অনলাইন প্রতিনিধি || রাজ্যের রেল যাত্রীদের প্রতিদিনের যাতায়াতের সুবিধার্থে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বৃহস্পতিবার লেখা এক চিঠিতে তিনি আগরতলা থেকে ধর্মনগর এবং ধর্মনগর থেকে আগরতলা রুটে একটি অতিরিক্ত দৈনিক যাত্রীবাহী ট্রেন চালু করতে সক্রিয় পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ জানান। রেলমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী রাজ্যে রেল পরিবহণের উন্নয়নে রেলপথ মন্ত্রকের উল্লেখযোগ্য ভূমিকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিগত কয়েক বছরে ব্রডগেজ রেললাইন সম্প্রসারণ এবং বেশ কয়েকটি এক্সপ্রেস ও লোকাল ট্রেন পরিষেবা চালু করার মাধ্যমে ত্রিপুরায় রেল যোগাযোগের বিস্তর উন্নতি হয়েছে।মুখ্যমন্ত্রী চিঠিতে এও জানান, বিগত কয়েক বছরে রাজ্যে দৈনিক যাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আগরতলা-ধর্মনগর রোডে যাত্রীদের চাপ অনেকটাই বেড়েছে। রাজ্যের দুটি প্রধান শহর রাজধানী আগরতলা থেকে ধর্মনগর পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে একটি অতিরিক্ত দৈনিক যাত্রীবাহী ট্রেন চালু করার জন্য ব্যাপক চাহিদা রয়েছে। দীর্ঘদিন ধরে এই দাবি রয়েছে মানুষের ।একই ট্রেন পরের দিন সকালে আগরতলায় ফিরে আসতে পারে।তাতে দৈনিক যাত্রীদের একটা বড় অংশের খুবই উপকার হবে।যার প্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে সনির্বন্ধ অনুরোধ জানান মুখ্যমন্ত্রী ডা. সাহা।এতে ত্রিপুরার হিরা মডেলের সারবত্তা বাস্তবিকভাবে উপলব্ধ হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…