দেশ জুড়ে প্রধান চর্চা এবারের লোকসভা ভোটে উত্তরপ্রদেশে বিহারে,মহারাষ্ট্রে তেলেঙ্গানায় কী হবে।পশ্চিমবঙ্গেইবা কী হবে?বিজেপি কি তাদের গড় টিকিয়ে রাখতে পারবে, নাকি নরেন্দ্র মোদির বিজয়রথ আরও এগিয়ে যাবে তৃতীয়বারের মতো।কিন্তু এর মধ্যেই এক অদ্ভুত নিস্পৃহতা লক্ষ্য করা যাচ্ছে এক রাজ্য যেখানে গত পঁচিশ বছর ধরে গড় আগলে রেখে চলেছেন এক উচ্চশিক্ষিত নিপাট ভদ্রলোক ব্যক্তি।সেই রাজ্য নিয়ে কিন্তু মিডিয়ায় আলোচনা সেরকম কিছুই নেই।ওড়িশার কথা বলছি। জগন্নাথ ধামে এবার লোকসভার সাথে বিধানসভা ভোটও হচ্ছে।নবীন গড়ে এবার হানা দিয়েছেন স্বয়ং মোদি।মোদি শুধু হানাই দেননি,হুঙ্কার ছেড়েছেন রাজ্যে আগামী ১০ জুন বিজেপি সরকারের শপথও হবে।এবং সেটা নিশ্চিত।
মোদি কেন এত নিশ্চিত। সত্যি সত্যিই নবীনকে কি এবার পরাজয়ের মুখ দেখতে হবে।ওড়িশায় বিজেপি বনাম বিজেডি দ্বৈরথে মাঝখানে আরেক খেলোয়াড়ও রয়েছে- তা হল কংগ্রেস।
বিজু জনতা দলের সুপ্রিমো নবীন পট্টনায়েক সম্পর্কে জাতীয় রাজনীতিতে তেমন চর্চা হয় না,তেমনি ওড়িশার রাজনীতি নিয়েও দেশব্যাপী তেমন চর্চা হয় না।আঞ্চলিক দল বিজেডি প্রায় সবসময়ই মধ্যপন্থা অবলম্বন করে চলে।
নবীনবাবুর আদর্শ এ রকমই।তিনি কোনও রকম ঝুটঝামেলাহীন মানুষ। তাই কোনওরকম ঝামেলায় যেতে তিনি রাজি নন।কিন্তু কেন্দ্রে বিজেপি বিপদে পড়লে তিনি পরিত্রাতা হন।ফলে বিজেপিও তাকে কোনওরকম বিড়ম্বনায় ফেলে না।তেমনি নবীনবাবুও বিজেপিকে বিড়ম্বনায় ফেলেন না। অর্থাৎ একে অপরের পরিপূরক হিসাবেই তারা থাকতে পছন্দ করেন।কিন্তু এবারের লোকসভা ভোটে বিজেডির সাথে বিজেপির সমঝোতা হয়নি ওড়িশায়।ফলে সে রাজ্যে এবার বিজেপি-বিজেডি সম্মুখসমরে অবতীর্ণ।ওড়িশায় লোকসভার মোট আসন ২১। মাঝারি রাজ্য। একই সাথে বিধানসভার ভোট হচ্ছে এবার রাজ্যে। সম্প্রতি নরেন্দ্র মোদি ওড়িশায় গিয়ে নবীন পট্টনায়েককে নজিরবিহীনভাবে ব্যক্তিগত আক্রমণও করেছেন।একই সাথে মোদি হুঙ্কার ছেড়েছেন, দশ জুন রাজ্যে নয়া সরকারের শপথও হবে। অর্থাৎ একেবারে দিনক্ষণ বেঁধে দিয়েছেন মোদি।নবীন পট্টনায়েককে আক্রমণ করে মোদি আরও বলেছেন, না দেখে নবীন পট্টনায়েক তার রাজ্যে জেলা বা জেলা সদরের নামও বলতে পারবেন না। প্রধানমন্ত্রী মোদির নবীন পট্টনায়েককে এহেন আক্রমণ দেখে রাজনৈতিক মহল খানিকটা অবাকই হয়েছে।
দুদিন আগেও সংসদের ভেতরে, সংসদের বাইরে বিজেপির পাশে দাঁড়াতে দেখা গেছে নবীনবাবুকে। সেই নবীনবাবুকে কিনা তার গড়ে এসে এহেন আক্রমণ।যদিও চব্বিশ ঘন্টার মধ্যেই মোদিকে পাল্টা বিদ্ধ করেছেন নবীন পট্টনায়েক। ওড়িশার সংস্কৃতি, ওড়িশার প্রতি বঞ্চনা নিয়ে তীব্র আক্রমণ হেনেছেন নবীন পট্টনায়েক।পাল্টা মোদিকে বিদ্ধ করতে এবার নবীনের তাস ওড়িশার জাত্যাভিমান।কেন একজনকে ওড়িশা থেকে ভারতরত্ন দেওয়া হচ্ছে না?ওড়িশার বীরসন্তানরা কি ভারতরত্ন পাবার যোগ্য নন? এমনকী বিজু পট্টনায়েকও কি ভারতরত্নের যোগ্য নন এমন প্রশ্ন দিয়ে মোদিকে পাল্টা দেবার চেষ্টা করলেন নবীন পট্টনায়েক।নবীনের পঁচিশ বছরের রাজত্ব কি এবার শেষ হতে যাচ্ছে, নাকি নবীন সিকিমের পবন কুমার চামলিংয়ের রেকর্ড ছুঁতে চলেছেন।দেখা যাক এবার ওড়িশায় আগামী কয়েক দফার নির্বাচনে নবীন-মোদি দ্বৈরথ কোথায় গিয়ে ঠেকে।
দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…