Categories: দেশ

মোদি-হাসিনার বৈঠকে নজর আজ

এই খবর শেয়ার করুন (Share this news)

স্বার্থ দু পক্ষেরই রয়েছে । যা অত্যন্ত স্বাভাবিক । বিদেশনীতির কোনও স্থায়ী বন্ধু অথবা শত্রু হয় না । যা স্থায়ী , তা হল স্বার্থ । কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব কখনওই কালো ছায়ায় আচ্ছাদিত হয়নি । কখনও বেড়েছে । কখনও হয়তো সামান্য শীতলতা এসেছে , কিন্তু সম্পর্কের জানালা বন্ধ হয়নি । বিশেষ করে বিগত ১৩ বছরে শেখ হাসিনার আওয়ামি লীগ সরকারের আমলে এই ভারত ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত ৫০ বছরের মধ্যে সর্বোৎকৃষ্ট বললেও অত্যুক্তি হবে না । তার অন্যতম একটি প্রধান উদাহরণ হল , বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য এখন সর্বোচ্চ স্তর স্পর্শ করেছে আর্থিক লেনদেনের প্রেক্ষিতে । বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার এসে পৌঁছেছেন দিল্লীতে । এ দিন তিনি বিকালে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ।

তবে এই সফরের অন্যতম আলোচ্য ও চর্চার কেন্দ্রে বাংলাদেশের বিদেশমন্ত্রীর অনুপস্থিতি । শেষ মুহূর্তে তাকে প্রতিনিধি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সাম্প্রতিককালে এরকম নজির বিরল যে , বিদেশমন্ত্রীকে ছাড়াই কোনও প্রধানমন্ত্রী বিদেশ সফর করছেন এবং অন্য দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে একক বৈঠক করছেন । যদিও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেও শেখ হাসিনার সঙ্গে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের দিকেই লক্ষ্য দুই দেশের কূটনৈতিক মহলের । এই সফরের প্রাক্কালে কুশিয়ারা নদীর অন্তর্বর্তী জলবণ্টন নিয়ে চুক্তি স্বাক্ষর করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে সাম্প্রতিক যুগ্ম নদী কমিশনের বৈঠকে । সেই সিদ্ধান্ত অনুযায়ী এই সমঝোতা স্বাক্ষরিত হবে আজ । এছাড়াও দুই প্রধানমন্ত্রীর মধ্যে অন্যতম আলোচ্য হতে চলেছে একঝাঁক পরিকাঠামো ও শিল্প সংক্রান্ত চুক্তি তথা বাস্তবায়ন নিয়ে । বাংলাদেশের আর্থিক বৃদ্ধিহার ধাক্কা খেয়েছে । বড়সড় সঙ্কট বিদেশি মুদ্রাভাণ্ডারে । বাণিজ্য ঘাটতি বিশেষ চিন্তার কারণ হয়েছে ।

এই কারণেই ভারতীয় ও বাংলাদেশের শিল্পমহলের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হবে । প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বৈঠক করবেন ভারতের শিল্পপতি ও বণিকসভার সঙ্গে । পাকিস্তান , নেপাল , শ্রীলঙ্কার পর বাংলাদেশেও ডালপালা মেলেছে চিন । সেই সম্ভাবনা বৃদ্ধি নিয়ে উদ্বেগ রয়েছে ভারতের । আর ঠিক সেই কারণেই ঢাকা যাতে দিল্লীর সঙ্গে সম্পর্কের মিত্রতায় কোনও সমীকরণ বদলের কথা না ভাবে সেটা নিশ্চিত করতে চায় ভারতের বিদেশমন্ত্রক । সেই লক্ষ্যে আগামীকাল দুই দেশের প্রধানমন্ত্রীদের একক বৈঠকের পর যৌথ বিবৃতি নিয়ে সতর্ক এবং উদার মনোভাব নিতে চলেছে ভারত । ভারতের কাছে বাংলাদেশের যে প্রত্যাশা সেই অনুযায়ী যাতে শেখ হাসিনাকে সন্তুষ্ট করা যায় , সেই নিয়ে ভারত চাইছে সবরকমভাবেই ইতিবাচক একটি সফর হিসাবে থেকে যাক এই দিল্লী সফর । আর তাই আজ যৌথ বিবৃতি নিয়ে সোমবার দফায় দফায় বৈঠক হয়েছে দুই দেশের আধিকারিকদের মধ্যে ।

