মোদি জমানার ৮ বছর

এই খবর শেয়ার করুন (Share this news)

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি আট বছর পূর্ণ করলেন । ২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মোদি । এরপর আবার ২০১৯ সালে । গতকাল ২৬ মে ২০২২ ইং প্রধানমন্ত্রী হিসেবে মোদি আট বছর কার্যকাল পূর্ণ করেছেন । এই সময়ে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে । গত আট বছরে একদিকে মোদির রাজনীতি থেকে কূটনীতি যেমন প্রশংসা পেয়েছে । আবার তা নিয়ে প্রশ্ন উঠেছে দেশ ছাড়িয়ে দেশের বাইরেও । প্রধানমন্ত্রী হিসেবে মোদির এই আট বছর কার্যকালকে নিয়ে ইতিমধ্যে দেশব্যাপী রাজনৈতিক চাপান উতোর তুঙ্গে উঠেছে । বিজেপি ও কেন্দ্রীয় সরকার গোটা দেশব্যাপী ধুমধাম করে পালন করতে চলেছে মোদি সরকারের অষ্টম বর্ষপূর্তি । মোদ্দাকথা এক প্রকার দেশব্যাপী উৎসবের ডাক দিয়েছে । আগামী ৩০ মে থেকে ১৫ জুন পর্যন্ত দেশজুড়ে প্রবল জাঁকজমকের আয়োজন করতে চলেছে গেরুয়া শিবির । উৎসবের সূচনা কার্যত বুধবার থেকেই শুরু হয়ে গেছে । ‘ মোদি @ ২০ ড্রিমস মিট ডেলিভারি ’ বই প্রকাশ অনুষ্ঠানের মধ্য দিয়ে । বই প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়ে মোদি ভজনায় মজেছেন স্বয়ং উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু । জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গে তিনি তুলনা টেনেছেন প্রধানমন্ত্রীর ।

সাফ জানিয়েছেন , ‘ মোদি যে একজন অবিসংবাদী নেতা , তার চরম নিন্দুকও সেকথা স্বীকার করেন । । মহাত্মা গান্ধী যেভাবে স্বাধীনতা সংগ্রামকে অভিজাতদের হাত থেকে বের করে গণ আন্দোলনের রূপ দিয়েছিলেন , ঠিক সেভাবেই মোদি উন্নয়নমূলক প্রকল্পকে পরিণত করেছেন গণ উদ্যোগে । ‘ এখানেই শেষ নয় , ওই অনুষ্ঠানে হাজির হয়ে প্রধানমন্ত্রী মোদিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও । এহেন উৎসবের প্রাক্কালে দেশব্যাপী দলের প্রতিটি কমিটি ও ইউনিটকে বার্তা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । বলেছেন , আট বছরে ভারতবাসী বিশেষ করে গরিবের জীবন বদলে দিয়েছে মোদি সরকার । মানুষের কাছে গিয়ে একথা প্রচার করতে হবে । ৮ বছর- সেবা সুশাসন এবং গরিবকল্যাণ -এই ‘ শিরোনামকে সামনে রেখে পালিত হবে মোদি সরকারের অষ্টম বর্ষপূর্তি উৎসব । নির্ধারিত হয়েছে এই সময়ে সাধারণ মানুষের সাথে পঁচাত্তর ঘণ্টা কথা বলবেন বিজেপির প্রত্যেক নেতাকর্মী । এই নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের কারণ , চলতি বছরেই দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি । ‘ দেশকে রিপোর্ট কার্ড ’ শীর্ষক পুস্তিকা , প্রচার ভিডিও , দলীয় সঙ্গীত ইত্যাদি তৈরি করা হচ্ছে । দলীয় এমপিদের প্রতি নির্দেশ – গিয়েছে মানুষের বাড়ি বাড়ি যেতে হবে ।

