এই খবর শেয়ার করুন (Share this news)

সালটা ২০১২। কেন্দ্রে তখন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নেতৃত্বে দ্বিতীয় ইউপিএ সরকার । তখন ডলারের তুলনায় টাকার দাম হঠাৎ করেই বেশ খানিকটা নীচে নেমে গিয়েছিল । টাকার দামের পতনের সঙ্গে সঙ্গে সেদিন শেয়ার বাজারেও ধাক্কা লাগে । আজকের নরেন্দ্র মোদি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী । ইউপিএ আমলে টাকার দামের এই আকস্মিক পতন হতেই প্রধানমন্ত্রী মনমোহন সিং – এর প্রবল সমালোচনায় সেদিন হামলে পড়েন মোদি । পরপর সেদিন নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী মনমোহন সিং – এর বিরুদ্ধে দেশের অর্থনীতি নিয়ে তীব্র ব্যঙ্গ – বিদ্রুপে ভরা মন্তব্য করতে ছাড়েননি মোদি ।

সে দিন মোদি কখনও মন্তব্য করেছেন , “ যেভাবে আমেরিকার ডলারের দাম বাড়ছে , আর ভারতের টাকার মূল্য দুর্বল হচ্ছে তাতে ভারত আর বিশ্বের বাজারে দাঁড়াতে পারবে না । ” কখনও তিনি লিখছেন সারা দেশ আজ হতাশ । কারণ দেশের অর্থনীতি নিয়ে আজ কোনও চিন্তাভাবনা নেই সরকারের । টাকার দামের পতন হচ্ছে , অথচ সরকারের কোনও উদ্বেগ নেই । প্রধানমন্ত্রী শুধু নিজের চেয়ার বাঁচাতে ব্যস্ত ’ । অন্য আরেক টুইটারে মোদি লিখছেন “ কংগ্রেস দল সরকার আগে রক্ষা করবে , নাকি টাকার পতন রোধ করবে- সেটা আগে ঠিক করুক । ”

শুধু একা মোদিই নন , প্রায় ১০ বছর আগে গোটা বিজেপি দলই জিনিসপত্রের মূল্যবৃদ্ধি পেট্রোল – ডিজেল- রান্নার গ্যাসের দাম কিংবা টাকার দামের পতন নিয়ে নানা ব্যঙ্গ বিদ্রূপে মনমোহন সিংকে অর্থনীতির পাঠ শেখাতেন । কখনও কখনও বলতেন উপা সরকারের আমলে পেট্রোল – ডিজেল আর ডলারের দাম নাকি মনমোহন সিং – এর বয়সকে ছাড়িয়ে যাবে ।
সময় দ্রুত বদলে যায় । গত সাড়ে ৮ বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় আসীন নরেন্দ্র মোদি সরকার । এই সাড়ে ৮ বছরে “ আচ্ছে দিন ’ বারবার ফিরে এসেছে দেশের বুকে । খাদ্য পণ্য থেকে শুরু করে নিত্য পণ্যের দাম হু হু করে আকাশ ছুঁয়েছে । পেট্রোল – ডিজেল কেরোসিন সহ জ্বালানি তেলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে ।

রান্নার গ্যাসের সিলিণ্ডারের দাম এই সময়ের মধ্যে কত শত গুণ বৃদ্ধি পেয়েছে তা আচ্ছে দিনের যারা ফেরী করেছিলেন তারাই তথ্য পরিসংখ্যানে ভালো বলতে পারবেন । খুচরো বাজারে মূল্যবৃদ্ধি মাথা তুলে দাঁড়িয়েছে অনেকদিন । আরও কঠিন সঙ্কট এসেছে পাইকারি মূল্যের বাজারে । সব কিছুকে ছাপিয়ে এবার আমেরিকার মুদ্রাস্ফীতির ধাক্কায় ডলারের দামের কাছে কার্যত অসহায় আত্মসমর্পণ করলো ভারতীয় মুদ্রা । বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারের সর্বশেষ যা চিত্র তাতে প্রতি ১ ডলারের দাম ভারতীয় মুদ্রায় এখন ৮০ টাকা ছুঁই ছুঁই । গত বেশ ক’দিন ধরেই ভারতীয় মুদ্রার নিম্নগামী অভিমুখ পরিলক্ষিত হচ্ছিল আন্তর্জাতিক বাজারে ।

