মোবাইল ট্যারিফ বৃদ্ধি, গ্রাহক কমছে দেশে!!

 মোবাইল ট্যারিফ বৃদ্ধি, গ্রাহক কমছে দেশে!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-দেশে কমছে মোবাইল গ্রাহকের সংখ্যা।শুধু সেপ্টেম্বরেই কমেছে এক কোটিরও বেশি গ্রাহক। আগের মাসের তুলনায় ০.৮৭ শতাংশ সংযোগ ছিন্ন করে দিয়েছে গ্রাহক।
ত্রিপুরা সহ ছয়টি রাজ্যকে নিয়ে গঠিত নর্থ ইস্ট সার্কেলে সেপ্টেম্বরে হ্রাস পেয়েছে ১.৪৮% গ্রাহক। টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই) তথা টেলি নিয়ন্ত্রণ সংস্থা সম্প্রতি যে গ্রাহক ডাটা প্রকাশ করে সেখানে এই তথ্য ফুটে উঠেছে। দেখা গেছে শহরের তুলনায় গ্রামাঞ্চলে মোবাইল গ্রাহকের সংখ্যা কমে যাচ্ছে।
গত সপ্তাহে দেশের জিডিপি নিম্নগামিতার তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় রিসার্ভ ব্যাঙ্ক।এর থেকে মনে করা হচ্ছে রোজগার কমে যাওয়ায় মানুষ মোবাইল সংযোগ ছেড়ে দিচ্ছেন।একমাসে এক কোটি গ্রাহক
হ্রাস পাওয়া নজিরবিহীন ঘটনা। এর জেরে দেশে টেলি মোবাইল ঘনত্বও হ্রাস পাচ্ছে।যেমন আগষ্ট মাসে যেখানে মোবাইল ঘনত্ব ছিল গড়ে ৮২.৮৫ শতাংশ সেখানে সেপ্টেম্বরে এসে দাঁড়ায় ৮২.০৭%।
গ্রাহক সংখ্যা হ্রাস পাওয়া সরকারের কোষাগারে ও ধাক্কা লেগেছে। অবধারিতভাবে কমেছে রাজস্ব আয়।মোবাইল ফোন রিচার্জের উপর ১৮% পরিষেবা কর আদায় করে সরকার। অর্থাৎ ধরা যাক কেউ ২৮ দিনের জন্য ২৯৯ টাকা রিচার্জ করলো।সেখানে সরকার পায় ৪৫.৬১ টাকা।বিপুল পরিমাণ গ্রাহক হ্রাস পেতে থাকায় কমছে সরকারের পরিষেবা কর আদায়।
মূলত জুলাই মাস থেকে দ্রুত হারে কমছে মোবাইল গ্রাহক। ওই মাসে বেসরকারী মোবাইল অপারেটররা একযোগে ট্যারিফ বৃদ্ধি করে গড়ে ২০%। এর জেরে সংযোগ বৃদ্ধি করতে শুরু করে গ্রাহকরা।
যেখানে চলতি আর্থিক বছরের এপ্রিল থেকে জুন তিন মাস ক্রমান্বয়ে জিও এবং এয়ারটেল গ্রাহক সংখ্যা বৃদ্ধি করে যাচ্ছিল সেখানে পরের তিন মাসে এক নাগারে গ্রাহক হারায় অস্বাভাবিক হারে। পক্ষান্তরে বিএসএনএল জুলাই থেকে আগষ্ট ক্রমান্বয়ে গ্রাহক বাড়িয়ে চলেছে। আগের তিন মাসে বিএসএনএল গ্রাহক হারিয়েছিল। ভোডাফোন-আইডিয়া এপ্রিল থেকে আগষ্ট পর্যন্ত গ্রাহক হারিয়েই চলেছে।
দেশে এই মুহূর্তে ৪০.২০% গ্রাহক নিয়ে শীর্ষে রয়েছে জিও। ৩৩.২৪% গ্রাহক নিয়ে দ্বিতীয় এয়ারটেল। তৃতীয় ভোডাফোন-আইডিয়া ১৮.৪১% এবং চতুর্থ বিএসএনএল ৭.৯৮%।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.