কেন্দ্রীয় সরকার গত আট বছরে কত প্রকল্প গ্রহণ করেছে , কতগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে , তার বিস্তারিত ফিরিস্তি তুলে ধরতে । ইতিমধ্যে মোদি সরকারের ‘ আট বছরে আট বড় সিদ্ধান্ত ‘ শীর্ষক প্রচার গোটা দেশব্যাপী শুরু হয়ে গেছে । এই সিদ্ধান্তগুলির মধ্যে যেমন নোটবন্দি , সার্জিক্যাল স্ট্রাইক , জিএসটি লাণ্ড , তিন তালাক , ৩৭০ অনুচ্ছেদ এবং ৩৫ এ ধারা বাতিল , সিএএ আইন , কিষান সম্মান নিধি প্রকল্প , আয়ুষ্মান ভারত যোজনা । সব মিলিয়ে দেশবাসীকে বলা হবে , আট বছর পর ভারতে এসেছে অমৃতকাল ।কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে , মোদি জমানায় গত আট বছরে দেশবাসীর বাস্তব অভিজ্ঞতা কি ? তুল্যমূল্য বিচার যখন হবে , তখন ভালো মন্দ মিলিয়েই হয় । প্রথমত , ২০১৪ সালে যেসব প্রতিশ্রুতি দিয়ে মোদি ক্ষমতায় এসেছেন , বিশেষ করে দেশে ‘ বেকারত্ব ও মূল্যবৃদ্ধি ‘ রুখতে ‘ চরম ব্যর্থ ‘ । মূল্যবৃদ্ধির আগুনে দিশাহারা দেশের মানুষ । কর্মসংস্থানে বিপুল ঘাটতি । বাড়ছে বেকারত্ব । শেয়ার বাজারে ধস আটকানো যাচ্ছে না । বৈদেশিক মুদ্রার মজুত নিয়ে উঠেছে প্রশ্ন । সর্বকালীন অবনতি ঘটেছে টাকার বিনিময় মূল্যে । আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলির পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক পর্যন্ত বলছে জিডিপি বৃদ্ধি হার সন্তোষজনক নয় । আরও বাড়বে মুদ্রাস্ফীতির হার । মোদি জমানায় পেট্রোল , ডিজেল , রান্নার গ্যাস , ভোজ্য তেল , নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশছোঁয়া মূল্য বেড়েছে । বেড়েছে জীবনদায়ী ওষুধের মূল্য । বিরোধী দলগুলিও মোদি সরকারের আট বছরকে ‘ অপশাসন ’ আখ্যা দিয়ে আটটি দৃষ্টান্ত তুলে ধরেছে । তারা বলেছে – নোটবন্দি , কৃষি আইন নিয়ে কৃষকের সাথে বিশ্বাসঘাতকতা , বেকারত্ব , মুদ্রাস্ফীতি , পেগাসাস কেলেঙ্কারি , সিএএ – এনআরসি , করোনা মোকাবিলায় ব্যর্থতা । গত আট বছরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ সুদিন ’ এনে দিতে পারেননি । বরং বিজেপি জমানায় দেশের মানুষের কপালে জুটেছে শুধুই দুর্ভাগ্যে ।তবে যে যাই বলুক -দেশের মানুষই শেষ কথা বলবে।গণতান্ত্রিক ভারতের জণগণই আসল বিচারক।

Dainik Digital

Recent Posts

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা!!

অনলাইন প্রতিনিধি :-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলে পড়ল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি…

6 hours ago

রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে নীতিন সাক্ষাতে বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…

10 hours ago

ধান উৎপাদনে দেশে ষষ্ঠ স্থানে ত্রিপুরা, জমি ফেলে রাখবেন না কৃষকদের আহ্বান রতনের!!

অনলাইন প্রতিনিধি :-গ্রাম হলো আমাদের শক্তি,কৃষক আমাদের অন্নদাতা' এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের কৃষি ক্ষেত্রকে…

10 hours ago

এবার কি ইউসিসি?

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। রামমন্দির প্রতিষ্ঠা।তিন তালাক প্রথা বাতিল।নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ)। ওয়াকফ…

11 hours ago

ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…

1 day ago

না ফেরার দেশে পোপ ফ্রান্সিস!!

অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…

1 day ago