Categories: দেশ

মোদির রোজগার মেলা,নিয়োগপত্র পেলেন ৭১ হাজার

এই খবর শেয়ার করুন (Share this news)

আবার রোজগার মেলা। এবার ৭১ হাজার কর্মপ্রার্থীকে তুলে দেওয়া হলো সরকারী চাকরির নিয়োগপত্র।অক্টোবর মাসেই ৭৫ হাজার এরকমই চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। বস্তুত ২০২৪ সালের আগে মোদি সরকার কুশলী প্ল্যান নিয়েছে কর্মসংস্থান নিয়ে সরকারের প্রচারের।জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে আলোচনা করে ঘোষণা করেছিলেন আগামী দেড় বছরের মধ্যে ১০ লক্ষ সরকারী চাকরি প্রি দেওয়া হবে।দেশজুড়ে কেন্দ্রীয় সরকারী চাকরিতে শূন্যপদের সংখ্যা ছিল ৯ লক্ষ ৭৯ হাজার।দেড় বছরের মধ্যে ১০লক্ষ সরকারী চাকরির প্রতিশ্রুতির উদ্দেশ্য হলো ঠিক ২০২৪ সালের লোকসভা ভোটের প্রাক্কালে সরকার প্রচার করতে পারবে যে দেড় বছরের মধ্যেই ১০ লক্ষ চাকরি দেওয়া হয়েছে। ফলে আগামীদিনে আরও এরকম লক্ষ লক্ষ সরকারী চাকরি হবে।রোজগার মেলার এই অভিনব পরিকল্পনার কারণ হলো, আনুষ্ঠানিকভাবে সরকারী চাকরির – নিয়োগপত্র দেওয়া। এতকাল ধরে – সরকারী চাকরির পরীক্ষা হয়েছে।তারপর ইন্টারভিউ হয়েছে। মেডিকেল টেস্ট হয়েছে। যারা সফল হয়েছে প্রতিটি ধাপে,তাদের চাকরি হয়েছে।সফলদের বাড়িতেই নিয়োগপত্র পৌঁছে যায়।তারপর তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়। অর্থাৎ প্রশিক্ষণ।এরপর তাদের যথাবিহিত প্রক্রিয়ায় নির্দিষ্ট দপ্তরে পাঠানো হয় কর্মী হিসেবে।যা স্বাভাবিক একটি প্রক্রিয়া।এবার মোদি সরকার সম্পূর্ণ প্রচারধর্মী প্রক্রিয়া গ্রহণ করেছে।অর্থাৎ ঠিক সেই পদ্ধতিতেই চাকরি হচ্ছে।শুধু নিয়োগপত্র যখন দেওয়া হচ্ছে, সেটা খোদ প্রধানমন্ত্রীকে দিয়ে ঘোষণা করা হচ্ছে।অর্থাৎ কত চাকরি হচ্ছে সেটা এতকাল শুধু‍ই থেকেছে একটি সরকারী পরিসংখ্যান হিসেবে।এবার সেটিই জোরকদমে প্রচারের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে হাই ভোল্টেজ অনুষ্ঠান করা হচ্ছে।যা বিরোধীদের যথেষ্ট কোণঠাসা করেছে।কারণ,বিরোধীদের দাবি কর্মসংস্থান হচ্ছে না।আর এভাবে রাজ্যে রাজ্যে রোজগার মেলার আয়োজন করে কেন্দ্র বার্তা দিচ্ছে প্রায় প্রতি মাসেই কর্মসংস্থান হচ্ছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেছেন,সরকারী চাকরির পাশাপাশি আগামীদিনে মেক ইন ইণ্ডিয়া হতে চলেছে দেশের প্রধান কর্মসংস্থানের মাধ্যম।কারণ কয়েক বছরের মধ্যেই ভারত হবে অন্যতম প্রধান উৎপাদন কেন্দ্র।২০২৫ সালের মধ্যে একঝাঁক ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদনের প্রধান কেন্দ্র হবে ভারত। প্রধানমন্ত্রী বলেন, রোজগার মেলার পাশাপাশি কর্মযোগী প্রারম্ভ নামক একটি অনলাইন প্রশিক্ষণ প্ল্যাটফর্ম নির্মাণ করা হচ্ছে।অর্থাৎ নতুন চাকরি পাওয়ার পর তাদের কর্মজগতে প্রবেশ করার আগে প্রশিক্ষণ নিতে হবে, তারা অনলাইনে সেই ক্ষেত্রে নথিভুক্ত হয়ে যাবে। আগামী এক বছরের মধ্যেই মোট ১০ লক্ষ পদের পূরণ হবে বলে সরকার জানিয়ে দিয়েছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

4 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago