দৈনিক সংবাদ অনলাইন, ধর্মনগর।। রবিবার ধর্মনগর মহকুমার টঙ্গিবাড়ি ও লালছড়া স্কুল সংলগ্ন এলাকা থেকে এলাকাবাসীদের সহযোগিতায় শুঁকনো গাঁজা সহ দুই গাঁজা পাচারকারীকে আটক করলো ধর্মনগর থানার পুলিশ। ধৃতদের নাম দীপক নমঃ বাড়ি আগরতলায়। অপরজন গণেশ শর্মা বাড়ি বিহারে। ধৃতদের কাছ থেকে বিভিন্ন আকারের ৭টি ব্যাগ থেকে ১৯ প্যাকেটে মোট ৬৬ কেজি শুঁকনো গাঁজা উদ্ধার করা হয়।
জানা যায়, রবিবার সকালে ধর্মনগর থানার পুলিশ পেট্রলিং এর সময় টঙ্গিবাড়ি এলাকায় ভীর দেখে সেখানে উপস্থিত হলে এই সাফল্য আসে পুলিশের। তবে রবিবার দুই পাচারকারীকে শুঁকনো গাঁজা সহ আটকের সময় নানা নাটক মঞ্চস্থ হয়। দুই জনকে আটক করতে পারলেও পালিয়েছে আরও পাঁচ জন। আটক যুবকের সাথে কথা বলে জানা যায়, রবিবার সকালে আগরতলা যোগেন্দ্র নগর রেল স্টেশন থেকে তারা ধর্মনগরে আসে। পরে টঙ্গিবাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় লাল রঙের স্কুটি করে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি তাদের ব্যাগ ফেলে চলে যাওয়ার জন্য বলে।
আর সেই কথা শুনে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করে এলাকার কিছু যুবক। তারা দীপক নমঃকে আটক করে পেট্রলিংরত পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানতে পারে টঙ্গিবাড়ি কাঁকড়ি নদীর পার দিয়ে ৫ জন পালিয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ ও টিএসআর জওয়ানরা পেছন পেছন ধাওয়া করে।
নদীর পার দিয়ে ধৃতদের পালিয়ে যেতে দেখে এলাকার কিছু যুবক তাদের আটকানোর চেষ্টা করলে তাদের ধাক্কা দিয়ে ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। এরপর বিভিন্ন সূত্র মারফৎ খবরের ভিত্তিতে পুলিশ ও টিএসআর কর্মীরা পাচারকারীদের ধরতে মাঠে নামে। শুরু হয় চোর পুলিশ খেলা। শেষে আরও একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…
অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…
অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…
অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…
অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…