মোদি ৩.০তে নেই পূর্বের ২০ মন্ত্রী!!
অনলাইন প্রতিনিধি :-মোদির তৃতীয় ইনিংসে নেই মোদি ২.০ এর ২০ জন মন্ত্রী।এদের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য নাম স্মৃতি ইরানী, অনুরাগ ঠাকুর, রাজীব চন্দ্রশেখরের মতো মন্ত্রীরা।এছাড়া অনেকে এবারের নির্বাচনে জিতেছেন এবং অনেকে হেরেছেন এরকম প্রায় ২০ জন মন্ত্রী মোদির তৃতীয় টিমে জায়গা পায়নি।নরেন্দ্র মোদির টিমে নেই এবার অজয় ভাট,সাধ্বী নিরঞ্জন জ্যোতি,মীনাক্ষী লেখি, রাজকুমার রঞ্জন সিং, জেনারেল ভি কে সিং (অবসরপ্রাপ্ত), আর কে সিং, অজুর্ন মুণ্ডা, অনুরাগ ঠাকুর, নীতীশ প্রামাণিক, অজয় মিশ্র, সুভাষ সরকার, প্রতিমা ভৌমিক, জন বার্লা, ভারতী পাওয়ার, অশ্বিনী কুমার চৌবে, রাও সাহেব দানাং, কপিল পাঠিল, নারায়ণ রানে, ভগবত ধীরাজ প্রমুখ।