শেষ পর্যন্ত বৃহস্পতিবার ভারতীয় মুদ্রার সর্বকালীন রেকর্ড পতন ঘটে । লক্ষণীয় ঘটনা হলো ডলারের তুলনায় ভারতীয় টাকার এই রেকর্ড পতন অর্থনীতিবিদদের চোখে ভয়াবহ আশঙ্কার বার্তা দিচ্ছে । কারণ মুদ্রার এই লাগাতর পতন অর্থাৎ অর্থনীতির ভাষায় এরকম অস্থির মুদ্রা কোনও দেশের অর্থনীতির জন্যই ভালো লক্ষণ নয় । সহজভাবে বললে বলা যায় একটি দুর্বল মুদ্রা দেশের মুদ্রাস্ফীতি বৃদ্ধি করে । আর এর ফলে জিনিস পণ্যের মূল্য আকাশছোঁয়া হয়ে যায় । যার লাগাম টানা সরকারের পক্ষে দুরূহ কাজ হয়ে দাঁড়ায় । ডলারের তুলনায় টাকার মূল্য কমে যাওয়া মানেই দেশের আমদানি খাতে প্রচুর অর্থ ব্যয়িত হলেও রপ্তানি খাতে বিদেশি মুদ্রা দেশের কাছে তুলনায় সঞ্চিত হবে কম ।

শেষ পর্যন্ত এর প্রভাব গিয়ে পড়বে দেশের সাধারণ মানুষের পকেটে । টাকার এই রেকর্ড পতন দেশের মানুষের জন্য বড় বিপদের বার্তা বয়ে আনতে পারে এমনটাই মনে করছেন অর্থনীতির বিশেষজ্ঞরা । এই যখন দেশের অর্থনীতির টালমাটাল দশা তখন তিনি মৌন । দেশের কঠিন সঙ্কট , পরিস্থিতি , জনতার দুর্দশা- সব ধরনের সঙ্কটেই তার মুখে ‘ রা ’ নেই । তিনি নির্বাক । তিনি নীরব মোদি । একদিকে বিশ্বজুড়ে অর্থনীতির সঙ্কট , কর্মচ্যুতি , বেকারত্ব । রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব সবকিছুকেই যখন এলোমেলো করে তুলেছে তখন ভারতীয় অর্থনীতির এই অন্ধকার দশা কোথায় গিয়ে থামে সেটাই এখন বড় চিন্তার ।

আমেরিকার মুদ্রাস্ফীতির ফলে বিনিয়োগকারীরা এখন অনেক বেশি সতর্ক পদক্ষেপ নেবেন । তারা ঝুঁকিপূর্ণ বাজারে আর বিনিয়োগ করতে চাইবেন না। ফলে ভারতীয় দেশীয় বাজার থেকে বিনিয়োগের টাকা তুলে নিতে চাইবেন । এটাই ভারতীয় টাকার কাছে বড় আশঙ্কার খবর । টাকার এই অবমূল্যায়ন সত্ত্বেও দেশের কর্ণধারদের নীরবতা কার্যত তাদের ব্যর্থতা এবং অর্থনৈতিক দূরদৃষ্টি হীনতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে । দেশের অর্থনীতির এই রক্তক্ষরণ কবে কোথায় গিয়ে থামবে সেটাই এই সময়ের বড় জিজ্ঞাসা ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

19 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

20 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

20 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

20 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

21 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

21 hours ago