যাদবলাল কাণ্ড, এথিকস কমিটিতে।

 যাদবলাল কাণ্ড, এথিকস কমিটিতে।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- অবশেষে মযাদবলাল কাণ্ড তদন্তের জন্য গেল বিধানসভার এথিক্স কমিটিতে। বৃহস্পতিবার বিধানসভার শেষ বেলায় কৌশলী চাল দিল শাসকদল। শাসকদলের বিধায়ক কিশোর বর্মণ বিধানসভা শেষ হওয়ার সামান্য সময় আগে যাদবলাল নাথের বিধানসভায় বসে অশ্লীল ভিডিও দেখার বিষয়টি উত্থাপন করে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বলেন, যেহেতু বিধায়ক যাদবলাল নাথের বিরুদ্ধে এমন একটি অভিযোগ উঠেছে, তাই বিষয়টি এথিকস কমিটিতে তদন্তের জন্য পাঠানো উচিত বলে মনে করি। শাসক দলের বিধায়কের এই প্রস্তাবে অধ্যক্ষ সম্মতি দেন এবং নির্দেশ দেন। এ নিয়ে শেষ মুহূর্তে সভা উত্তপ্ত হয়ে ওঠে। কেননা, বিরোধীরা এর আগে যাদবলাল কাণ্ড নিয়ে তার বিরুদ্ধে যাদবলাল কাণ্ড নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে গত শুক্রবার বিধানসভার শুরুর দিন কী না হলো! পুরো দিনভর তোলপাড় হয়েছে বিধানসভা। পাঁচ বিধায়ক সাসপেণ্ড পর্যন্ত হয়েছিলেন। অথচ সেইদিন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজ শেষদিন, তাও শাসকদলের বিধায়কের দাবি মেনে অধ্যক্ষ বিষয়টি এথিকস কমিটিতে পাঠান। অনেকে বিষয়টিকে ‘ওস্তাদের মার শেষ রাতে’ এই প্রবাদের সাথে তুলনা করছেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.