দৈনিক সংবাদ অনলাইন, ধর্মনগর।। রবিবার ধর্মনগর মহকুমার টঙ্গিবাড়ি ও লালছড়া স্কুল সংলগ্ন এলাকা থেকে এলাকাবাসীদের সহযোগিতায় শুঁকনো গাঁজা সহ দুই গাঁজা পাচারকারীকে আটক করলো ধর্মনগর থানার পুলিশ। ধৃতদের নাম দীপক নমঃ বাড়ি আগরতলায়। অপরজন গণেশ শর্মা বাড়ি বিহারে। ধৃতদের কাছ থেকে বিভিন্ন আকারের ৭টি ব্যাগ থেকে ১৯ প্যাকেটে মোট ৬৬ কেজি শুঁকনো গাঁজা উদ্ধার করা হয়।
জানা যায়, রবিবার সকালে ধর্মনগর থানার পুলিশ পেট্রলিং এর সময় টঙ্গিবাড়ি এলাকায় ভীর দেখে সেখানে উপস্থিত হলে এই সাফল্য আসে পুলিশের। তবে রবিবার দুই পাচারকারীকে শুঁকনো গাঁজা সহ আটকের সময় নানা নাটক মঞ্চস্থ হয়। দুই জনকে আটক করতে পারলেও পালিয়েছে আরও পাঁচ জন। আটক যুবকের সাথে কথা বলে জানা যায়, রবিবার সকালে আগরতলা যোগেন্দ্র নগর রেল স্টেশন থেকে তারা ধর্মনগরে আসে। পরে টঙ্গিবাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় লাল রঙের স্কুটি করে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি তাদের ব্যাগ ফেলে চলে যাওয়ার জন্য বলে।
আর সেই কথা শুনে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করে এলাকার কিছু যুবক। তারা দীপক নমঃকে আটক করে পেট্রলিংরত পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানতে পারে টঙ্গিবাড়ি কাঁকড়ি নদীর পার দিয়ে ৫ জন পালিয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ ও টিএসআর জওয়ানরা পেছন পেছন ধাওয়া করে।
নদীর পার দিয়ে ধৃতদের পালিয়ে যেতে দেখে এলাকার কিছু যুবক তাদের আটকানোর চেষ্টা করলে তাদের ধাক্কা দিয়ে ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। এরপর বিভিন্ন সূত্র মারফৎ খবরের ভিত্তিতে পুলিশ ও টিএসআর কর্মীরা পাচারকারীদের ধরতে মাঠে নামে। শুরু হয় চোর পুলিশ খেলা। শেষে আরও একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
অনলাইন প্রতিনিধি :-উত্তপ্ত মণিপুরের অশান্তির আঁচ এবার পৌঁছল মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত।মন্ত্রী-বিধায়কদের বাড়িতে হামলার পর এবার…
অনলাইন প্রতিনিধি :-বেআইনিভাবে এবং ক্ষমতার অপব্যবহার করে চিকিৎসককে মারধর করার অভিযোগে রাজ্য পুলিশের ডিএসপি প্রসূনকান্তি…
অনলাইন প্রতিনিধি :-ট্রেন, বিমানের পর এবার দেশের সবথেকে বড় ব্যাঙ্করিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াই উড়িয়ে দেওয়ার…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। মন্ত্রীর এই সাম্প্রদায়িক উস্কানির দৌলতে, গণ্ডাছড়া,…
আমেরিকায় পালাবদলের পর বিশ্বের অশান্ত এলাকাগুলিতে,যুদ্ধবিধ্বস্ত সকল অঞ্চলে নতুন ভাবনাচিন্তা শুরু হইয়াছে। বিশেষত দুইটি যুদ্ধ…
অনলাইন প্রতিনিধি :- জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নয়ে নীর, হায়…