি ওঁম মহারাজের আমন্ত্রণে শুক্রবার রাতে সুরাটে প্রায় ২৫ হাজার শ্রদ্ধালুদের উপস্থিতিতে প্রকৃতি ও জীবকুলের সুরক্ষার্থে আয়োজিত এই আধ্যাত্মিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলের মঙ্গলার্থে প্রার্থনা করেন l এই মহতি পুন্যযজ্ঞে সম্বর্ধনার জোয়ারে ভাসলেন বিপ্লব কুমার দেব l তাকে নিয়ে উপস্থিত হাজারো ভক্তদের মধ্যে ছিল স্বতঃস্ফূর্ততা
আসন্ন ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে গুজরাট বিধানসভা নির্বাচন l অর্চনার পাশাপাশি এই ধর্মীয় সমাগমে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় আধ্যাত্মিকতার পরিমন্ডল বিকশিত হওয়ার প্রসঙ্গ টেনে শ্রী দেব বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ l তিনি বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সর্বাঙ্গীন সমৃদ্ধির পথ খুঁজে পেয়েছে । বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই শক্তিশালী ভারত। বিশ্বের অন্যান্য দেশের সামনেও সাফল্য এবং অত্যাধুনিকীকরনের নিরিখে শক্তিধর প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে l বিশ্ব আঙ্গিনায় ভারত এক সম্মানজনক পরিচিতি পেয়েছে l সমগ্র দেশ এখন বিগত দিনের সমস্ত সংকীর্ণ ভিন্নতার ঊর্ধ্বে উঠে এক ধারায় পরিচালিত হচ্ছে l বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে একের পর এক প্রাপ্তির পালক যুক্ত হচ্ছে ভারতের সাফল্যের মুকুটে ।
বিপ্লব কুমার দেব আরও বলেন, ঐক্য ও সৌভাতৃত্বের অগ্রণী পথিকৃত, লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেল ও মহাত্মা গান্ধীজির মত দুরদর্শী মহান ব্যক্তিত্ব-র জন্মভূমি গুজরাট l এই প্রদেশের মানুষ সচেতন l গণতান্ত্রিক আস্থায় নির্বাচিত গুজরাটের মুখ্যমন্ত্রী ও পরবর্তী সময়ে সমগ্র দেশবাসীর হৃদয়ে স্থান করে নেওয়া বর্তমানে প্রধানমন্ত্রী মোদীজি, ভারতকে গৌরবের শিখরে নিয়ে গিয়েছেন l একজন যশস্বী রাষ্ট্রনেতা রূপে – দীর্ঘ প্রতীক্ষিত কাশ্মীর সমস্যা সমাধান, রাম মন্দির বিতর্কের অবসান সহ তিন তালাকের অশুভ আঁধার থেকে মহিলাদের মুক্তি দেওয়ার মত একাধিক বলিষ্ঠ পদক্ষেপের দ্বারা রাষ্ট্রীয় একতা, শান্তি ও সৌভ্রাতৃত্বকে সুনিশ্চিত করেছেন।