যথাসময়েই মিলবে ডিএ, বিধানসভায় জানালেন উপমুখ্যমন্ত্রী

এই খবর শেয়ার করুন (Share this news)

যথা সময়েই রাজ্য সরকারের শিক্ষক কর্মচারীরা তাদের বকেয়া ডিএ পেয়ে যাবেন । এ জন্য শিক্ষক – কর্মচারীকে দুশ্চিন্তার কোনও কারণ নেই । সাধ্য মতো সকল শিক্ষক – কর্মচারীদের যাবতীয় পাওনা মিটিয়ে দেবে সরকার । সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রে কাজ করছে সরকার । বিধানসভায় বিরোধী দলের দুই বিধায়কের আনা কলিং অ্যাটেনশনের জবাবে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ একথা জানান । উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ বলেন , বর্তমান রাজ্য সরকার শিক্ষক – কর্মচারী সহ সকল অংশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে । ইতিমধ্যেই প্রতিশ্রুতি মতো সামাজিক ভাতাও ২০০০ টাকা করা হয়ে গেছে । টিএসআরের চাকরি থেকে অবসরের বয়সসীমা তিন বছর বাড়িয়ে ৬০ বছর করা হয়েছে । পুজো অনুদান বাড়িয়ে ১৭০০ টাকা পর্যন্ত করা হয়েছে । গত বছর থেকেই শিক্ষক কর্মচারীদের ফেস্টিভাল অ্যাডভান্স বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে । অঙ্গনওয়াড়ি , হোমগার্ড , আশা কর্মীদের পর্যন্ত পুজো অনুদান সহ ফেস্টিভাল অ্যাডভান্স দিচ্ছে সরকার । উপমুখ্যমন্ত্রী শিক্ষক – কর্মচারী থেকে শুরু করে সকল অংশের মানুষের জন্য কখন কী ব্যবস্থা গ্রহণ করতে হবে এ নিয়ে বিরোধীদের দুশ্চিন্তাগ্রস্ত না হতে পরামর্শ দেন । কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে বিগত সরকারের এক মন্ত্রীর প্রকাশ্যে কুরুচিসম্পন্ন বক্তব্য পর্যন্ত রেখেছিলেন বলে বিরোধী দলের সদস্যদের কটাক্ষ করেন উপমুখ্যমন্ত্রী । বিরোধী দলের সদস্যদের উদ্দেশ্য করে উপমুখ্যমন্ত্রী বলেন , বামফ্রন্ট সরকার কর্মচারীদেরকে ২.২৫ গুণিতক হিসাবে বেতন বর্ধিত করে । বিজেপি – আইপিএফটি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৮ সালের মার্চ মাসে সরকার গঠনের পর সর্বোচ্চ ২.৫৭ গুণিতক হার পর্যন্ত কর্মচারীদের বেতন বর্ধিত করা হয় । এর ফলে , সংশোধিত বেতন পুরোনো বেতনের তুলনায় প্রায় ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে । এর ফলে যখনই কোনও ডি এ প্রদান করা হয় , তখন তার প্রভাব বর্ধিত বেতনের ওপর পড়ে । এছাড়াও , গ্রুপ – সি কর্মচারীদের ন্যূনতম বেতন প্রতি মাসে ১৮০০০ টাকা করা হয়েছে যা কেন্দ্রীয় সরকারের অনুরূপ । একইভাবে কলেজ শিক্ষকদের জন্য ইউজিসি এবং এআইসিটিই বেতনক্রম চালু করা হয়েছে । উপমুখ্যমন্ত্রী জানান , বিজেপি – আইপিএফটি সরকার কর্মচারীদের অনুকূলে আরও বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে । এর মধ্যে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হল- বামফ্রন্ট সরকারের সময়কালে ফেস্টিভাল গ্র্যান্ট ছিল ৭০০ টাকা । বর্তমান সরকার তা বাড়িয়ে ১৭০০ টাকা পর্যন্ত করেছে । যা দ্বিগুণের থেকেও বেশি । বামফ্রন্ট সরকারের সময়কালে ফেস্টিভাল অ্যাডভান্স ছিল ৪০০০ টাকা । তা বাড়িয়ে ২০০০০ টাকা পর্যন্ত করেছে । বামফ্রন্ট সরকার অঙ্গনওয়াড়ি , হোমগার্ড , আশা কর্মীদের জন্য কোনও ফেস্টিভাল অ্যাডভান্স দিতো না । বর্তমান সরকার তাদেরও ফেস্টিভাল অ্যাডভান্স দিচ্ছে । রাজ্য সরকার ২০ কোটি টাকা ব্যয়ে শিক্ষক কর্মচারীদের জন্য হেল্থ ইনশিয়োরেন্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে । রাজ্য সরকার তার আর্থিক ক্ষমতার নিরিখে কর্মচারীদের জন্য ডিএ প্রদান করে থাকে । 3rd Pay Commission- এর সময়ে ( যথা ০১-০১-১৯৮৮ থেকে ৩১-১২-১৯৯৫ পর্যন্ত ) কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ -এর ফারাক ছিল ৩২ শতাংশ । বিগত সরকারের 4th Pay Commission এর সময় ( যথা ০১-০১-১৯৯৬ থেকে ৩১-১২-২০০৫ পর্যন্ত ) কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ – এর ফারাক ছিল ২১ শতাংশ । পরবর্তী Pay Review Committee Period ( যথা ০১-০১-২০০৬ থেকে ৩১-০৩-২০১৭ পর্যন্ত ) ডিএ- এর ফারাক ছিল ৩৭ শতাংশ ( কেন্দ্রীয় হার ১২৫ রাজ্যের হার ৮৮ শতাংশ ) । এই ৩৭ শতাংশ ডিএ বকেয়া রেখেই বিগত সরকার নতুন বেতনক্রম চালু করে । এখানে উল্লেখ করা যায় যে , বিগত সরকারের সময়ে Notification No.6 ( 1 ) FIN ( PC ) / 2008 / Part – I dated 06-09-2011 অনুযায়ী – ” The Governor is pleased to take a policy decision on DA / DR as follows : While the rates declared by Central Govern ment have always been kept in view , the State Government has been and will continue to release DA / DR at a rate and on such pe riodicity , which will be specified by the State Government from time to time depending on the resource position of the State . This policy decision is in clarificcation of the previous decision in this regard . “

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

10 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

10 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

10 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

10 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

1 day ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

1 day ago