অনলাইন প্রতিনিধি || রাজ্যের রেল যাত্রীদের প্রতিদিনের যাতায়াতের সুবিধার্থে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বৃহস্পতিবার লেখা এক চিঠিতে তিনি আগরতলা থেকে ধর্মনগর এবং ধর্মনগর থেকে আগরতলা রুটে একটি অতিরিক্ত দৈনিক যাত্রীবাহী ট্রেন চালু করতে সক্রিয় পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ জানান। রেলমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী রাজ্যে রেল পরিবহণের উন্নয়নে রেলপথ মন্ত্রকের উল্লেখযোগ্য ভূমিকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিগত কয়েক বছরে ব্রডগেজ রেললাইন সম্প্রসারণ এবং বেশ কয়েকটি এক্সপ্রেস ও লোকাল ট্রেন পরিষেবা চালু করার মাধ্যমে ত্রিপুরায় রেল যোগাযোগের বিস্তর উন্নতি হয়েছে।মুখ্যমন্ত্রী চিঠিতে এও জানান, বিগত কয়েক বছরে রাজ্যে দৈনিক যাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আগরতলা-ধর্মনগর রোডে যাত্রীদের চাপ অনেকটাই বেড়েছে। রাজ্যের দুটি প্রধান শহর রাজধানী আগরতলা থেকে ধর্মনগর পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে একটি অতিরিক্ত দৈনিক যাত্রীবাহী ট্রেন চালু করার জন্য ব্যাপক চাহিদা রয়েছে। দীর্ঘদিন ধরে এই দাবি রয়েছে মানুষের ।একই ট্রেন পরের দিন সকালে আগরতলায় ফিরে আসতে পারে।তাতে দৈনিক যাত্রীদের একটা বড় অংশের খুবই উপকার হবে।যার প্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে সনির্বন্ধ অনুরোধ জানান মুখ্যমন্ত্রী ডা. সাহা।এতে ত্রিপুরার হিরা মডেলের সারবত্তা বাস্তবিকভাবে উপলব্ধ হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…