ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!
যদি হই রক্তদাতা, জয় করব মানবতা!

আগরতলা শহরের বনেদি ক্লাবগুলোর মধ্যে অন্যতম একটি ক্লাব হচ্ছে জয়নগরের যুব সমাজ ক্লাব। সারা বছরই নানা সামাজিক কর্মসূচিতে যুক্ত থাকে এই ক্লাব। তারই অঙ্গ হিসাবে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি ক্লাব সংলগ্ন পুকুরটি পুর নিগমের উদ্যোগে ৩০ লক্ষ টাকা ব্যয়ে সৌন্দর্যায়নের লক্ষ্যে শিলান্যাস করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসার ডাঃ মানিক সাহা। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী সহ এলাকার বিশিষ্টজনেরা। রক্তদান শিবিরকে কেন্দ্র করে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে রবীন্দ্র নজরুল সন্ধ্যা।