আখাউড়া – আগরতলা রেল সংযোগ আবার চালু হওয়া , চট্টগ্রাম থেকে আগরতলা বিমান চালুর প্রক্রিয়া , আমদানি – রপ্তানি বাণিজ্যের ভারসাম্য , কম্প্রিহেনসিভ ট্রেড সমঝোতা ইত্যাদির পাশাপাশি সীমান্ত সমস্যা নিয়েও পৃথকভাবে গুরুত্ব দেওয়া হবে আজকের বৈঠকে । সংবাদ প্রতিনিধি ঢাকার সংযোজন : এদিকে , সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার আগে দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করবেন । শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির আনুষ্ঠানিক বৈঠকে নিরাপত্তা সহযোগিতা , বিনিয়োগ , বর্ধিত বাণিজ্য সম্পর্ক , বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা , অভিন্ন নদীর জলবন্টন , জলসম্পদ ব্যবস্থাপনা , সীমান্ত ব্যবস্থাপনা , মাদক চোরাচালান ও মানব পাচার রোধ সংক্রান্ত বিষয়গুলো অগ্রাধিকার পাবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে ।

এর আগে হায়দ্রাবাদ হাউসে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে শেখ হাসিনাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হবে । পরে ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন । ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভাইস প্রেসিডেন্ট জগদীস ধনখড়ের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা । একই দিনে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পরিবারের সদস্যদের সঙ্গেও তার দেখা করার কথা রয়েছে । শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী , ভারতের উত্তর – পূর্ব অঞ্চলের উন্নয়নমন্ত্রী জি কিষান রেড্ডি এবং আদানি গ্রুপ চেয়ারম্যান গৌতম আদানি । এদিকে , ইউক্রেন সংকট , বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং চলমান কোভিড -১৯ মহামারির মধ্যে শেখ হাসিনার দিল্লী সফরকে তাৎপর্যপূর্ণ হিসাবে দেখা হচ্ছে । কারণ , দুই দক্ষিণ এশীয় প্রতিবেশী চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সহযোগিতা বাড়াতে চায় ।

তবে আলোচনায় ভারতের পক্ষ থেকে ট্রানজিট এবং বাংলাদেশের পক্ষ থেকে দুই দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীর জলবন্টন ইস্যু গুরুত্ব পাবে । ভারত বেশ কিছুদিন আগে থেকেই বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করার আগ্রহ প্রকাশ করে আসছে । এ নিয়ে ২০১৯ সালে চুক্তি হয় ভারতের সাথে । ভারত ৫০০ মিলিয়ন ডলার ঋণ দেবে । ওই ঋণের আওতায় ভারত থেকে সামরিক সরঞ্জাম কিনবে বাংলাদেশ । ভারতের সেনাপ্রধান গত জুলাইয়ে ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন । সাক্ষাতে বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে খবর বেরিয়েছিল । এছাড়াও মেরিটাইম সিকিউরিটির জন্য ভারত থেকে রাডার ক্রয় করার কথা বাংলাদেশের । এসব বিষয় নিয়েও আজ দুই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠকে আলোচনা হবে । এদিকে , বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর খুবই গুরুত্বপূর্ণ একটি সফর বলে মনে করেন ভারতের কূটনীতিকরা । তাদের মতে , বাংলাদেশ ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী । দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা বিগত এক দশকে অনেক জোরদার হয়েছে । শেখ হাসিনার সফরে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে এবারের বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্কে আরও গতি আনবে । এই সফর খাদ্য নিরাপত্তা , অর্থনীতি , কানেকটিভিটি , উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতার হতে পারে । বাংলাদেশ গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসাবে যে কোনও সমর্থন ভারত দিতে পারে । বিশেষ করে বৃহত্তর ভূ – রাজনৈতিক এবং সামষ্টিক অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে ভারতের দৃষ্টিকোণ হলো , বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হওয়ার পরও জোরদার সহযোগিতা অব্যাহত রাখা । এই সহযোগিতার ভিত্তি হবে পারস্পরিক শ্রদ্ধা , লাভালাভ এবং একে অন্যকে সহযোগিতা ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

আলু, ধান, সবজির সাথে ডাল চাষেও এগোচ্ছে ত্রিপুরা : রতন!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…

11 hours ago

চটকলের আখ্যান!!

সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…

12 hours ago

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

1 day ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

2 days ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

2 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

2 days ago