যাত্রা শুভ হোক নতুন বছরের!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:-ইতিহাসের পাতা থেকে মুছে গেল আরেকটি বছর।একটি বছর ইতিহাস হয়ে থাকে নানা সুখ, দুঃখ,উত্থান, পতনের সাক্ষী হিসাবে।গোটা বিশ্বের নিরিখে,গোটা দেশের নিরিখে, গোটা রাজ্যের নিরিখে একটা বছর অনেক কিছুর সাক্ষী থাকে।গোটা বিশ্বের নিরিখেই যদি ধরা হয় গত এক বছরে গোটা বিশ্বের বিভিন্ন দেশে অশান্তি লেগেই ছিল।একদিকে রাশিয়া- ইউক্রেনের মধ্যে যুদ্ধের আবহ চলছে,প্রচুর নিরীহ মানুষ মারা গেছেন এই যুদ্ধে।প্রচুর বন সম্পত্তি নষ্ট হয়েছে।ইউক্রেনকে প্রায় ধুলোয় মিশিয়ে মারা দিয়েছে রাশিয়া।গত প্রায় দুই বছর ধরে ইউক্রেন- রাশিয়ার যুদ্ধ চলছে। এরফলে আখেরে গোট-বিশ্বের সম্পত্তির ক্ষতি হচ্ছে।গোটা বিশ্ব তাকিয়ে দেখছে।কিছু করার নেই।ইউক্রেন- রাশিয়ার যুদ্ধের মধ্যেই এবার ইজরায়েল-প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ চলছে।গাজা ভূখণ্ড দখল নিয়ে যুদ্ধ তি চলছে গত কয়েকমাস ধরে।এতে গাজায় ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।এ নিয়ে বিশ্বের দেশগুলির কোন হেলদোল নেই।যুদ্ধ চলছে,প্রচুর প্রাণহানি হচ্ছে,ধনসম্পত্তির ক্ষতি হয়েছে।গোটা বিশ্ব তাকিয়ে শুধু দেখছে।আমাদের দেশের দিকে তাকালে দেখা যায় যে,গত এক বছরে রাজনৈতিক ডামাডোল থেকে প্রাকৃতিক দুর্যোগ এবং এর থেকে প্রাণহানিও কম হয়নি দেশে রাজনৈতিক ডামাডোলের পাশাপাশি এদেশে গত এক বছরে যে উল্লেখযোগ্য অধ্যায় আমাদের দেশে রচিত হয়েছে তা দেশে নয়া সংসদ ভবনের যাত্রা। দীর্ঘকাল থেকে ব্রিটিশের ছেড়ে যাওয়া ভবন আমাদের দেশের সংসদ ছিল।নয়া সংসদ ভবন গোটাটাই গড়ে তোলা হয়েছে ভারতীয় আদলে।এ বছরে আমাদের দেশের টুপিতে নিঃসন্দেহে একটি পালক যুক্ত হয়েছে নয়া সংসদ ভবনের মাধ্যমে।চলতি বছরের বেশ কিছু রাজ্য বিধানসভা নির্বাচন গেছে। ওই রাজ্যগুলিতে ক্ষমতার পালাবদল যেমন হয়েছে তেমনি কিছু রাজ্যে ক্ষমতা ধরে রেখেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল।এ বছর ভারতের অন্যতম সাফল্যের বিষয় ছিল সফলভাবে জি- ২০ দেশগুলির সম্মেলন করা।মূলত বছরের প্রথম থেকে জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে বিভিন্ন ছোট ছোট শহরে বিভিন্ন থিমের উপর জি- ২০ শীর্ষ সম্মেলনের প্রতিনিধিদের উপস্থিতিতে বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হয় এবং ছোট ছোট শহরগুলি সাফল্যের সাথে তা উদ্যাপন করেছে।এরপর নয়াদিল্লীতে গত অক্টোবর মাসে অনুষ্ঠিত হয় জি- ২০ দেশগুলির শীর্ষ সম্মেলন।এই সম্মেলনটি ভারত যথেষ্ট সাফল্যের সাথে সম্পাদন করেছে। এরফলে
গোটা বিশ্বে সাফল্য কুড়িয়েছে ভারত।চলতি বছরের বর্ষাকালীন সময়ে হিমাচল প্রদেশ প্রবল বন্যায় এবং ধসে বিধস্ত হয়ে পড়ে।এর জেরে প্রচুর প্রাণহানি যেমন হয়েছে তেমনি প্রচুর বি ধণসম্পত্তির ও ক্ষতি হয়েছে। তেমনি বছরের শেষদিকে এসে সিকিম প্রকৃতির রোষানলে পড়ে। ব্যাপক ক্ষতি হয় সিকিমের। রাস্তাঘাট থেকে বিদ্যুৎ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতিসাধন হয় সিকিমের। আখেরে পর্যটন শিল্পের ব্যাপক ক্ষতি হয়।আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি দেখা যায় যে বছরের প্রথমে ছিল এ রাজ্যে বিধানসভা নির্বাচানে পরবর্তীতে ২টি ক্ষেত্রে বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হয়।বছরশেষে এক বর্ষীয়ান বিধায়কের মৃত্যুতে রাজ্য শোকে মুহ্যমান হয়ে পড়ে।রাজ্যের ক্ষেত্রে প্রাপ্তি অপ্রাপ্তির ভাঁড়ারে তেমন উল্লেল্লখযোগ্য কিছু নেই।ইংরেজি বছরের শেষ ছিল আজ।বিদায় নিচ্ছে ২০২৩। ক্যালেন্ডারের পাতা থেকে মুছে যাবে আরও একটি বছর।নানা প্রাপ্তি অপ্রাপ্তি,উত্থান,পতন, ডামাডোল, বিপর্যয়ের সাক্ষী এক বছর।নয়া বছরের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আমাদের বছর যেন সকলের জন্য সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে।আগামী বছরই আমাদের দেশের লোকসভা নির্বাচন।পাঁচ বছরের জন্য দেশে সরকার গড়া হবে।আগামী পাঁচ বছর দেশ কোন সরকার পরিচালনা করবে তা ঠিক করবেন দেশের জনগণ। নতুন ইংরেজি বছর যেন সকলের জন্য সুখ, আনন্দ, সমৃদ্ধি বয়ে আনে এটাই আমাদের প্রত্যাশা হোক। গোটা বিশ্বের নিরিখে গোটা দেশের নিরিখে এবং অবশ্যই আমাদের এই ছোট ত্রিপুরা শান্তি, সমৃদ্ধি, উন্নতির শিখরে পৌঁছাক-আগামী বছর লেন এরই বার্তা বয়ে আনে -এটাই আমাদের প্রত্যাশা।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

15 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

15 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

15 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

15 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago