অনলাইন প্রতিনিধি :-কলকাতায় দলীয় প্রার্থীর প্রচারে এসে এবার সন্দেশখালি ইস্যুতে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। এদিন সকালে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে কলকাতার বিবেকানন্দ রোড থেকে একটি রোড শোতে অংশ নেন মুখ্যমন্ত্রী।
এই রোডশো-এর শেষে সন্দেশখালি ইস্যুতে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘সন্দেশখালিতে কী হচ্ছে সেটা সবাই জানেন।এখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এসব হচ্ছে।’ সাম্প্রতিককালে এই সন্দেশখালি নিয়ে বেশ কিছু ভিডিও প্রকাশ্যে এনেছে তৃণমূল।সেই ভিডিওতে বিজেপির এক মণ্ডল সভাপতিকেও দেখা গিয়েছে। আরও একটি ভিডিওতে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকেও দেখা গিয়েছে। যদিও এই ধরনের যে তিনটি ভিডিও প্রকাশ করা হয়েছে তার সত্যতা যাচাই করেনি দৈনিক সংবাদ।তবে এই ভাইরাল ভিডিও নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।সেই আবহে এবার সন্দেশখালি নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
এদিন তাপস রায়ের সমর্থনে কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে রোড শোতে অংশ নিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। সেই রোড শোতে অংশ নেওয়ার পরে মুখ্যমন্ত্রী ডা. সাহার দাবি, বাংলার মানুষও নরেন্দ্র মোদির গ্যারান্টির ওপর ভরসা করছেন। ডা. সাহা বলেন, ‘এর আগেও পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি ডা. সুকান্ত মজুমদারের সমর্থনে বাংলায় এসেছি। মালদা সহ বিভিন্ন জায়গায় নির্বাচনি প্রচারে অংশগ্রহণ করেছি। এবার আবার আমাদের প্রার্থী তাপস রায়ের সমর্থনে প্রচারে এলাম।এখানে মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি।মানুষ উন্নয়নের নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন করছেন এবং তার পাশে রয়েছেন।তিনি মানুষকে গ্যারান্টি দিচ্ছেন এবং সেই গ্যারান্টির বাতাবরণ এখানেও পরিলক্ষিত হচ্ছে।’এরপরেই ইন্ডি জোটকেও আক্রমণ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিরোধীদের ইন্ডি জোটে যারা আছেন তারা একসঙ্গে নেই। তাদের ইন্ডি জোটে কী হচ্ছে সেটা সকলেই জানেন।’ ত্রিপুরার প্রসঙ্গও উঠে এসেছে মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন, ‘ত্রিপুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ অনেক ভালো জায়গায় পৌঁছে গিয়েছে। প্রকৃত গণতন্ত্র এখন ত্রিপুরায় গেলে দেখতে পাবেন।’
মুখ্যমন্ত্রী ডা. সাহা এদিন সন্ধ্যায় পাঁচকুড়ি থেকে ধাপা মঠপুকুর পর্যন্ত একটি রোডশোতেও অংশ নেন। রোডশোতে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় ছাড়াও স্থানীয় নেতৃত্ব ছিলেন। রোড শোতে ব্যাপক জনসমাগম প্রত্যক্ষ করে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীদের ইন্ডি জোটে কি হচ্ছে সেটা সকলেই জানেন। তিনি আরও বলেছেন, মানুষ ভারতীয় জনতা পার্টির পাশে রয়েছে। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন করছেন। উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী সবসময় গ্যারান্টি দেন। আর সেই গ্যারান্টির বাতাবরণ প্রত্যক্ষ হচ্ছে পশ্চিমবঙ্গেও। প্রধানমন্ত্রী মোদি চাইছেন মানুষের আশীর্বাদ। এদিকে, বাঁকুড়া লোকসভা আসনের নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থী ডা. সুভাষ সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্য নিয়ে এদিন বাঁকুড়ার রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে জেলা কমিটির পদাধিকারী, বিভিন্ন মণ্ডলের মণ্ডল সভাপতি সহ সহযোগী শাখা-সংগঠনের পদাধিকারী এবং ইনচার্জদের নিয়ে আয়োজিত সাংগঠনিক বৈঠকে পৌরোহিত্য করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।এদিন বিকেলে বাঁকুড়া লোকসভার অন্তর্গত পঞ্চকোট পাহাড়ের দক্ষিণ পাদদেশে গড়পঞ্চকোটে ভারতীয় জনতা পার্টির দুই নং মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি সভায় অংশগ্রহণ করে সেখানে উপস্থিত তপশিলি জাতি ও জনজাতি অংশের জনগণের কাছে বিজেপি প্রার্থীর পক্ষে ভোট
চান মন্ত্রী।
দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…