Categories: দেশ

মোদির হাত ধরে ছুটলো ৫ বন্দে ভারত।

এই খবর শেয়ার করুন (Share this news)

মঙ্গলবার ভোটমুখী মধ্যপ্রদেশে পাঁচটি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোপালের রাণী কমলাপতি রেলওয়ে স্টেশনে সবুজ পতাকা নেড়ে ভোপাল থেকে ইন্দোরগামী এবং ভোপাল থেকে জব্বলপুরগামী দুটি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন মোদি। আরও তিনটি ট্রেনের ভার্চুয়াল উদ্বোধন করা হয়। ট্রেনগুলো উদ্বোধনের পর দলীয় একটি কর্মসূচিতেও অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। ‘মেরা বুথ সবসে মজবুত’ কর্মসূচিতে অংশ নিয়ে বিরোধীদের একহাত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, সম্প্রতি পাটনায় বিরোধীদলীয় নেতারা বিজেপি বিরোধী একটি সংযুক্ত ফ্রন্ট গঠনের লক্ষ্য নিয়ে সমবেত হয়েছিলেন। তারা আর কিছু করতে না পারুক কম করেও ২০ লক্ষ কোটি টাকার দুর্নীতির নিশ্চয়তা অবশ্যই দিতে পারবে।বিহারের আরজেডি থেকে তামিলনাড়ুর ডিএমকে – সবকয়টি রাজনৈতিক দলই দুর্নীতির পঙ্কে আকণ্ঠ নিমজ্জিত। সাম্প্রতিক সময়ে বিজেপির বিরুদ্ধে এই রাজনৈতিক দলগুলো যে অস্থিরতা এবং অস্বস্তি প্রদর্শন করছে তা ২০১৪ কিংবা ২০১৯ সালেও দেখা যায়নি। একদা একে অপরকে শাপশাপান্ত করা রাজনৈতিক দলগুলোই এখন একে অপরের সামনে নতজানু হয়ে সহযোগিতা চাইছে। নরেন্দ্র মোদি বলেন, এটা তাদের বাধ্যবাধকতা এবং তাদের কাজকর্ম থেকে স্পষ্টরূপেই প্রতীত হয় দেশের মানুষ ফের বিজেপিকে বিপুল জয় এনে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। নরেন্দ্র মোদি বলেন, বর্তমান সময়ে নতুন একটি শব্দ জনপ্রিয়তা লাভ করছে। সেটি হলো গ্যারান্টি। এই দলগুলো একমাত্র লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গ্যারান্টি দিতেই সক্ষম। পাটনায় বিরোধী দলগুলোর বৈঠককে কটাক্ষ করে নরেন্দ্র মোদি বলেন, কিছুদিন আগেই পাটনাতে একটি ফটো সেশন অনুষ্ঠিত হলো। ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে তাতে অংশগ্রহণকারীরা কম করেও ২০ লক্ষ কোটি টাকার ঘোটালার নিশ্চয়তা দিতে সক্ষম। শুধুমাত্র কংগ্রেসের করা ঘোটালার মূল্যই কয়েক লক্ষ কোটি টাকার সমান। এর মধ্যে রয়েছে ১.৮৬ লক্ষ কোটি টাকার কয়লা দুর্নীতি, ১.৭৪ লক্ষ কোটি টাকার ২জি দুর্নীতি, ৭০,০০০ কোটি টাকার কমনওয়েলথ দুর্নীতি এবং ১০,০০০ কোটি টাকার এম এন রেগা দুর্নীতি। হেলিকপ্টার থেকে ডুবোজাহাজ – এমন কোনও ক্ষেত্র নেই যেখানে কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত হাত পৌঁছায়নি। কংগ্রেসের দলীয় প্রতীক হাতকে এভাবেই কটাক্ষ করেন নরেন্দ্র মোদি। আরজেডি, তৃণমূল কংগ্রেস, ডিএমকের মতো দলগুলোও লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি করেছে।এই তালিকা এতই দীর্ঘ যে আদালতও এখন বিরক্ত হয়ে পড়েছে। শাস্তির অপেক্ষায় এই দলগুলোর বহু নেতা ও কর্মী।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

সব দেশের জন্য আকাশসীমা বন্ধ করে দিল পাকিস্তান!!

অনলাইন প্রতিনিধি :-সমস্ত দেশের জন্যই আকাশসীমা বন্ধ করল পাকিস্তান। আপাতত ৪৮ ঘণ্টার জন্য এই সিদ্ধান্ত…

6 hours ago

পঞ্জাব-রাজস্থানে হাই অ্যালার্ট জারি, বন্ধ স্কুল!!

অনলাইন প্রতিনিধি :-পঞ্জাব এবং রাজস্থানে হাই অ্যালার্ট জারি করা হলো। পাকিস্তানের সঙ্গে ৫৩২ কিলোমিটার সীমান্ত…

6 hours ago

স্কুল কলেজ ভেঙ্গে দিল পাকিস্তান!!

পুঞ্চে অবস্থিত ‘দারউল-মদিনা ইংরেজি স্কুল’। সেখানে পড়াশোনা করেন প্রচুর পড়ুয়ারা। তার পাশেই অবস্থিত বিএড কলেজ।…

7 hours ago

সর্বদলীয় বৈঠকে বড় বার্তা রাজনাথের!!

২৫ মিনিটের অভিযানেই ধ্বংস করা হয়েছে নয় জঙ্গিঘাঁটি। নিকেশ করা হয়েছে একশোর বেশি জঙ্গিকে। তবে…

7 hours ago

প্রতিরক্ষা কর্মীদের সুবিধা প্রদান এয়ার ইন্ডিয়ার!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার এয়ার ইন্ডিয়া গ্রুপ ঘোষণা করেছে যে, ৩১ মে, ২০২৫ পর্যন্ত ভ্রমণের তারিখ…

7 hours ago

পর্যালোচনা বৈঠক,পর্যটন কেন্দ্রের নির্মাণ কাজ দ্রুত শেষ করতে মন্ত্রীর নির্দেশ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের পর্যটনশিল্পের বিকাশে ছবিমুড়া, কৈলাসহরের সোনামুখী, চতুর্দশ দেবতা মন্দির ও কসবা কালী মন্দির…

8 hours ago